নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

হাতের মুঠোয় পরিবহন সেবা

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:০৫

রাজধানীতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে। অতিমাত্রায় ব্যক্তিগত গাড়ি বাড়ায় যানজটের মাত্রাও বাড়ছে পাল্লা দিয়ে। উন্নত বিশ্বে ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার এপ্লিকেশনের মাধ্যমে রাইডশেয়ারিং সার্ভিস চালু করে ব্যক্তিগত গাড়ি হ্রাস করা সম্ভব হয়েছে। স্মার্টফোনভিত্তিক এ্যাপস নাগরিক পরিবহন সেবা বদলে দিতে পারে। সেই পরিকল্পনায় সরকার অনুমোদিত এ্যাপসভিত্তিক যাত্রীসেবা চালু করতে যাচ্ছে ‘টপ আই আই’ নামে একটি দেশীয় প্রতিষ্ঠান। রাইডশেয়ারিং সার্ভিস অর্থ একটি পরিবহন সেবা ব্যবস্থা- যেখানে নিজের প্রয়োজন মিটিয়ে মোবাইল/স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ভিত্তিক অনলাইন এ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যক্তিগত মোটরযানকে ভাড়ায় পরিচালনা করা যায়। ভাড়ার বিনিময়ে যে কেউ গাড়ি ব্যবহারের সুযোগ পেতে পারেন। এটি একটি নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত ডোর টু ডোর পরিবহন সার্ভিস। মাইক্রো, প্রাইভেটকার ও রেন্ট-এ কারের সকল গাড়ির সমন্বয়ে গড়ে তোলা নতুন এই কোম্পানির সার্ভিসের নাম হবে ‘হ্যালো’। আগামী এক জুলাই থেকে রাজধানীতে এই সেবা কার্যক্রম শুরু হবে। এর সঙ্গে যুক্ত হবে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিক্সা সেবাও। বাংলাদেশে এই ধারণা একেবারেই নতুন। এখন থেকে ঘরে বসেই আপনি ডেকে নিতে পারবেন আপনার পরিবহন। আর একবার কল করলে স্বল্প সময়ের ব্যবধানেই গাড়ি চলে আসবে ঘরের দরজায়। শুরুতে কোম্পানির এই পরিবহন সেবা রাজধানী ঢাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। পরবর্তীতে বিভাগীয় শহরসহ জেলা শহরগুলোতে চালুর পরিকল্পনা রয়েছে। মুঠোফোন ব্যবহার করে যাত্রীরা সহজেই ‘হ্যালো’র চালককে সময় মতো নিজের অবস্থান জানাতে পারবেন। চালকদের যাত্রীর জন্য অযথা দাঁড়িয়ে থাকতে হবে না। ট্র্যাকিং বা মনিটরিং সিস্টেমের আওতায় থাকায় নিরাপত্তা সুরক্ষিত থাকবে যাত্রী ও চালক উভয়রই।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.