নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

একজন প্রাজ্ঞ ও কৌশলী রাজনৈতিক নেতা

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:১৮



বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশের একজন প্রাজ্ঞ ও কৌশলী রাজনৈতিক নেতা। তার নেতৃত্বে দেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রাস্তাঘাট-বিদ্যুতসহ সকল সেক্টরেই উন্নয়ন হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বে বাংলাদেশ রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। আজ দেশের মানুষের আয় বেড়েছে, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আলোকিত হয়েছে। বাংলাদেশ এখন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি মাইলফলক। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের এই পরিচয় আমাদের জাতিসত্তার অগ্রগতির এক বিশাল মাত্রা। একসময় বিশ্ব-মানুষের কাছে বাংলাদেশ পরিচিত ছিল ঝড়-বন্যা-ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের দেশ হিসেবে। দুর্ভোগ আর দুর্গতি ছিল আমাদের নিত্যসঙ্গী। প্রাকৃতিক বিপর্যয়ের পর অন্য দেশের সাহায্যের ওপর নির্ভর করত আমাদের বেঁচে থাকা কি মরে যাওয়া। কোটি কোটি মানুষ অন্যের সাহায্যের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করত কোনো দুর্যোগ-দুর্বিপাকের পর। দুর্যোগ মোকাবিলায় তেমন একটা সক্ষমতা ছিল না আমাদের। তেমন একটা আপাত অসহায় জাতিকে, অনেকটা যাদুর ছোঁয়ায় যেন জাগিয়ে তুলেছেন জননেত্রী শেখ হাসিনা। দেশ এখন কেবল খাদ্যে স্বয়ংসম্পূর্ণই নয়, বিদেশে খাদ্যশস্য রপ্তানি করার মতো সক্ষমতাও অর্জন করেছে। তার নেতৃত্বে দেশে সুগম হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠা, চারদিকে সুখের হাতছানি, আশার আলো আর সম্ভাবনা। তিন তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। শান্তি, গণতন্ত্র ও মানবতার জন্য কাজের স্বীকৃতি স্বরূপ দেশ-বিদেশ থেকে অসংখ্য পুরষ্কারে ভূষিত হয়েছেন তিনি। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তিনিই। তার নেতৃত্বেই আইসিটি টেকসই উন্নয়নে ভূষিত হওয়া, সক্ষমতাসূচকে সমৃদ্ধ অবস্থানে আজ বাংলাদেশ। রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি স্থাপনে তার কোন বিকল্প নেই। বাবার মৃত্যুর পর ভঙ্গুর ও বিভক্ত দলকেও সংগঠিত করে পরিণত করেছেন দেশের সর্ববৃহৎ শক্তিশালী রাজনৈতিক দলে। নেতৃত্বের জোরে ব্যক্তি শেখ হাসিনা বিশ্বের শক্তিধর নারী রাষ্ট্রনায়কদের একজন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক প্রাজ্ঞ ও কৌশলী রাজনৈতিক নেতা হিসেবে। সন্তানদেরও গড়েছেন সেভাবে। তাদেরও সুনাম-সুখ্যাতি ছড়িয়েছে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। এই কৃতিত্বের জন্য শেখ হাসিনাকে অনেকে ‘গণতন্ত্রের মানসকন্যা’ আবার অনেকে তাকে বাঙালি জাতির ‘শান্তির প্রতীক’ উপাধিতে ভূষিত করেছেন। সর্ব সাধারনের আলোচনায় তাই অমর কীর্তিতে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর উপাধি, এবার তারই কন্যা শেখ হাসিনা হতে যাচ্ছেন হাজার বছরের ‘শ্রেষ্ঠ বাঙালী নারী’।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৩৯

MAD2017 বলেছেন: হাসতে হাসতে কাশী শূরু হয়ে গেছে আর পরছি না, কেউ আমায় একটু ধর............
সংসদ অধিবেশনের অনির্ধারিত আলোচনায় মঈন উদ্দীন খান বাদল বলেছেন, দেশ থেকে ৬ লাখ ৬ হাজার ৮৬৮ কোটি টাকা পাচার হয়েছে।

কি কি উন্নতি হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রাস্তাঘাট-বিদ্যুতসহ সকল সেক্টরে??? সংক্ষিপ্ত ভাবেও যদি বলতেন.........

শিক্ষাঃ এখন ব্যাবসা , প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মর্জিমত ভর্তিফিস আর বেতন, আর পরীক্ষার সময়ে ফেইসবুকে প্রশ্ন ফাসঁ, ১০০% পাশ.....
স্বাস্থ্যঃ টাকা যার আছে সে ক্লিনিকে চিকিৎসা নিতে পারে, ভেজাল প‌্যারাসিটামল খেয়ে শিশুর মৃত্যু, সরকারী ঔষধ পাওয়া যায় পুকুরে.......

কৃষিঃ কৃষকরা ন্যায মূল্য না পাওয়ায় কৃষিতে উৎসাহ হারাচ্ছে, বাজারে ২০ টাকা আলু বেচা হলেও কৃষকরা ৪ টাকাও বেচতে পারেনা, তাই কৃষকরা ক্ষেতের আলু ক্ষেতেই পচাচ্ছে........

রাস্তাঘাটঃ রাস্তার কি অবস্থা তা জানার জন্য খোদ রাজধানীর মগবাজার থেকে মালিবাগ একটু ঘুরে আসুন, তবে দেখবেন...............আর মগবাজার নামের একটি ফ্লাইওভার শেষ হবার কথা কবে , হচ্ছে কবে? কত কোটি টাকা বেশী খরচ হচ্ছে?................

বিদ্যুৎঃ বিদ্যুতে আমরা স্বয়ং সম্পুর্ন বলে হাতির ঝিলে আমরা উৎসব করি, কিন্ত সারাদিন লোডশেডিং এর যন্ত্রনায় মানুষ দিশেহারা
আইন শৃংখলাঃ আইন শৃংখলা এটা দেখার জন্য প্রতিদিনের পত্রিকা গুলো দেখুন, দেখবেন হ্যাড লাইনে, খুন, ধর্ষন, চাঁদাবাড়ি, টেন্ডার, নিজেরা নিজেনা গোলাগুলি...........

২| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৪৫

MAD2017 বলেছেন: R A S T A

৩| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


"দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বে বাংলাদেশ রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। "

- আমেরিকা যদি বাংলাদেসকে "রোল মডেল হিসেবে" ব্যবহার করে উহা "মগের মুল্লুকে" পরিণত হবে ১ বছরে।

৪| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:১৩

অবিসংবাদিত নেতা নেহরু বলেছেন: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশের একজন প্রাজ্ঞ ও কৌশলী রাজনৈতিক নেতা। তার নেতৃত্বে দেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রাস্তাঘাট-বিদ্যুতসহ সকল সেক্টরেই উন্নয়ন হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বে বাংলাদেশ রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। আজ দেশের মানুষের আয় বেড়েছে, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আলোকিত হয়েছে। বাংলাদেশ এখন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি মাইলফলক। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের এই পরিচয় আমাদের জাতিসত্তার অগ্রগতির এক বিশাল মাত্রা। একসময় বিশ্ব-মানুষের কাছে বাংলাদেশ পরিচিত ছিল ঝড়-বন্যা-ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের দেশ হিসেবে। দুর্ভোগ আর দুর্গতি ছিল আমাদের নিত্যসঙ্গী। প্রাকৃতিক বিপর্যয়ের পর অন্য দেশের সাহায্যের ওপর নির্ভর করত আমাদের বেঁচে থাকা কি মরে যাওয়া। কোটি কোটি মানুষ অন্যের সাহায্যের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করত কোনো দুর্যোগ-দুর্বিপাকের পর। দুর্যোগ মোকাবিলায় তেমন একটা সক্ষমতা ছিল না আমাদের। তেমন একটা আপাত অসহায় জাতিকে, অনেকটা যাদুর ছোঁয়ায় যেন জাগিয়ে তুলেছেন জননেত্রী শেখ হাসিনা। দেশ এখন কেবল খাদ্যে স্বয়ংসম্পূর্ণই নয়, বিদেশে খাদ্যশস্য রপ্তানি করার মতো সক্ষমতাও অর্জন করেছে। তার নেতৃত্বে দেশে সুগম হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠা, চারদিকে সুখের হাতছানি, আশার আলো আর সম্ভাবনা।
======================
যদি বলি যা কিছু হছে সবি সময়ের প্রয়োজনে।
এই তো মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
এর পুরবেও তো প্রধান মন্ত্রী ছিলেন। কিন্ত সেই সময় আর
এই সময় কতই না পার্থক্য।
ইতিহাস কি বলে,
দেশে যদি বিরধী দল শক্ত হয় তবে সে দেশে উন্নয়ন তরান্নিত হয়।
আমি আপনি যতই ভাবি বিএনপি বিরোধী দল নয়
অথচ যত উন্নয়ন তার পিছনে সরকারী দলের
যে বিষ্যটি কাজ করেছে তা হচ্ছে পুনরায়
ক্ষমতায় যাওয়ার। দেশের উন্নয়ন দেখে যেন জনগন
পুনরায় ভোট দেয় এবং পুনরায় ক্ষমতায় আসেন।

এখানে যত উন্নয়ন মনে রাখতে হবে
বিরোধী দল আছে বলেই সম্ভব হয়েছে।

কবির ভাষায় বলতে হয়,
হে অতীত তুমি ভুবনে ভুবনে
কাজ করে যাও গোপনে গোপনে।

৫| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৪০

ফ্রিটক বলেছেন: ভোট চুরিতে হাসিনা আপার জুরি নেই, নিয়ম রক্ষার নির্বাচন বলে টানা পাঁচ বছর। সামনে আবার নতুন ফন্দি আটতাছে, নিজের ভোট পর্যন্ত তিনি দিতে পারেন নাই,হইছেন প্রধানমন্ত্রী, সত্যিই সেলুকাছ। দেশ এগিয়ে যাচ্ছে, তবে সামনে নয় পিছনের দিকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.