নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম একজন অলস ব্লগারের খেরোখাতায়।

বঙ্গভূমির রঙ্গমেলায়

ভালবাসি বাংলাদেশকে।

বঙ্গভূমির রঙ্গমেলায় › বিস্তারিত পোস্টঃ

কালজয়ী ১৫টি বিজ্ঞান বই যা বদলে দিয়েছিল পৃথিবী ও মানুষের গতানুগতিক ধারণা।

৩০ শে জুন, ২০১৪ দুপুর ২:৩২

সভ্যতার ইঞ্জিন হচ্ছে বিজ্ঞান। আর বিজ্ঞানের একটি বাহন হচ্ছে বই। যুগে যুগে এমন কিছু বই প্রকাশিত হয়েছে, যা মুহুর্তে পাল্টে দিয়েছে মানুষের চিন্তা-চেতনা, তেমনি কালজয়ী ও কালকে বদলে দেয়া ২৫টি বইয়ের তালিকা তৈরী করেছে ডিসকভারী ম্যাগাজিন। তা থেকে ১৫টি বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হল-



১. দ্য অরিজিন অব স্পিসিজ :



১৮৪৫সালে প্রকাশিত চালর্স ডারউইনের বইটিকে সর্বকালের সেরা বিজ্ঞান বই বলবেন যে কেউ। বইটিতে প্রথম বিবর্তন বাদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন ডারউইন।



২. দ্য ভয়েজ অব দ্য বিগল :





এই বইটিও ডারউইনের । ১৮৩১-১৮৩৬ সময় কালে দক্ষিণ আমেরিকা, গালাপোগোস দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডে ফিরে বইটি লেখেন ডারউইন । বলা হয, এ ভ্রমনের পরই ডারউইন জীবজগৎ সম্পর্কে তার প্রচলিত ধারনা বদলে ফেলেন।



৩. ম্যাথম্যাটিকাল প্রিন্সিপালস অব ন্যাচারাল ফিলসফি :





১৬৮৭সালে প্রকাশিত স্যার্ আইজ্যাক নিউটনের বইটির সূচনা। নিউটনের গতির তিনটি সূত্র এই বইটিতেই প্রথম লেখা হয়েছে। তবে এতে বিভিন্ন সূত্র ও গনিত থাকলেও মাধ্যমিক স্তরের যে কেউ বইটি পড়ে বুঝতে পারবে।





৪. ডায়লগ কনসানিং দু টু চিফ ওয়ার্ল্ড সিস্টেম :





১৬৩২ সালে বইট লেখেন গ্যালিলিও গ্যালিলি । পোপ আরবান অষ্টম গ্যালিলিওকে দায়িত্ব দিলেন কোপার্নিকাসের 'সূর্যই সৌর মন্ডলের কেন্দ্র ' তত্ত্বটির ওপর একটি বই লেখার জন্য। তিনটি কাল্পনিক চরিত্রের কথোপকথন নিয়ে বইটি লেখেন গ্যালিলিও গ্যালিলি । প্রথম চরিত্রটি একজন আইন প্রনেতার এবং যে কিনা কোপার্নিকাসের তত্ত্বের সমর্থক। দ্বিতীয় জন আ্যারিস্টটলের সমর্থক এবং তৃতীয় জন এমন একজন যে না বুঝেই প্রশ্ন করে। মূলত এটি ছিল চার্চের আ্যারিস্টটল সমর্থনের প্রতি একটি বড় আঘাত।



৫. অন দ্য রেভলিউশন অব হেভেনলি ষ্ফিয়ার্স :





কোপার্নিকাসের লেখা বইটি প্রকাশিত হয় ১৫৪৩ সালে । কোপার্নিকাসের চাননি বইটি তার মৃত্যুর আগে প্রকাশিত হোক। আর এর কারনটিও পরিষ্কার। জীবিত অবস্থায় তিনি কোনোভাবেই চার্চকে রাগাতে চান নি। কিন্তু মজার ব্যাপার হলো মতাদর্শের বাইরে হলেও বইটিতে তেমন গুরুত্বই দেয়নি চার্চ



৬. ফিজিকা :





খ্রিষ্টপূর্ব ৩৩০ সালে এই বইটি লিখেছিলেন অ্যারিস্টটল । সৌর মন্ডলের উপর লেখা এটিই প্রথম বই। এই বইতে তিনি পৃথিবীকে সৌরজগতের কেন্দ্র হিসাবে তুলে ধরেন। তার এ মতবাদটি বহু বছর টিকে ছিল। বিষ্ময়কর হলো এখনও অনেকে তার মতবাদটি বিশ্বাস করে।



৭. অন দ্য ফেব্রিক অব হিউম্যান বডি :





১৫৪৩ সালে প্রকাশিত হয পূর্ণাঙ্গ ছবিসহ বিশ্বের প্রথম এনাটমি বই অন [link|http://দ্য ফেব্রিক অব হিউম্যান বডি , লেখক আন্দ্রেয়াস ভেসিলাস । এই বইটির আগে মানব দেহের ব্যবচ্ছেদ সংক্রান্ত বিষয়গুলোর জন্য প্রাচীন গ্রিক লেখার উপরই ভরসা করতে হত। ভেসিলাস যে ধারনা পাল্টে থেকে সরে নিজের অভিজ্ঞতা থেকেই বইটি লেখেন।



৮. রিলেটিভিটি দি স্পেশাল অ্যান্ড জেনারেল থিউরি :



তালিকার অস্টম স্থানে হলেও আলবার্ট আইনষ্টাইনের বইটি পদার্থ বিজ্ঞানের চেহারাই বদলে দিয়েছিল। ১৯১৬ সালে প্রকাশিত হয় এ বইটি । বইটি প্রকাশের সাথে সাথে গতি , সময়স্পেস নিয়ে দীর্ঘ দিনের সব ধারনাকে বদলে দিয়েছিল আগাগোরা।



৯. দ্য সেলফিস জিন :





১৯৭৬ সালে প্রকাশিত বইটির রচয়িতা রিচার্ড ডকিন্স । রিচার্ডের মতে, আমাদের জিন আমাদের বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করছেনা। বরং আমরাই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য জিন রক্ষা করে চলেছি।



১০. ওয়ান, টু, থ্রি...ইনফিনিটি :





বইটি লিখেছেন বিখ্যাত রুশ পদার্থ বিজ্ঞানী জর্জ গ্যাগো । ১৯৪৭ সালে প্রকাশিত বইটিতে বিগ ব্যাং থেকে শুরু করে স্পেসের বক্রতা এবং মানব শরীরের জটিলতর রহস্যময় উপাদান (তখনো ডিএনএ আবিষ্কার হয়নি) পর্যন্ত সবই এসেছে। অন্তত এই বইটি পড়লে কেউ বিজ্ঞান নীরস বলবেন না।



১১. দ্য ডাবল হেলিক্স :



একাদশ স্থানে রয়েছে ১৯৬৮ সালে প্রকাশিত জেমস ডি ওয়াটসনের এ বইটি। ডিএনএ আবিষ্কার নিয়ে লেখা এই বইটিতে কখনো অন্য গবেষকদের প্রতি লেখকের রাগও প্রকাশ পেয়েছে। তবে বিজ্ঞান নিয়ে যে কোনো সময়ের অন্যতম সেরা বই হিসেবে এটিকে ধরা হয়। এটি প্রকাশের পরপরই সবাই জানতেন জেমস ডি ওয়াটসনেরও তার সহযোগী ফ্রান্সিস ব্লাক নোবেল পুরষ্কার পেতে যাচ্ছেন।



১২. হোয়াট ইজ লাইফ : ১৯৪৪ সারৈ প্রকাশিত হয় আরউইন শ্রিডিঙ্গারের বইটি। জীবিত কোষ কিভাবে নিষ্প্রাণ বস্তু থেকে নিজেকে আলাদা করে রাখে বইটিতে তার বিশদ ব্যাখা দিয়েছেন নোবেল বিজয়ী এ পদার্থবিদ। বলা হয়, এই বইটিই ফ্রান্সিস ক্রিকসহ অনেককে জীববিদ্যা গবেষনা করার অনুপ্রেরণা জুগিয়েছিল।



১৩. দ্য কসমিক কানেকশন :



১৯৭৩ সালে বইটি লেখেন কার্ল সাগাননাসা যখন এ্যাপোলো মিশন নিয়ে ব্যতিব্যস্ত ঠিক তখন নাসার বিজ্ঞানী কার্ল সাগান জনগনকে নতুন করে পরিচয় করিয়ে দিলেন সৌরজগতের সঙ্গে। বইটিতে ভিনগ্রহের প্রাণী , ভিন্ত সৌরমন্ডলগ্রহের সম্ভাবনা নিয়েও লিখেছেন। এ বই অবলম্বনে নির্মিত হয়েছে জনপ্রিয় টিভি সিরিজ 'কসমস '।





১৪. দ্য ইনসেক্ট সোসাইটিজ :



১৯৭১ সালে প্রকাশিত এডওয়ার্ড ও উইলসনের লেখা বইট তালিকার ১৪ তম । ৫০০ পৃষ্টার বইটিতে কীট পতঙ্গের জীবন বিশেষভাবে তুলে ধরা হয়েছে। বইটিতে পিপড়া, উইপোকা ,|মৌমাছি , ভিমরুল সহ আরো কয়েক প্রজাতির পতঙ্গের জীবন প্রবাহ আকর্ষনীয় করে উপস্থাপন করা হয়েছে।



১৫. দ্য ফার্স্ট থ্রি মিনিটস :



১৯৭৭ সালে বইটি লেখেন স্টিভেন ওয়েইনবার্গদ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন অনেক দেশেরই রাডার গবেষকরা মিথকল্পকাহিনীকে বাস্তবে রূপ দেয়ার জন্য স্টিভেন ওয়েইনবার্গ বিশ্বাস যোগ্য প্রমাণসহ প্রথমবারের মতো বিগ ব্যাং থিউরিকে জন সমক্ষে নিয়ে আসেন। এই বইটির মাধ্যমে ঠিক দুই বছর পর তিনি পদার্থ বিদ্যায় নোবেল পুরষ্কার পান।



তথ্যসূত্র : বিভিন্ত দৈনিক পত্রিকা, উইকিপিডিয়া, গুগল, অর্ন্তজাল

মন্তব্য ৮৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৪ দুপুর ২:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: খুব ইন্টারেস্টিং পোস্ট।

৩০ শে জুন, ২০১৪ দুপুর ২:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ধন্যবাদ শরৎদা।

মাঝে মাঝে আপনার মন্তব্য পেলে অনুপ্রাণিত হই।

ভাল থাকবেন শরৎদা।

২| ৩০ শে জুন, ২০১৪ দুপুর ২:৩৮

মৈত্রী বলেছেন: সুম্মা ডি এরিথমেটিকা গিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা- েই বইটা কই?? :-*

৩০ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দেখি পরে বাকিগুলো দেয়ার চেষ্টা করব। :)


ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

৩| ৩০ শে জুন, ২০১৪ দুপুর ২:৪৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার পোস্ট!

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। :)

৪| ৩০ শে জুন, ২০১৪ দুপুর ২:৫২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার পোস্ট!
ভালোলাগা দিয়ে মার্ক করে গেলাম ... (++)

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আবাও ধন্যবাদ জানিয়ে আপনার সু্স্বাস্থ্য কামনা করছি।:)

৫| ৩০ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৩

শেরজা তপন বলেছেন: এক কথায় বিমোহতি হলাম ভাই...

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর মন্তব্যে প্রীত হলাম।

ভাল থাকুন নিরন্তর।

৬| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:০২

মামুন রশিদ বলেছেন: দারুণ পোস্ট ।

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মাহে রমজানে শুভেচ্ছা জানবেন মামুন ভাই। :)

৭| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৪

ইমরুল_কায়েস বলেছেন: দারুন। +++++

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: থ্যাংকস।

শুভকামনা রইল।

৮| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:১১

কাফের বলেছেন: পোষ্ট ভালো লাগছে
প্লাস

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:২৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম।

কেমন আছেন?

৯| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৩

খাটাস বলেছেন: সুন্দর তথ্য শেয়ার করেছেন। বই গুলো পড়তে পারলে ধন্য হতাম।
পোস্ট টা রেখে দিলাম প্লাস দিয়ে। অজস্র কৃতজ্ঞতা।

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

একবার ভাবছিলাম বইয়ের ডাউনলোড লিংক দিয়ে দিই কিন্তু ব্যাপারটা অনেক সময়সাপেক্ষ ও কস্টসাধ্য হওয়ায় দিলাম না।

ভাল থাকবেন।

দেখি ভবিষ্যতে ডাউনলোড লিংক দিয়া একটা পোস্ট দিব।

১০| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৯

ডি মুন বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম।

খুব সুন্দর পোস্ট :)

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।


ভাল থাকুন।

১১| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:২৪

তারাবেষ্ট বলেছেন: Marvelous & beautiful post.
I like it so much. Thenk you so much.

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য।

১২| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩১

বাংলাদেশী দালাল বলেছেন: প্রিয়তে রাকার মত পো্স্ট সাথে ++++++++++++++++++++++++++

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ভাল থাকবেন।

১৩| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৩

মুন্না২৭ বলেছেন: সুন্দর পোষ্ট + + + +

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ জানাই।

১৪| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৭

মুদ্‌দাকির বলেছেন: বই গুলো পড়ে দেখবার ইচ্ছা আছে , লিংক না দিয়ে বইগুলোর ভুমিকে আরেকটু দিলে ভালো হত , আর কেন এগুলো পৃথিবীকে বদলালো .................................। :-B :-B :-B :-B :-B

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বইগুলোর নামের উপর ক্লিক করলেই বইটির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ও আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি। :)

ধন্যবাদ সুন্দর মন্তব্যে।

১৫| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:২৪

হঠাৎ ধুমকেতু বলেছেন: অসাধারন ভাইয়া। এই বইগুলো কালেকশনের উপায় কি?

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: গুগলে সার্চ দিন ডাউনলোড লিংক পেয়ে যাবেন। :)

ভাল থাকবেন।

১৬| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:৫৫

রোদেলা বলেছেন: এতো দেখছি ঞ্জানের বিশাল সম্ভার।

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৫:২৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :) :)

১৭| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৮

প্রবাসী পাঠক বলেছেন: অসাধারণ পোস্ট। পোস্টে +++++++++

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৫:২৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

মাহে রমজানের শূভেচ্ছা রইল।

১৮| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

আরন্যক নীলকণ্ঠ বলেছেন: দারুন কালেকশান। পোস্টে প্লাস।

ফাইনম্যান লেকচারস মনে হয় ঢোকানো যায় এর ভেতর।

৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। :)

১৯| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বইগুলো মানব সভ্যতার ইতিহাসকেই বদলে দিয়েছে, তাতে কোন সন্দেহ নাই।

ধন্যবাদ, বঙ্গভূমির রঙ্গমেলায়।

৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনাকেও ধন্যবাদ আশরাফ ভাই। :)

ভাল থাকবেন ভাই। রমজানের শুভেচ্ছা রইল।

২০| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

হালি্ বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম।

৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা রইল :)

২১| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক কিছু জানলাম এই পোষ্টের মাধ্যমে। ধন্যবাদ :)

৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: জানাতে পেরে আমিও গর্ববোধ করছি।

ভাল থাকুন। :)

২২| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

আবু শাকিল বলেছেন: মজাদার পোস্ট।অনেক ভাল লাগল ।

০১ লা জুলাই, ২০১৪ সকাল ১০:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ জানাই আপনাকে ।

ভাল থাকবেন।

২৩| ৩০ শে জুন, ২০১৪ রাত ৮:২৬

হাসান মাহবুব বলেছেন: দারুণ পোস্ট।

০১ লা জুলাই, ২০১৪ সকাল ১০:৫৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

মাহে রমজানের শুভেচ্ছা।

২৪| ৩০ শে জুন, ২০১৪ রাত ৯:১৬

এম মশিউর বলেছেন: বইগুলোর নামের সাথে পরিচিত। বিজ্ঞানে আগ্রহী অনেকেই বইগুলোর নাম কোথাও না কোথাও শুনেছেন।

দারুণ পোস্ট।

০১ লা জুলাই, ২০১৪ সকাল ১০:৫৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ধন্যবাদ মশিউর ভাই। :)

২৫| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১২:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন:


চমৎকার পোষ্ট!!!
২৫ টি বইয়ের সাথে পরিচিত হতে পারলে আর ভালো লাগতো :)


++++

০১ লা জুলাই, ২০১৪ সকাল ১১:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ধন্যবাদ শোভন ভাই।

পরবর্তীতে চেষ্টা থাকবে বাকি ১০টা বইয়ের সাথে পরিচিত করিয়ে দেবার জন্য।

রমজানের শুভেচ্ছা রইল।

২৬| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার, চমৎকার পোস্ট +++

০১ লা জুলাই, ২০১৪ সকাল ১১:২৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত বোধ করছি।

রমজানের শুভেচ্ছা রইল ভাই।

০১ লা জুলাই, ২০১৪ সকাল ১১:২৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত বোধ করছি।

রমজানের শুভেচ্ছা রইল ভাই।

২৭| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১:৪০

সোজা কথা বলেছেন: অনেক বইয়ের নামই অজানা ছিল। ধন্যবাদ আপনাকে জানিয়ে দেয়ার জন্য।

০১ লা জুলাই, ২০১৪ সকাল ১১:৩১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: জানাতে পেরে আমিও গর্ববোধ করছি।

ধন্যবাম আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

২৮| ০১ লা জুলাই, ২০১৪ ভোর ৫:৫৩

জাফরুল মবীন বলেছেন: চমৎকার পোস্ট +++++++

০১ লা জুলাই, ২০১৪ সকাল ১১:৩৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ মবীন ভাই। :)

২৯| ০১ লা জুলাই, ২০১৪ সকাল ৭:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনবদ্য একটি ব্লগ পোস্ট .... ++++

সংক্ষিপ্ত বিবরণে অতৃপ্ত থেকে গেলাম :)

০১ লা জুলাই, ২০১৪ সকাল ১১:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অজস্র ধন্যবাদ মইনুল ভাই।

মাহে রমজানের শুভেচ্ছা রইল। :)

৩০| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৫২

কাফের বলেছেন: ভালো আছি
ধন্যবাদ :)

আশা করি আপনিও ভালই আছেন

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমিও ভাল আছি।:)

মাহে রমজানের শুভেচ্ছা রইল।

৩১| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর পোষ্ট ।

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ধন্যবাদ অভি ভাই।

শুভেচ্ছা রইল রমজানের।

৩২| ০১ লা জুলাই, ২০১৪ রাত ৮:৩৭

সময়ের ডানায় বলেছেন: Great post brother!

০২ রা জুলাই, ২০১৪ সকাল ১১:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ সময়ের ডানায়।

৩৩| ০২ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

সকাল রয় বলেছেন:

দারুন একটা পোস্ট

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ সকাল দা।

ভাল থাকবেন। :)

৩৪| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪০

আরজু পনি বলেছেন:

বুকমার্ক করতে গিয়ে দেখি আগেই কখন অফলাইনে বুকমার্ক করে রেখেছি :D

অসাধারণ শেয়ারের জন্যে সাধুবাদ জানাই।

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারন মন্তব্যে ধন্যবাদ জানাই।

আপনার মন্তব্য পেতে সবসমই ভাল লাগে। :)

ভাল থাকুন নিরন্তর।

৩৫| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪০

লিরিকস বলেছেন: +

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: থ্যাংকস ভাই।

৩৬| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৩

রাজিব বলেছেন: খুবই ভাল পোস্ট। তবে এখানে যদি ভারতীয় এবং মুসলিম (আরব+ইরানি) বিজ্ঞানিদের দু এক জনের কথা থাকতো তাহলে বোধহয় আরও সমৃদ্ধ হতো।

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনার মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি এখানে শুধু ডিসকভারী ম্যাগাজিনের করা ২৫ বই হতে প্রথম ১৫টি বইয়ের তালিকা দেয়া হয়েছে।

আপনার মন্তব্যে ভারতীয় এবং মুসলিম মনীষিদের লেখা গ্রন্থ নিয়েও একটা পোস্ট দেয়া যায়। দেখি তথ্য সংগ্রহ করে ।

ধন্যবাদ রাজিব ভাই সুন্দর মন্তব্য ও সুন্দর একটা আইডিয়া দেয়ার জন্য।

৩৭| ১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সামহোয়্যারইন মাসসেরা সংকলনে যাচ্ছে আপনার চমৎকার পোস্টটা...

অগ্রিম অভিনন্দন... :)

১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ নাসিফ ভাই মাসসেরা সংকলনে পোস্টটা নির্বাচিত করায়।

আপনাদের এই অকৃত্তিম অনুপ্রেরণাই আমার ব্লগীয় পথচলার পাথেয়।

শুভকামনা রইল। ভাল থাকবেন।

আর আপনাকে আগাম ঈদের শুভেচ্ছা।

আপনার ফেসবুক লিংকটা পেতে পারি?

৩৮| ১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আমার ব্লগে লিংকটা যোগ করা আছে, "আমার লিংকস" অংশে...

তারপরেও দিচ্ছি এখানে, এইতো ... ফেসবুকে আমি

ইয়ে আপনিতো বোধহয় এডেড আছেন আমার সাথে ফেসবুকে... ;) B-)

ঈদের শুভেচ্ছা রইলো...

২০ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ওহ!!! তাইতো।

স্যরি ভাই।

৩৯| ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৪

ফাহিম আহ্‌মেদ বলেছেন: চমৎকার একটি পোস্ট। :)

শুভেচ্ছা।

০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ ভাই।

ঈদের শুভেচ্ছা জানবেন।

৪০| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২০

ইমরান আশফাক বলেছেন: কিছু কিছু বই আমার কালেকসনে রাখার ইচ্ছা আছে, খুবই ভালো লাগলো আপনার পোস্টটি।

০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অবশ্যই কালেকশনে রাখবেন।

ধন্যবাদ মন্তব্যে অনুপ্রেরণা দেয়ার জন্য।

শুভেচ্ছা নিরন্তর।

০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর মন্ত্যবে আপনাকে ধন্যবাদ।

সব গুলি বই সংগ্রহে রাখার মতো।

শুভকামনা জানবেন।

৪১| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫৮

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: অসংখ্য ধন্যবাদ পোষ্টটির জন্য,
অনেকদিন থেকেই এই ধরণের কিছু বইয়ের খোঁজ করছিলাম। এখন ইচ্ছা সব গুলা একটা একটা করে ডাউনলোড করে পড়ব।।

১৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ধন্যবাদ দীপংকর দা।

ভাল থাকুন সবসময়। ঈদ মোবারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.