নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু সামনে পা বাড়াও – একে একে সবই জানতে পারবে ..

সুমন জেবা

প্রতিনিয়ত শিখেই যাচ্‌ছি

সুমন জেবা › বিস্তারিত পোস্টঃ

১০০ বছরে পা দিল কোকাকোলার বোতল :

১২ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪১



পৃথিবীতে নানান ধরনের পানীয় আছে। সবগুলোর নাম তো আমরা কেউই জানিনা। কিন্তু সারা বিশ্বে কোকাকোলার নাম শুনেনি এমন লোক হয়ত পাওয়াই যাবে না। কোকাকোলা যুগ যুগ ধরে এর জনপ্রিয়তা ধরে রেখে একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। বর্তমানে প্রায় ২০০ টির বেশি দেশে কোকাকোলার পণ্য বাজারজাত করা হচ্ছে।

কোকাকোলার আবিষ্কারক এর প্রচার শুরু করেছিলো মাথা ব্যাথা ও দুর্বলতার ওষুধ হিসেবে।

প্রথম কোকাকোলার দাম ছিলো মাত্র ৫ সেন্ট।

কোকাকোলা নামকরনের প্রবর্তক ফ্রাঙ্ক রবিন্সন। cocain এবং cola nut থেকে কোকাকোলার মূল উপাদান সংগ্রহ করা হয় তাই এর নাম হয় কোকাকোলা।

এখন পর্যন্ত উত্পাদিত কোকাকোলার ৮ আউন্সের বোতল সবগুলোকে যদি পাশাপাশি এক মাথার সাথে আরেক মাথা লাগিয়ে শেকলের মত করে রাখা হয় তাহলে অন্তত ১০০০ বার চাদে আসা যাওয়ার সমান লম্বা হবে।

একই ভাবে এ যাবত কালে উত্পাদন হওয়া সব কোকাকোলার চেইন বানালে পুরো পৃথিবী ৪০০০ বারের বেশি ঘুরে আসা যাবে।

এখন পর্যন্ত উত্পাদিত কোকাকোলার সব বোতল যদি মানুষের মাঝে বিলি করা হয় তাহলে প্রত্যেকে ১০০০ টির বেশি বোতল পাবে।

পুরা বিশ্বে প্রতি সেকেন্ডে প্রায় ৮০০০ গ্লাসেরও বেশি কোকাকোলা খাওয়া হয়ে থাকে।

এ যাবত কালে উত্পাদিত সব কোকাকোলা ঢেলে যদি একটি সুইমিং পুল বানানো হতো তাহলে সেটা দৈর্ঘ্যে প্রায় ৩০ মিলোমিটার ও প্রস্থে ১৫ কিলোমিটার হতো। এর গভীরতা হতো ২০০ মিটার। এই সুইমিং পুলে প্রায় হাফ বিলিয়ন মানুষ গোসল করতে পারতো।

নিখুঁত বক্রতা আর নিজস্ব বৈশিষ্টের কারণে কোকাকোলার বোতলটি ক্রেতাদের মন কেড়েছে এর জন্ম থেকেই। এখন এটি একটি দেশের সামাজিক ইতিহাস, চলচ্চিত্র, সৌকর্য এবং চারুকলায় গ্লোবাল আইকনে পরিণত হয়েছে। আর এ বোতলটি পা দিল ১০০ বছরে।
১৯১৫ সালের ১৬ নভেম্বর জন্ম নেয়া কোকাকোলা বোতলটি টেরে হাউট ইন্ডাস্ট্রির রুট গ্লাস কোম্পানির সৃষ্টি। নিজস্ব ঐতিহ্য ধরে রেখে এ বছরই পা দিল ১০০ বছরে।
কোকাকোলা তার প্যাকেজ ডিজাইনের জন্য শুরু করেছে গ্লোবাল ক্যাম্পেইন ২০১৫। যাতে জড়িত করা হয়েছে বিশ্বের খ্যাতনামা তারকা এলভিস প্রিসলি, মেরিলিন মনরো, এবং রে চার্লস-কে।
কোকাকোলা ব্রান্ড কোক ছাড়াও আরো প্রায় ৩৫০০ রকমের বেভারেজ তৈরি করে। প্রতিদিন অন্তত ৩টা করে বেভারেজ খেলেও সবগুলোর স্বাদ নিতে আপনার ৩ বছরেরও বেশি সময় লাগবে।

[ তথ্য সংগ্রহ : ইন্টারনেট ]

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩০

প্রামানিক বলেছেন: অনেক কিছু জানা হলো। ধন্যবাদ

১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৮

সুমন জেবা বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ভাই ..

২| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৫

বিদগ্ধ বলেছেন: কোকাকোলা সম্পর্কে অনেক জ্ঞান লাভ করলাম।

কোকের প্রতি আমি এতই দুর্বল যে, আমার সহকর্মীরা আমার সামনে কোন খাওয়ার প্রস্তাব করলে সাথে একটি কথা যুক্ত করবেই। তা হলো: ‍"শেষে থাকবে কোকাকোলা।" 8-|

১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৭

সুমন জেবা বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ..

৩| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৮

Shaiful islam majumder বলেছেন: awsome drink!

১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৩

সুমন জেবা বলেছেন:

awsome .. :P

৪| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৫

ঢাকাবাসী বলেছেন: চমৎকার তথ্যসমৃদ্ধ পোস্ট, ভাল লাগল।

১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৫

সুমন জেবা বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ..

৫| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪০

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মজার তথ্য ।

১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৯

সুমন জেবা বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা ..

৬| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১০

শতদ্রু একটি নদী... বলেছেন: আমার ডানের পেটমোটা বোতলটাই পছন্দ। যুবতী নারীর মত আবেদনময়ী।

১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৬

সুমন জেবা বলেছেন: যুবতী নারীর মত ..:D :D

৭| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৪

সুমন কর বলেছেন: অবাক সব তথ্য। দারুণ শেয়ার।

২য় ভাল লাগা।

১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৮

সুমন জেবা বলেছেন: দুটোই তুলে রেখেছি যতন করে _
৩য় টার অপেক্ষায় থাকলাম ..
"ধন্যবাদ "

৮| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪২

িজৎ বলেছেন:

যে ভাবে কোঁকা কোলার বিবর্তন B-)) B-))

১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৯

সুমন জেবা বলেছেন: কেন..? এইটা হইলে কেমন হয় !!

৯| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১১

পুরান লোক নতুন ভাবে বলেছেন: কোক পেপসি খাই না প্রায় ২ বছর তবে এদের সম্পর্কে আগ্রহ আছে প্রচুর!

১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০২

সুমন জেবা বলেছেন: আমিও তেমন খাই না
তবে, আমারও আগ্রহ থেকেই জানা ও সবাই 'কে জানানো ।
মন্তব্যে ভাললাগা ..

১০| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৫

আরজু পনি বলেছেন:

অনেক তথ্য জানতাম না।
শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ সুমন জেবা।

তবে আমি কোক না খাওয়ারই চেষ্টা করি।

১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৮

সুমন জেবা বলেছেন: ধন্যবাদ আপু ..
আপনার অনেক লেখা পড়েছি ,
ব্লগে ঢুকলেই- আপনি, শায়মা ,ইমিনা ,বোকা মানুষ,সুমন কর, লাইলী আরজুমান, বিদ্রোহি ভৃগু , সবার লেখাগুলোতে চোখ বুলাতে চেষ্টা করি ।
তাই মন্তব্যখানি সোজা সুকেসে ।

১১| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৭

শেখ মফিজ বলেছেন: কোকাকোলা ব্রান্ড কোক ছাড়াও আরো প্রায় ৩৫০০ রকমের বেভারেজ তৈরি করে।

এইগুলি কি একটু জানবার চাই ।

১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০১

সুমন জেবা বলেছেন: sorry..
একটু সমস্যার জন্য এই ২ দিন পেজ এ আসতে পারিনি , তাই reply দিতে দেরী হলো ।মন্তব্যের জন্য ধন্যবাদ । কোকাকোলা'র অন্যান্য বেভারেজ নিয়ে ১টা পর্ব করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।

১২| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৯

সুফি রায়হান বলেছেন: দারুণ কিছু তথ্য পেলাম।আরো ৩৫০০ রকমের বেভারেজ সম্পর্কে বললে আরো ভাল হয়।পারলে কয়েকটা পর্ব করুন

১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৬

সুমন জেবা বলেছেন: সুফি রায়হান ভাই ..
আপনাদের পরামর্শ মাথায় আছে ।একটু সময় নিয়ে শেয়ার করবো ইনশাআল্লাহ ।তো ভালো থাকবেন এই কামনা ..

১৩| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১০:২২

যুগল শব্দ বলেছেন:
দারুণ ও মজার পোস্ট, :#) :-*

১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৮

সুমন জেবা বলেছেন: ধন্যবাদ ..

১৪| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার তথ্যসমৃদ্ধ পোস্ট, ভাল লাগল।

১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১০

সুমন জেবা বলেছেন: ভাল লেগেছে জেনে , ভালো লাগলো ..
মন্তব্যে ভাললাগা ..

১৫| ১৪ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫১

মোজাহিদুর রহমান ব বলেছেন: চমৎকার তথ্যসমৃদ্ধ পোস্ট, ভাল লাগল কোকাকোলা সম্পর্কে অনেক জ্ঞান লাভ করলাম।

১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৩

সুমন জেবা বলেছেন: মোজাহিদুর রহমান ভাই ..
ধন্যবাদ আপনাকেও ..

১৬| ১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৪

হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ ..........

১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৮

সুমন জেবা বলেছেন: Thanks to u for ur comments ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.