নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু সামনে পা বাড়াও – একে একে সবই জানতে পারবে ..

সুমন জেবা

প্রতিনিয়ত শিখেই যাচ্‌ছি

সুমন জেবা › বিস্তারিত পোস্টঃ

আপ্রাণ চেষ্টা থাক যতটুকু মাকে \\\'ভালোবাসা\\\' যায়

১০ ই মে, ২০১৫ দুপুর ২:১৫

আজ ১০ই মে ২০১৫ইং বিশ্ব "মা" দিবস (ইংরেজি: Mother's Day)

মা,আজ তোমাকে নিয়ে সব কটি টিভি চ্যানেলে ম্যারাথন রিপোর্ট হবে, মানববন্ধন, র‌্যালী, আলোচনা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবেন মন্ত্রী, সচিব, গন্যমান্যরা। দিন শেষে কোন অনুষ্ঠানটা, কতোটা জাঁকজমকপুর্ণ হলো তার রিপোর্ট নিয়ে ব্যস্ত হবে মিডিয়া কর্মীরা । বিকেলে ওসমানী মিলনায়তনে কোন আমলা'র মা কে শ্রেস্ঠ 'মা' ঘোষনা করে পদকও ধরিয়ে দেয়া হবে।
কিন্তুু পেটের দায়ে তোমার এই ছেলেটা,[অন্ত:সারশুন্য কর্পোরেট ব্যবস্থায় মাস বেতনে কামলা] যে তোমাকে মা 'দিবসে একটু শুভেচ্ছা জানাবে তার সময়টুকু পেলো না , গাড়ী ফেল করলে অফিসে লেট হয়ে যাবে অজুহাতে বের হয়ে এলো ।
আরে তাতে কি ?
ভার্চুয়াল মেসেজ দিয়ে দিলাম এই ।।
কিন্তুু মা তুমি প্রয়োজনে মোবাইলে কলটাও ঠিকমতো দিতে জানো না
কতো সময় যে বাড়ীর খবর নিতে গিয়ে পাশে বসা আমার নাম্বারে কল দিয়েছো .!,সেই তুমি ..
ব্লগ বা ফেবু তে আমার মেসেজ পাবে কি করে ?
আর থাক..
অতোসব ভাবনা আমাদের মানায় না ~
আমি তো তাও কি-বোর্ড এ তোমাকে লিখছি..
কিন্তুু যে ছেলেটা খোলা আকাঁশের নিচে ঢাস্টবিনের পাশে বিক্রির আশায় পলিথিন বা ভাঙ্গারীর জিনিস খুঁজেই চলছে সে তো Mother's Day
কি তা জানেই না ।
সে শুধু জানে কিছু খুঁজে পেলে তা বিক্রি করে মাকে নিয়ে কিছু খেতে পারবে ।

আসলে মা তোমার প্রতি ভালোবাসার প্রকাশ স্তর ভেদে ভিন্ন রকম,কিন্তুু ভালোবাসা আর মনোতৃপ্তি এক ।

কেউ র‌্যালী, আলোচনা অনুষ্ঠান,পদক বিলিয়ে মনোতৃপ্তি লাভ করে, কেউ আমার মতো লিখে,কেউ এক বেলা এক মুঠো অন্ন তোমার সাথে ভাগাভাগি খেয়ে ।

[দ্রষ্টব্য : মায়ের প্রতি ভালোবাসার কথা লিখে কিংবা বলে বোঝানো কষ্টকর তবুও সবার আপ্রাণ চেষ্টা থাক যতটুকু মাকে ভালোবাসা যায়।
এই কামনায় .. সবাই কে 'মা দিবসের' শুভেচ্ছা..।।]

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৫ রাত ১:১২

সচেতনহ্যাপী বলেছেন: জানি না মায়ের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শুধু একটি দিনকেই বেছে নেওয়া হয়েছে?? ৩৬৫দিন ৬ঘন্টাই কি মনে করার না??

১১ ই মে, ২০১৫ দুপুর ২:৪৫

সুমন জেবা বলেছেন: শ্রদ্ধা জানানোর জন্য দিন ক্ষন দরকার পড়ে না বোন ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.