নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু সামনে পা বাড়াও – একে একে সবই জানতে পারবে ..

সুমন জেবা

প্রতিনিয়ত শিখেই যাচ্‌ছি

সুমন জেবা › বিস্তারিত পোস্টঃ

বাবা মানে প্রখর রোদে ছায়া দেয়া খুব উঁচু বটবৃক্ষ।

২১ শে জুন, ২০১৫ সকাল ১০:৪১

সকাল ৭:১৫ থেকে ৭:৩০ এই সময়টাতেই সপ্তাহে প্রায় দিনই ওর ঘুম ভাঙ্গবে,
ও মানে.. আমার ছেলে 'আদিব হাসান স্বচ্ছ"।
কারনটা, হলো আমি এই সময়টাতেই অফিসের উদ্দেশ্যে বের হবো বলে তৈরী হতে থাকি,আর তার কাজ হলো.. সোফার ওপর ঢুলু ঢুলু চোখে বসে থাকবে ।এই সময়টাতে তাকে জোর করেও বিছানায় নেয়া যাবে না। আমি বের হয়ে গেলে আবার ঠিকই ঘুমাতে যাবে [এটা আমি আমার আম্মার কাছে জেনেছি]।
তো আমি একেবারে তৈরী অফিসের উদ্দেশ্যে রওনা দিব, এখন সে সোফা থেকে উঠবে ,আস্তে আস্তে আমার কাছে আসবে, প্রথমে পা ছুয়ে ছালাম,তারপর কোলাকুলি এবং হ্যান্ডসেক করে বলবে বাবা সকাল সকাল ..(এর মানে তারাতারি এসো ..)
সিড়ি বেয়ে নেমে রাস্তায় এসে রিক্সা নেব তখনই বারান্দা থেকে ওর ডাক শোনা যায় 'বাবা'..'বাবা'..
সারা দিন পর অফিস থেকে ফিরলেই এসে বুকে ঝাপটে পড়ে পরম নির্ভরতায়।
যেন এক নিমিষেই পৃথিবীর সব জয় করে নিলো সারাদিনের পর।

এটাই পৃথিবীর সব বাবা ও সন্তানের সম্পর্ক ।


সব বাবাই তার ক্ষুদ্র বুকে স্বস্নেহে আগলে রাখে পরম ধনকে। বাবা মানে আপনজন, বাবা মানে নির্ভরতার প্রতীক, বাবা মানে প্রখর রোদে ছায়া দেয়া খুব উঁচু বটবৃক্ষ।
আমার বাবা বেঁচে থাকতে বুঝিনি,এখন আমার ছেলেকে দিয়ে বুঝি ।

সবাই'কে "বাবা দিবসের" শুভেচ্ছা..


মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৫ সকাল ১১:১১

নাভিদ কায়সার রায়ান বলেছেন: আপনাকেও শুভেচ্ছা

২১ শে জুন, ২০১৫ সকাল ১১:২৪

সুমন জেবা বলেছেন: ধন্যবাদ ..

২| ২১ শে জুন, ২০১৫ সকাল ১১:১৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: অফিস থেকে বাসায় ফিরে দুই ছেলেকে একসাথে কোলে তুলে ক্ষনিক সময় না বেড়ালে তৃপ্ত হতে পারি না। আমার বাবাও আমাদের দুই ভাইকে নিয়ে এমনটি করতেন।

২১ শে জুন, ২০১৫ সকাল ১১:২৩

সুমন জেবা বলেছেন: অফিস থেকে বাসায় ফিরে দুই ছেলেকে একসাথে কোলে তুলে ক্ষনিক সময় না বেড়ালে তৃপ্ত হতে পারি না।
আসলেই ভাই ওদের দুষ্টামি না দেখলে তৃপ্তি আসেনা ..

৩| ২১ শে জুন, ২০১৫ সকাল ১১:৪৪

আহমেদ জী এস বলেছেন: সুমন জেবা ,




এটাই পৃথিবীর সব বাবা ও সন্তানের সম্পর্ক । এ প্রসঙ্গে আর একটু এগিয়ে এটুকু বলতে চাই এই বাবাদের ( একত্রে জন্মদাত্রী ও জন্মদাতা ) জন্যেও থাকে আমাদের কিছু করনীয় ।
এখানে দেখুন ----
বেলাশেষের দিনগুলি .....
০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২১
http://www.somewhereinblog.net/blog/GSA1953happy/29883871





২১ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪৩

সুমন জেবা বলেছেন: আপনার ছবিতা থেকে ঘুরে এলাম।খুব ভাল লেগেছে..

৪| ২১ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভালো লাগলো আপনার পুত্রের কথা জেনে। পৃথিবীর সকল বাবাদের শুভেচ্ছা আর সন্তান্দের অনাগত সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা।

ভালো থাকুন সুমন জেবা, শুভকামনা নিরন্তর।

২১ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫০

সুমন জেবা বলেছেন: সবার শুভকামনা 'ই ওদের আগত ভবিষ্যতের পাথেয় ..
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ২২ শে জুন, ২০১৫ সকাল ১০:১৮

ডার্ক ম্যান বলেছেন: আমরা বাবা মা থাকতে বাবা মার মূল্য কখনো বুঝি না। ভাল থাকুক পৃথিবীর সব বাবা

২২ শে জুন, ২০১৫ দুপুর ২:০৯

সুমন জেবা বলেছেন: হ্যাঁ..ডার্ক ম্যান ভাই
আমরা 'বাবা' 'মা' থাকতে 'বাবা' মা'র মূল্য কখনো বুঝি না।

৬| ২২ শে জুন, ২০১৫ দুপুর ২:৫২

লালপরী বলেছেন: মন ছুয়ে গেল সুমন জেবা

২৩ শে জুন, ২০১৫ সকাল ১১:০৭

সুমন জেবা বলেছেন: "মনছোয়া" মন্তব্যের জন্য ধন্যবাদ.. @লালপরী

৭| ২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৫

কাবিল বলেছেন: আমরাই সন্তান, আবার আমরাই বাবা।
এটাই নিয়ম।
আমরা যখন বাবা হই, তখন আমাদের বাবাকে বেশি করে বুঝতে পারি।



একটা জোকস মনে পড়ল।

বাবাঃ সব কিছুতে তর্ক করিস না। আমি কি তোর থেকে কম জানি?
ছেলেঃ বাবারা কি সব কিছুই ছেলের থেকে বেশি জানেন?
বাবাঃ অবশ্যই।
ছেলেঃ বল তো মধ্যাকর্ষণ কে আবিস্কার করেছিলেন?
বাবাঃ নিউটন।
ছেলেঃ তাহলে নিউটনের বাবা ওটা আবিস্কার করতে পারেননি কেন?

২৩ শে জুন, ২০১৫ সকাল ১১:১০

সুমন জেবা বলেছেন: 'আমরাই সন্তান, আবার আমরাই বাবা।
এটাই নিয়ম।
আমরা যখন বাবা হই, তখন আমাদের বাবাকে বেশি করে বুঝতে পারি।'
সুন্দর জন্য মন্তব্যের জন্য ধন্যবাদ..

৮| ২২ শে জুন, ২০১৫ বিকাল ৫:১৬

অঝোরে কষ্ট বলেছেন: আমার বাবা আজ অনেক দূরে আছি - বাবা কে মনে পড়ে

২৩ শে জুন, ২০১৫ সকাল ১১:১২

সুমন জেবা বলেছেন: আপনার বাবা 'র জন্য শুভ কামনা ..

৯| ২৩ শে জুন, ২০১৫ সকাল ১১:১৯

অঝোরে কষ্ট বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.