নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু সামনে পা বাড়াও – একে একে সবই জানতে পারবে ..

সুমন জেবা

প্রতিনিয়ত শিখেই যাচ্‌ছি

সুমন জেবা › বিস্তারিত পোস্টঃ

বাবা ও সন্তানের আত্বার টান

১৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৩



কাল সারারাত Journey করে সকালে অফিসে এসে কি্-বোর্ড এ একটু দেরীতেই বসা হলো । আর বসেছি আজ জুন মাসের তৃতীয় রোববার "বাবা দিবস" এ কিছু লিখবো বলে..
অনিয়মিত এই আমি..
লিখার চাইতে পড়তেই আগ্রহ বেশী আমার..
যা বলছিলাম ,লিখতে দেরী হওয়ার কারন সারারাত Journey করেছি কারন গত বুধবার রাতে আমার বড় ছেলে 'আদিব হাসান স্বচ্ছ'কে দেখতে দর্শণা,চুয়াডাঙা গিয়েছিলাম। [কেননা মেলা কয়দিন যাবৎ ও ওর ছোট ভাই {বয়স-০২মাস} এর সাথে নানাবাড়ী, দর্শণাতে আছে]

গত পরশু ও যখন ফোনে বললো
বাবা তুমি তারাতারি আসো..
আমি তোমার সাথে ঢাকা চলে যাবো..
আমার এখানে আর থা-ক-বো না,আমার ভালো লাগে না
আমি তোমার সাথে ঘুমাবো..

ওর মা বললো সারাদিন শরীরটা গরম গরম আদিবে'র মনে হয় জ্বর আসতে পারে..

তৎক্ষনিকই CL ছুটি নিয়ে রাত ১১:৩০ মিঃ রওনা দিলাম দর্শণার উদ্দেশ্যে..,তো মাওয়া, গোয়ালন্দ ফেরী'র নিয়মিত জ্যাম পেরিয়ে ভোর ৬:১৫ মিঃ পৌছে খু-উ-ব আস্তে আস্তে জুতা খুলে চৌকাঠ পেরুবো তখনই ঘুম থেকে জেগে এক লাফে আমার কোলে ..
অভিমানি সুর..
বাবা তুমি কখন আসলা..

এটাই বুঝি পৃথিবীর সব বাবা ও সন্তানের আত্বার টান ।
এতো আস্তে আস্তে জুতা খুলে ঘরে ঢুকলাম..ও টের পেল কি করে ??

আমার বাবা বেঁচে থাকতে বুঝিনি,এখন আমার ছেলেকে দিয়ে বুঝি ।

সবাই'কে "বাবা দিবসের" শুভেচ্ছা..

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এটাই বুঝি পৃথিবীর সব বাবা ও সন্তানের আত্বার টান ।
এতো আস্তে আস্তে জুতা খুলে ঘরে ঢুকলাম..ও টের পেল কি করে ??


খুব ভাল লাগলো লেখাটি। কেমন আছেন? আশা করি ভাল। ভাল থাকুন সবসময়, ভাল থাকুক আপনার সন্তানেরা এবং পরিবারের সবাই।

২| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪০

প্রোফেসর শঙ্কু বলেছেন: সন্তানের প্রতি এই ভালবাসাটা সত্যি ঐশ্বরিক।

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৪

সুমন জেবা বলেছেন: সত্যিই ভাই
sorry এ কদিন ব্যাস্ততায় ব্লগে আসতে পারিনি তাই.।

৩| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৬

দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৫

সুমন জেবা বলেছেন: আপনাকেও শুভেচ্ছা..

৪| ১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৩০

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল লিখাটি । বাবা দিবস তো আবার সমাগত প্রায় ।
সোনামনি এখন নিশ্চয় বেশ বড় হয়েছে, তার জন্য শুভেচ্ছা রইল ।
অনুসরণ করার জন্য ধন্যবাদ ।
ভাল থাকুন সবসময় ।

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:২২

সুমন জেবা বলেছেন: হ্যাঁ ..ও আস্তে আস্তে যেন বড় হয়ে যাচ্ছে।আপনাদের দোয়ায় ..ও এখন পিঠে মস্ত এক ব্যাগ ঝুলিয়ে স্কুলে যাওয়া আসা করছে ..

৫| ২১ শে মে, ২০১৭ রাত ৩:২৮

ডঃ এম এ আলী বলেছেন: দেখতে এসেছিলাম উত্তর পাইনি কেন
যাহোক ভাল থাকুন
এ শুভ কামনা জানিয়ে গেলাম ।

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:১৫

সুমন জেবা বলেছেন: দুঃখিত যে ,সময় মত উত্তর দিতে পারিনি।আসলে ব্লগে এখন একটু অনিয়মিত। extremely sorry !
ভাল থাকবেন ডঃ এম এ আলী ভাই ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.