নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু সামনে পা বাড়াও – একে একে সবই জানতে পারবে ..

সুমন জেবা

প্রতিনিয়ত শিখেই যাচ্‌ছি

সুমন জেবা › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ : ছবি যেন শুধু ছবি নয়

২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫০

সেই ছোটবেলা থেকেই ছবি এবং ছবি তোলা দুটোতেই আগ্রহ । মূহুর্ত ও সময়গুলো ধরে রাখতে ছবির বিকল্প নেই। তাইতো সাবজেক্ট পেলেই মোবাইল ক্যামেরায় ক্লিক ক্লিক ..অনেক বার ভেবেছি কাঁচা হাতের ছবিগুলো নিয়ে একটা ছবি ব্লগ পোষ্ট করবো, কিন্তু করি করি করে আর করা হয়নি (অনেকটা আলসেমিতে)। সামুর এবারকার সুযোগটা তাই আর হাত ছাড়া না করতেই পাঠকদের উদ্দেশ্যে এই প্রচেষ্টা..

ছবি ১: অংকুরোদগম
[শরীরে মাটির গন্ধ মেখে, শরীরে জলের গন্ধ মেখে, উৎসাহে আলোর দিকে চেয়ে]
ডিভাইস- MotoG
ছবি তোলার স্হান -চলন্তিকা,মিরপুর ৬,ঢাকা।



ছবি ২: ইট-পাথরের শহর
ইট পাথরের এই শহরে. থাকতে লাগে ডর,. কখন জানি মরণ এসে. করবে বুকে ভর।
ডিভাইস- Motorola XT1032
ছবি তোলার স্হান -রুপনগর,মিরপুর ৬,ঢাকা।



ছবি ৩: উঠোন চিত্র (Backyard Landscape)
সবুজ ঘাসে রোদের পাশে ছকের কেরামতি, জীবন ছকে আড়াই ঘোড়ার চাল নিয়ে কোন গতি !!
ডিভাইস- ASUS ZooAD
ছবি তোলার স্হান- দি প্যালেস লাক্সারী রিসোর্ট,পুটিজুরি,সিলেট



ছবি ৪: খিলান/কপাট
টেরাকোটার পরতে স্মৃতির গল্প
ডিভাইস- Galaxy A21s
ছবি তোলার স্হান- সাখুয়া,ত্রিশাল,ময়মনসিংহ।



ছবি ৫: পুষ্করিণী
গাঁয়ের পথে পুকুরটাতে জলের হাহাকার
ডিভাইস- Galaxy A21s
ছবি তোলার স্হান- সাখুয়া,ত্রিশাল,ময়মনসিংহ।



ছবি ৬: খেয়াতরী
শহুরে খেয়া
ডিভাইস- Galaxy A21s
ছবি তোলার স্হান- গুলশান গুদারা ঘাট ওয়াটার টেক্সী টার্মিনাল,ঢাকা।



ছবি ৭: ফোয়ারা
এ যেন শুষ্ক খরতাপে ফুটে ওঠা শীতলতা
ডিভাইস- ASUS ZooAD
ছবি তোলার স্হান- দি প্যালেস লাক্সারী রিসোর্ট,পুটিজুরি,সিলেট



ছবি ৮: লালবাগ কেল্লা
সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা প্রচলিত, এই কেল্লা নির্মাণ করেছিলেন শায়েস্তা খান। হ্যাঁ, সেই শায়েস্তা খান, যাঁর আমলে টাকায় ৮
মণ চাল পাওয়া যেত। আসলে কেল্লার ভেতরে শায়েস্তা খানের মেয়ে পরী বিবির সমাধি আছে বলেই ধারণাটা ছড়িয়েছে। আসল ইতিহাস
একটু ভিন্ন রকমের। যাঁর সঙ্গে এই কেল্লার নাম জড়িত, তিনি মুহাম্মদ আজম শাহ।
ডিভাইস- Nokia E63
ছবি তোলার স্হান-লালবাগ,ঢাকা।



ছবি ৯: জাম্বুরা/বাতাবি লেবু ফুল
চার-পাঁচ পাপড়ির এই সাদা ফুল যেন এক একটা আলোকজ্বলা বাতি
ডিভাইস- Galaxy A21s
ছবি তোলার স্হান-সরকারী কর্মকর্তাদের আবাসন



ছবি ১০: দ্রাক্ষা
পুন্জ পুন্জ ধরিয়াছে ফল দ্রাক্ষা কুন্জ বনে
ডিভাইস- Redmi6
ছবি তোলার স্হান- সাখুয়া,ত্রিশাল,ময়মনসিংহ।



ছবি ১১: করমচা
টসটসে করমচা নরম সান্ত্বনায়
আঁচল খুলে ডাকে আয়না কাছে আয়
ডিভাইস- Galaxy A21s
ছবি তোলার স্হান-কামাল স্বরণী,৬০ ফিট,ঢাকা।



ছবি ১২: সফেদা
একদা সফেদার সনে
ডিভাইস- MotoG
ছবি তোলার স্হান -চলন্তিকা,মিরপুর ৬,ঢাকা।




আরও ছবি তোলা রইলো অন্য কোন আসরের জন্য।
সবাইকে ধন্যবাদ_

মন্তব্য ৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২১ সকাল ১১:১০

সাইজু বলেছেন: সুন্দর বর্ণনা সমেত ছবি ..

২| ২২ শে জুন, ২০২১ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো ছবি ব্লগ

২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:০৭

সুমন জেবা বলেছেন: আপনার ব্লক থেকেও ঘুড়ে আসলাম ,আপনিও ভালো ছবি তুলেন।

৩| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর সুন্দর ছবি।

২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:০৭

সুমন জেবা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.