নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

ওরা চায় একটু বৃষ্টি

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৫



তোমার পছন্দ শুধুই পরমান্ন
ওদের আজ জোটেনি অন্ন ।

তুমি লেখো ওদের তকদির
জানি , কাজটা খুবই গম্ভীর ।

ওরা বোঝেনা কোনো ধান্দা
বেচারা কৃষক শুধুই বান্দা ।

জমির বদলে মিলেছে শপিংমল
তৃষ্ণার্তরা পায় না জল ।

তোমার আবার ভীষণ প্রেমরোগ
দুর্ভাগারাই তো ভুগবে দুর্ভোগ !


গরম পড়েছে বড্ড জানেমন
বাঁচার লড়াই চালায় জনগণ ।

তোমার হাতে সরবত মিষ্টি
ওরা চায় একটু বৃষ্টি !

মন্তব্য ৩৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪১

বিজন রয় বলেছেন: প্রথম প্লাস।
++++

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৮

নীলপরি বলেছেন: আর প্রথমেই প্লাস পেয়ে আমি আপ্লুত ।

অনেক ধন্যবাদ ।

২| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৬

সুমন কর বলেছেন: ছন্দময় দারুণ এবং +।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৪

নীলপরি বলেছেন: আপনার দারুণ লেগেছে শুনে খুব উৎসাহ পেলাম । আর প্লাস পেয়ে অত্যন্ত খুশি ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫১

শামছুল ইসলাম বলেছেন: দারুণ গরমে একপশলা স্নিগ্ধ ছড়া বৃষ্টি।

ভাল থাকুন। সবসময়।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৭

নীলপরি বলেছেন: সত্যি বৃষ্টি যে কবে আসবে ! :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
আপনিও ভাল থাকুন।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০

জনৈক অচম ভুত বলেছেন: ভাল লাগল।

২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৯

নীলপরি বলেছেন: প্রীত হলাম।
ধন্যবাদ ।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২২

কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার।

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫০

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪১

আরণ্যক রাখাল বলেছেন: কবিতাটা ভালো লেগেছে।
কিন্তু ছবিটা কেন জানি বেমানান লাগছে। অন্য কোন ছবি দেয়া যায় না?

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪

নীলপরি বলেছেন: এখন আমার ও তাই মনে হচ্ছে। মোবাইলএ আছি। পরে বদলে দেবো ।:)
অনেক ধন্যবাদ ।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৯

মো: ইমরান আল হাদী বলেছেন: ভালই লাগলো। অভিন্দন।

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৮

নীলপরি বলেছেন: অভিনন্দন গ্রহন করলাম।
অনেক ধন্যবাদ ।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর।

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৮

নীলপরি বলেছেন: সুন্দর লেগেছে জেনে প্রীত হলাম।
ধন্যবাদ ।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৫

মিজানুর রহমান মিরান বলেছেন: আমরা চাই বৃষ্টি বিলাস, সেই বৃষ্টি দরকার ওদের করার জন্য চাষ।
লেখায়..++

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০১

নীলপরি বলেছেন: খুশি হয়েছি পেয়ে প্লাস , তার উপর মন্তব্যটাও খাস । :)
ধন্যবাদ ।

১০| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৬

প্রামানিক বলেছেন: সুন্দর ছন্দ কবিতা। ভাল লাগল। ধন্যবাদ

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৩

নীলপরি বলেছেন: সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ ।

১১| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
তোমার হাতে সরবত মিষ্টি
ওরা চায় একটু বৃষ্টি !


vaLLagse Poriii :)

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৬

নীলপরি বলেছেন: ভালো লেগেছে জেনে প্রীত হলাম।
ধন্যবাদ ।
শুভকামনা । :)

১২| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৯

মুসাফির নামা বলেছেন: মোটামুটি লেগেছে।

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৭

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আপনি জানেন আমি আপনার লেখা কতটা পছন্দ করি, কিন্তু এই লেখাটা আমার কাছে কেন জানি কিছুটা এলোমেলো মনে হলো৷ আপনি কিন্তু আরও অনেক ভালো লেখার সামর্থ্য রাখেন।
আরও ভালোর প্রত্যাশায় অনেক অনেক শুভকামনা।

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১০

নীলপরি বলেছেন: পরবর্তীর জন্য অনুপ্রেরণা পেলাম । চেষ্টা করবো ।
অনেক ধন্যবাদ ।
আপনাকেও শুভকামনা । :)

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০

রুদ্র জাহেদ বলেছেন: চায় একটু বৃষ্টি
চমৎকার।কবিতা ভালো লেগেছে
+

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৬

নীলপরি বলেছেন: ভালো লেগেছে ভালো লাগলো ।আর প্লাস পেয়ে আনন্দিত ।
ধন্যবাদ ।
শুভকামনা ।

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ছন্দ অন্তমিল গুলো ভালো লেগেছে।দারুণ!

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৩

নীলপরি বলেছেন: ব্লগে স্বাগতম ।
লেখা ভালো লাগায় ধন্যবাদ ।

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: দ্বিমত! কারণ, এখন ধান কাটার সময় । এখন বৃষ্টি হলে ফসলের ক্ষতি হয়ে যাবে!

৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৮

নীলপরি বলেছেন: আমার অপর্যাপ্ত জ্ঞান । :(
এই সময় তো কালবৈশাখী হয়। সেটা হয়নি এবার। কিন্তু এতো রোদে ধান কাটাও খুব কষ্টের!
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
শুভসকাল।

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১২

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন লিখনি।

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২১

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা ।

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৭

মহা সমন্বয় বলেছেন: আপনার এই বৃষ্টির কবিতা স্বার্থক হইল। :)
অবশেষে আজ ঝুম ঝুম বৃষ্টি পড়ল;)

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৩

নীলপরি বলেছেন: হুম। :)
অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা ।

১৯| ১৩ ই মে, ২০১৬ সকাল ৭:১৩

এহসান সাবির বলেছেন: মানুষের কথা যারা ভাবে না
আজ থেকে তারা কেউ খাবে না

খুলে দাও গিট বাঁধা যত চোখ
এই ভাবে বিপ্লব শুরু হোক

কুতুবউদ্দিন আমিরের লেখা কবিতা গুলো মনে পড়ে গেল আপনার বৃষ্টি বন্দনা দেখে।

শুভেচ্ছা।

১৩ ই মে, ২০১৬ সকাল ৯:২৮

নীলপরি বলেছেন: এই কবিতাটা পড়িনি । শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ । খুব সুন্দর লাইনগুলো ।

আমার কবিতা পড়ে আপনার এতো গভীর বোধ সম্পন্ন কবিতার কথা মনে পড়েছে দেখে নিজেকে
আপ্লুত লাগছে ।


শুভেচ্ছা আপনাকেও।

২০| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৩

সিলা বলেছেন: হাহা ভালো লাগছে আপি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.