নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

প্রাণের জয়গান

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৯




এতো ছলনার কি ছিল দরকার ?
যদি বিছিন্ন হওয়ায়ই অনিবার্য হয়
একলা দুপুর নিঃসঙ্গ বসে রয়
নির্লিপ্ত নিস্তবদ্ধতাকে ছেঁড়ে নীলকন্ঠের চিৎকার !

কেনো যে একদিন দেখেছিলাম অমাবশ্যায় চাঁদ ?
মন কৌটোয় আপসকে রেখেছিলাম ভরে
রাত নামলে সূর্য তো যাবেই সরে
জীবন বোধহয় বাঁচিয়েছিল নদীর বাঁধ !

মৃত্যুর গহীনে অন্ধকার হয়েছে লীন
মোহ মিশে আছে তীব্র যন্ত্রণায়
ভোরের পাখীরা একসুরে স্তোত্রগান গায়
বিশ্বাস করি কবিতা থাকবে অমলিন ।

চূর্ণবিচূর্ণ আমি অনন্তে মিশতে চাই
বিষাদকে কি শুদ্ধ করে গঙ্গাজল ?
নির্মোহ হাতে ভস্ম করি প্রলাপজঞ্জাল
আকুতিতে তোমার কবিতার স্পর্শ পাই !

কবিতার নেই নিজস্ব ক্ষয় কিংবা অভিমান
মৃত্যু বাজায় অন্য জীবনের নূপুর
তুমি চিনে নিও তার সুর
তোমার কবিতাই শোনাবে প্রাণের জয়গান ।

মন্তব্য ৬০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪৪

বিজন রয় বলেছেন: শুভসকাল।

সুন্দর কবিতা।

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫২

নীলপরি বলেছেন: শুভসকাল আপনাকেও ।
সুন্দর লেগেছে জেনে খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।

২| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪৫

বিজন রয় বলেছেন: কবিতার নেই নিজস্ব ক্ষয় কিংবা অভিমান

অসাধারণ কথা।

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৪

নীলপরি বলেছেন: লাইনটা আপনার ভালো লাগায় আপনাকে আবারো ধন্যবাদ । :)
শুভকামনা ।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১১

অমিত অমি বলেছেন: রাত নামলে সূর্যতো যাবেই সরে।।

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৮

নীলপরি বলেছেন: ব্লগে স্বাগতম ।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৬

আল-আরশিয়ান বলেছেন: সত্যি অসাধরন

২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২২

নীলপরি বলেছেন: ব্লগে স্বাগতম।
জেনে ভালো লাগলো।
ধন্যবাদ ।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৯

বাক স্বাধীনততা বলেছেন: ভাল লাগল

২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

নীলপরি বলেছেন: ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো।
ধন্যবাদ ।

৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +

২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে শুনে খুব ভালো লাগলো। আর প্লাস তো সব সময়ই আলাদা খুশি এবং উৎসাহ দেয়।

অনেক ধন্যবাদ ।

৭| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৫

ইমরাজ কবির মুন বলেছেন:
rhythm ta comotkar hoise Poriii :)

২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

নীলপরি বলেছেন: ছন্দ পছন্দ হয়েছে শুনে আনন্দ পেলাম ।
উৎসাহ দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা ।

ধন্যবাদ ।
শুভকামনা ।

৮| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক দিন পর ব্লগে ঢু মেরেই এত সুন্দর একটি কবিতা পড়ে মনটাই আনন্দে ভরে গেল --- কবিকে অভিনন্দন ও শুভকামনা

৩০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৩

নীলপরি বলেছেন: আর আপনার উত্তর পড়ে আমার মন ভরে গেলো ।
অভিনন্দন গ্রহণ করলাম।
ধন্যবাদ ।
শুভকামনা ।

৯| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯

জনৈক অচম ভুত বলেছেন: চমৎকার কবিতা। ভাললাগা রেখে গেলাম। :)

৩০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৬

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য দেখে আমারও খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা।

১০| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: এরুপ ছন্দ অনেকদিন দেখিনা! ছন্দের কারুকাজ ভালো লেগেছে; ভালো লেগেছে কবিতার অন্তর্নিহিত বিষাদও ।

(বিচ্ছিন্ন, নিস্তব্ধতা, ছেড়ে)

৩০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫১

নীলপরি বলেছেন: এতো সুন্দর মন্তব্য পড়ে আমারও খূব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ।
শুভ সকাল।

১১| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দূর্দান্ত হয়েছে!! প্রথম থেকে শেষ পযর্ন্ত অসম্ভব সুন্দর একটি রিদম ছিলো।
সুপার! সুপার!! সুপার!!!
কিন্তু এতো বিষন্নতা কেন কবি?

৩০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৭

নীলপরি বলেছেন: বিষণ্ণতা ব্যাখ্যাতীত। :)
উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
শুভসকাল।

১২| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর।
শুভ সকাল

৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০০

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।
আপনাকে ও শুভসকাল। দিন ভালো কাটুক ।

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০২

মিজানুর রহমান মিরান বলেছেন: পড়তে চমৎকার লেগেছে।
কবিতায় লাইক হবে!

৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০২

নীলপরি বলেছেন: লাইক পেয়ে খুশি হলাম।
ধন্যবাদ।
শুভকামনা । :)

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১

মুসাফির নামা বলেছেন: অসাধারণ।+

৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৪

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো।
ধন্যবাদ ।

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২

হুকুম আলী বলেছেন: মৃত্যুর গহীনে অন্ধকার হয়েছে লীন
মোহ মিশে আছে তীব্র যন্ত্রণায়
ভোরের পাখীরা একসুরে স্তোত্রগান গায়
বিশ্বাস করি কবিতা থাকবে অমলিন ।


অসাধারণ কবিতা। ভাল লাগল।

৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৮

নীলপরি বলেছেন: ব্লগে স্বাগতম ।
আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।
ধন্যবাদ ।

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১১

দীপংকর চন্দ বলেছেন: মন ছুঁয়ে গেলো পঙক্তিমালা!!

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন কবি।

ভালো থাকবেন। অনেক ভালো।

জীবন বোধহয় বাঁচিয়েছিল নদীর বাঁধ !

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩০

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।
আপনাকে ও শুভকামনা জানাই।
খুব ভালো থাকবেন । প্রার্থনা করি।

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৯

মহা সমন্বয় বলেছেন: কবিতার নেই নিজস্ব ক্ষয় কিংবা অভিমান

কবিতার ক্ষয় না থাকতে পারে কিন্তু অভিমান আছে। :)

০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:৪৫

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৮| ৩০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা খানি খুবই ভাল লাগল । অতি সুখপাঠ্য । অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য ।

০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:৪৮

নীলপরি বলেছেন: ব্লগে স্বাগতম ।
পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৯| ৩০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:১৫

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ সুন্দর কবিতা
+

০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:৫০

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে শুনে খুব ভালো লাগলো ।
পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২০| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ১১:৫২

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর ছন্দময় অর্থপূর্ণ কবিতা।

বার দু'য়েক পড়লাম, প্রতিবার ভাল লাগাটা বেড়ে যায়।
+

ভাল থাকুন। সবসময়।

০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:৪১

নীলপরি বলেছেন: পাঠকের ভালো লাগাই কবিতাকে অর্থপূর্ণ করতে পারে।
অনেক ধন্যবাদ আপনাকে ।
আপনি ও ভালো থাকুন ।
শুভকামনা ।

২১| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:৪৩

কল্লোল পথিক বলেছেন: অসাধারন কবিতা।
কবিতায়+++++++++++

০৫ ই মে, ২০১৬ দুপুর ২:৩০

নীলপরি বলেছেন: প্লাস পেয়ে খুশি হলাম ।
অনেক ধন্যবাদ আপনাকে ।

২২| ০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রাণের জয়গানের কাব্য ভাললাগা অনেক অনেক :)

++++++++++++++++++++++++++++

০৫ ই মে, ২০১৬ দুপুর ২:৩৫

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো।
প্লাস দেখে উৎসাহ পেলাম ।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৩:১১

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

২৩| ০৫ ই মে, ২০১৬ সকাল ১০:৪০

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,





আসলেই - এতো ছলনার কি দরকার ? মুখে এক আর মনে আর এক ।

ছলনা নেই শুধু কবিতায় । কবিতা চিরকাল থাকে অমলিন ......................

০৫ ই মে, ২০১৬ দুপুর ২:৩৮

নীলপরি বলেছেন: সহমতের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৪| ০৫ ই মে, ২০১৬ দুপুর ২:৪২

জুন বলেছেন: চমৎকার কবিতা নীলপরি ।
+

০৫ ই মে, ২০১৬ বিকাল ৩:১০

নীলপরি বলেছেন: মন্তব্য ও প্লাস দেখে উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৫| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১০

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা খুব ভাল লাগল

০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২৬| ০৫ ই মে, ২০১৬ রাত ৮:১৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: বাহ.....!
দারুন লেখনি। হৃদয়
ছুঁয়েছে তাই ভালোলাগা জানিয়ে দিলাম।
ধন্যবাদ কবি হে।

০৫ ই মে, ২০১৬ রাত ৯:৫৩

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো।
পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৭| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:৩৫

কালনী নদী বলেছেন: চূর্ণবিচূর্ণ আমি অনন্তে মিশতে চাই
বিষাদকে কি শুদ্ধ করে গঙ্গাজল ?
নির্মোহ হাতে ভস্ম করি প্রলাপজঞ্জাল
আকুতিতে তোমার কবিতার স্পর্শ পাই !


আপনার কবিতা অসাধারণ হয়, সবসময় পড়তে প্রাণবন্ত মনে হয়। শুভ কামনা রইল পরি বোনের জন্য।

০৬ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৮

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো কথাট শুনে ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৮| ১২ ই মে, ২০১৬ সকাল ৯:৫৬

গেম চেঞ্জার বলেছেন: কবিতা অসাধারণ!! কিন্তু বিচ্ছেদের কারণে কোন জয়গান হোক তা চাই না!! :|

১২ ই মে, ২০১৬ সকাল ১১:২৫

নীলপরি বলেছেন: সহমর্মিতা ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৯| ১৩ ই মে, ২০১৬ সকাল ৭:১৬

এহসান সাবির বলেছেন: শুভ সকাল।

এই সাত সকালে একটা সুন্দর কবিতা পড়লাম।

১৩ ই মে, ২০১৬ সকাল ৮:১৭

নীলপরি বলেছেন: শুভ সকাল আপনাকেও ।
আর সকাল বেলা সামুতে এসেই আপনার মন্তব্য দেখে আমারও খুব ভালো ।
কবিতা পাঠ করে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

ভালো কাটুক আপনার সারাদিন ।
শুভকামনা ।

৩০| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতি মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.