নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

রাত কথা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৮



সব রাত একরকম নয়
রাতেরও নানা প্রকারভেদ হয় !

কোনো রাত প্রেমিকের মতো হাসে
আবার কোনো রাত বৃষ্টিপাতে ভাসে !

ব্যর্থ প্রেমিকার মতো রাতেরা একা
সে রাতে তারাদের যায় দেখা !

কোনো রাত ক্লান্তিময় বেদনা দেয়
ভাঙা-স্বপ্নে সে নিদ্রা কেড়ে নেয় !

তবু রাত বাড়ে , বেড়েই যায়
কখনো বা নাইটল্যাম্পে , কখনো চন্দ্রমায় !

মন্তব্য ৫৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৩

শামছুল ইসলাম বলেছেন: অনিন্দ্য সুন্দর কবিতা।

//তবু রাত বাড়ে , বেড়েই যায়
কখনো বা নাইটল্যাম্পে , কখনো চন্দ্রমায় !//


ভাল থাকুন। সবসময়।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৫

নীলপরি বলেছেন: হঠাৎ খেয়ালের কবিতা । যদি কবিতা হয়ে থাকে । :) এইমাত্র লিখলাম ।


আপনার ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা

আপনিও ভালো থাকুন। সবসময়।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১২

মেহেদী রবিন বলেছেন: রাত বৈচিত্রময় বৈ কি! সুন্দর লেখা।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৯

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে শুনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা

ভালো থাকুন। সবসময়।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩১

সুমন কর বলেছেন: রাতের কবিতা, রাতেই পড়লাম। ভালো লাগল।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৯

নীলপরি বলেছেন: আমারও ভীষন ভালো লাগলো রাতেই আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা

ভালো থাকুন। সবসময়।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪২

জেন রসি বলেছেন: রাত কেমন হবে তার সাথে মনেরও একটা গভির সম্পর্ক আছে। কবিতা ভালো লেগেছে আপু।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৫

নীলপরি বলেছেন: হুম । আসলে রাতের আড়ালে সবই মনের কথা । :)

অনেক ধন্যবাদ ।

শুভকামনা

ভালো থাকুন। সবসময়।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০১

গোফরান চ.বি বলেছেন: সব রাত একরকম নয়
রাতেরও নানা প্রকারভেদ হয় !

কোনো রাত প্রেমিকের মতো হাসে
আবার কোনো রাত বৃষ্টিপাতে ভাসে !

+

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৪

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা

ভালো থাকুন। সবসময়।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪১

তাওহীদ পলাশ বলেছেন: রাত, হুম দীর্ঘনিশ্বাসের সব রাত।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা

ভালো থাকুন। সবসময়।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৪

আমিই মিসির আলী বলেছেন: প্রেমে ব্যর্থ কি শুধু বালিকারাই হয়?
B:-)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫১

নীলপরি বলেছেন: তেমন কোথায় বললাম ? :)

রাত ৩:১৪ আমার লেখা পড়ে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা

ভালো থাকুন। সবসময়।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫

জে আর সিকদার বলেছেন: চমৎকার ছোট কবিতা, আরও বেশী লেখা চাই.।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

চেষ্টা করবো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা

ভালো থাকুন। সবসময়।

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯

হাসান মাহবুব বলেছেন: কবিতাটি আরো বিস্তারিত হলে ভালো লাগতো। এত অল্প শব্দে রাতের গভীরতা উপলব্ধি করা কঠিন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১২

নীলপরি বলেছেন: আসলে এটা হঠাৎ খেয়ালের কবিতা ।কালকে লিখেই সাথে সাথে পোষ্ট করেছি ! :)

তবে আপনার কথাটা মনে থাকবে।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা

ভালো থাকুন। সবসময়।

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৫

বিলিয়ার রহমান বলেছেন: পুরো কবিতাটাই ভালো লেগেছে।

শেষ দুটো লাইন অসাধারন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা

ভালো থাকুন। সবসময়।

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
শেষটা স্ট্রং। দারুণ লাগল। +

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬

নীলপরি বলেছেন: পুরোপুরি কারো ভালো লাগলে প্লাস পেতে ভালো লাগে ।

আপনার এই মন্তব্যটা আমার ভালো লাগলো । :)

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮

সাহসী সন্তান বলেছেন: আসলেই, কিছুরাত থাকে যা কেবল স্মৃতির পাতাতেই রয়ে যায়! বাস্তবতা যেখানে হোঁচট খায়, সেখানেই কেবল সেই রাতগুলোর স্মৃতি মনে ক্যানভাসে ভেসে ভেসে ওঠে! খুব ইচ্ছে করে সেই রাত গুলোকে বাক্সবন্দি করে রাখতে, কিন্তু কেন জানি তা আর হয়ে ওঠে না! :(

চমৎকার কবিতায় ভাল লাগা! শুভ কামনা নীলপরি!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৪

নীলপরি বলেছেন: মনের কথার অনুরণন পেলাম আপনার মন্তব্যে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা

ভালো থাকুন। সবসময়।

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অল্প কথায় মনের ভাব পুুরোপুরি প্রকাশ করা কঠিন । আরও বড় হতে পারতো!

রাতের কাব্য দুপুরে পড়লাম ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

নীলপরি বলেছেন: দুপুর বা রাতদুপুর আপনার মতো কবি আমার লেখা যে পড়েছেন , এটা দেখেই খুশি হলাম । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা

ভালো থাকুন। সবসময়।

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৭

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২০

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লেগেছে শুনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা

ভালো থাকুন। সবসময়।

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১০

ইফতি সৌরভ বলেছেন: হঠাৎ খেয়ালের কবিতা!!! তাতেই পুরো মুগ্ধ এ অধম।

এতো ছোট্ট করে সমগ্র জীবনের সাথে রাত অথবা রাতের সাথে জীবনের সম্পর্ক - অতুলনীয়!

+++++
এমন "হঠাৎ খেয়াল" আরো আসুক জীবনে - এ আশায় রইলাম বসে..... তবে তা যেন না হয় দুঃখের ।


"কোনো রাত ক্লান্তিময় বেদনা দেয়
ভাঙা-স্বপ্নে সে নিদ্রা কেড়ে নেয় !"

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৪

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

আমার লেখার আশায় কেউ বসে থাকতে পারে তা ভেবে আমি আপ্লুত হচ্ছি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা

ভালো থাকুন। সবসময়। :)

১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩২

ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর হয়েছে +

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৭

নীলপরি বলেছেন: শুনে খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা

ভালো থাকুন। সবসময়।

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩

এডওয়ার্ড মায়া বলেছেন: রাত বড়ই রহস্যজনক !
রাত কার জন্য কিভাবে আসে বলাই মুস্কিল !

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫

নীলপরি বলেছেন: হুম । ঠিকই বলেছেন ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা

ভালো থাকুন। সবসময়।

১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাত কথা পড়ে পুরানো রাতের আকুতি মনে পড়ে গেল...

আমাকে শিশুর চোখে নামা রাত দা্ও
জ্ঞান বৃক্ষের ফলাস্বাদনের আগেই -অনেক দিন ঘুমাই নি।

:)

+++++++++++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

নীলপরি বলেছেন: হুম । আমারও মনে আছে আপনার এই লেখাটার কথা ।

অসাধারণ ছিলো ।

মন্তব্যে +++++++++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা

ভালো থাকুন। সবসময়।

১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

আলোরিকা বলেছেন: রাতকথা --------------ভাল লাগলো -------------আসলেই

সব রাত একরকম নয়
রাতেরও নানা প্রকারভেদ হয় !

চন্দ্রমা না হয়ে চন্দ্রিমায় হলে কি ভাল শোনাত ? :)

ভাল থাকুন । শুভকামনা :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫

নীলপরি বলেছেন: অনেক দিন বাদে আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগছে ।

এখানে চাঁদকে চন্দ্রমা বলতেই আমার ভালো লেগেছে । :) চন্দ্রিমা স্ত্রী লিঙ্গ । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা

আপনি ভালো থাকুন। সবসময়।

২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫২

ফেরদৌসা রুহী বলেছেন: রাতের কবিতা কিন্তু পড়লাম বিকালে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

নীলপরি বলেছেন: যখনই হোক পড়েছেন , এটাই আমার কাছে অনেক ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা

ভালো থাকুন। সবসময়।

২১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৪

জনৈক অচম ভুত বলেছেন: রাত বড়ই রহস্যময়। :#)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮

নীলপরি বলেছেন: হুম । একেবারেই ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকুন। সবসময়।

২২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪০

nilkabba বলেছেন: চমৎকার লিখেছেন।
রাতেরও নানা প্রকারভেদ হয়।
সত্যিই রাত নীরবতা খুবই রহস্যাবৃত।
কখনো কবি বানায়,,,
কখনো কান্না জমায়,,,,,,,

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০০

নীলপরি বলেছেন: কখনো কবি বানায়,,,
কখনো কান্না জমায়,,,,,,,


আপনার মন্তব্যের এই লাইন গুলো আমার খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকুন। সবসময়।

২৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:



ভাল লাগল কবিতাটি ।

তবু রাত বাড়ে , বেড়েই যায়
কখনো পায় ঘুম কিন্তু হাতে থাকে কাজ
কখনো মনে হয় আর পারিনা কখনো মনে হয়
এই বুজি হবে শেষ, লেপটপের ব্যটারীর আয়ু নিবু নিবু
নাই কোন বিশ্বাস, এখনই চলে যাবে বলে দিয়ে দেয় সিগনাল
কিছু কিছু পোস্টে কমেন্টের ঘরে লিখা শেষে সাবমিট
বাটনে চাপ দেয়ার অাগেই ব্যাটারীর আয়ু শেষ
কমপিউটার অফ । ঘুম চোখে অন
সে আর হয়না তখন , সব
লিখাই হয়ে যায় মাটি ।
এই হল আমার রাত
বাড়ার ফলাফল ।

শুভেচ্ছা রইল


০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮

নীলপরি বলেছেন: আমি অনেক রাতেই মোবাইলে সামুতে কিছু না কিছু পড়তে পড়তেই ঘুমিয়ে পড়ি । দুপুরেও এমন ঘটে । সামুতে হয়ত আমাকে অনলাইন দেখছেন । আসলে আমি ঘুমাচ্ছি । :)

কবিতা আপনার ভালো লেগেছে শুনে উৎসাহ পেলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকুন। সবসময়।

২৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
রাতের কবিতা দিনে পড়লাম!! মন্দ লাগেনি! হয়েছে বেশ!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকুন। সবসময়।

২৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৭

নীলপরি বলেছেন: এটা সুন্দর কোথায় ? এটা তো নিছক স্বীকারোক্তি । :)

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৫

ডঃ এম এ আলী বলেছেন: যেভাবেই বলেন না কেন সেটা কবিতাটির মত সুন্দরই । ভাল লাগল কথা শুনে ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৯

নীলপরি বলেছেন: আর আমি সকালবেলায় এরকম একটা কমপ্লিমেন্ট পেয়ে অতি আবেগে আপ্লুত হলাম । :)

আপনাকে অনেক শুভকামনা ।

২৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৫

ডঃ এম এ আলী বলেছেন: :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪

নীলপরি বলেছেন: আবারো শুভকামনা ।:)

২৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল, ব্যাপক ভাল লাগা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬

নীলপরি বলেছেন: আর আপনার মন্তব্য পড়ে আমারও খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকুন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.