নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......

জীবন একটা বিষাদময় সুন্দরতম ঘটনার সংকলন!!!

শঙ্খচিল_শঙ্খচিল

বিষাদ হোক আর বিস্বাদ হোক কিংবা মজা লুটার -ই হোক, আমার বিশ্বাস সব পথ-ই সুন্দরে শেষ হয়। আবার কিছু সুন্দরও বিষাদময় হয়! বিষাদময় সুন্দরতম সময়গুলাকে দেখলে খুব মায়া লাগে, কেমন যেন মায়ার ছায়া বিছানো। মায়া মিশানো সময়ে আর মজার কুঠি\'র জগতে স্বার্থপর আমি মজা খুজি, মজা লুটি।

শঙ্খচিল_শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

অতঃপর, আরো একবার

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২২



অতঃপর, আরো একবার কালপুরুষ দেখার নেশায়;
দরজার নব ঘুরিয়ে-বাইরে আসা!
উত্তর গোলার্ধের কনকনে ঠাণ্ডায় জমে যেতে যেতে,
সাত নক্ষত্রের কাছ থেকে ধার করা আলোয়,
ভিতরে উষ্ণতা বাড়ানোর প্রাণান্ত চেষ্টা!
অথবা বরফের উপরে সাদা মিষ্টি চাদের আলোয়,
বৃহতের সামনে দাড়িয়ে নিজের ক্ষুদ্রতার আরো একবার উপলব্ধি!


আরো একবার, সাধ আর সাধ্যের টানাপোড়নে;
ঘরময় পায়চারি,
তারপর, নিঃশব্দে বেড়িয়ে পড়া।
অগোছালো নিজেকে অনেকক্ষণ বয়ে নিয়ে,
আরো একবার নিজের কাছেই ফেরা!


ধোয়া উঠা কফির এই দিনে, কাগজের কাপের কাছে;
ছোট্ট চায়ের কাপে টুংটাং-এর সুমিষ্ট ধ্বনি’র আবদারে,
আরো একবার বৃথাই আকুল হওয়া !


অপার্থিব সুন্দরের তুষারপাতে, আরো একবার জোনাকির;
মিটিমিটি আলোর প্রত্যাশা- সাথে ঝিঝি’র ডাক!
আরো একবার, রিকশায় ফিরতে ফিরতে শঙ্কিত গলায়,
তোমার হাত ধরার আবেদন;
বলেই ভুল করলাম কিনা ভাবতে ভাবতেই,
আমার হাত তোমার মুঠোয়!
আর, আরো একবার আমার ভেতরে লক্ষ প্রজাপতির ডানা ঝাপটানো!


আরো একবার, ঝুম বৃষ্টির অপেক্ষা;
সেলফোনে বাইরে আসতে বলে, একদম কাকভেজা হয়ে;
ছাতানিয়ে বের হওয়া তুমার দিকে অবাক হয়ে তাকিয়ে,
দুজনের পথে নামা!


অতঃপর, আরো একবার, অবাক হয়ে তাকানো,
যখন হটাতই ছাতা বন্ধ করে,
দু’হাত প্রশস্তে, আকাশের পানে তোমার উদ্বেলিত মুখ,
চুলে ফোটা ফোটা বৃষ্টির জল,
আর আমার ভিতরে অনন্তকালের অবিরাম টুপটাপ!

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১৯

ভিটামিন সি বলেছেন: দুর মিয়া, শীতের দিনে এমন কুবিতা প্রসব করলেন, পড়ার পর ২৮ডিগ্রী সে. তাপমাত্রায়ও আমার ঠান্ডা লাগতাছে। ভয়ে আছি নিউমোনিয়া না হয়ে যায়।

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৫

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:
ভয় পাবেন না, এত সহজে নিউমোনিয়া হবে না।

শীতের দিনে উষ্ণ থাকেন, ভাল থাকেন ।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:

কবিতা বেশ ভালো লেগেছে।

অপার্থিব সুন্দরের তুষারপাতে, আরো একবার জোনাকির;
মিটিমিটি আলোর প্রত্যাশা- সাথে ঝিঝি’র ডাক!
আরো একবার, রিকশায় ফিরতে ফিরতে শঙ্কিত গলায়,
তোমার হাত ধরার আবেদন;
বলেই ভুল করলাম কিনা ভাবতে ভাবতেই,
আমার হাত তোমার মুঠোয়!
আর, আরো একবার আমার ভেতরে লক্ষ প্রজাপতির ডানা ঝাপটানো!



এই অংশটুকু বেশ উপভোগ্য।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:
অনেক ধন্যবাদ, কাল্পনিক_ভালোবাসা। ভাললাগা জানবেন।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২২

সুমন কর বলেছেন: ভাল লাগল।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৮

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:

আপনার ভাল লাগায় আমার মুগ্ধতা।
ভাল থাকবেন।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৫

নেক্সাস বলেছেন: অনেক সুন্দর কবিতা। পড়ে ভাবছি এমন সুন্দর কবিতা কবে লিখবো

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩১

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ, নেক্সাস ।
ভাল থাকবেন।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর কবিতায় ভাল লাগা রেখে গেলাম

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩২

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:
আপনার ভাল লাগায় আমার মুগ্ধতা :)

ভাল থাকুন, সবসময়।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৫

ডি মুন বলেছেন:

অগোছালো নিজেকে অনেকক্ষণ বয়ে নিয়ে,
আরো একবার নিজের কাছেই ফেরা!


-----

চুলে ফোটা ফোটা বৃষ্টির জল,
আর আমার ভিতরে অনন্তকালের অবিরাম টুপটাপ!



বাহ, খুবই ভালো লেগেছে কবিতাটা।
অনেক অনেক শুভকামনা রইলো কবির জন্যে।
ভালো থাকা হোক :)

১৪ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০২

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:
অনেক ধন্যবাদ, ডি মুন ভাই। আপনার লেখাও আমার বেশ লাগে :)

আপনার জন্যেও অনেক অনেক শুভ কামনা। ভাল থাকবেন।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৯

জাফরুল মবীন বলেছেন: মুদ্ধ হলাম!

অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:
অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন, শুভ কামনা রইল।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২

তুষার কাব্য বলেছেন: অতঃপর, আরো একবার, অবাক হয়ে তাকানো,
যখন হটাতই ছাতা বন্ধ করে,
দু’হাত প্রশস্তে, আকাশের পানে তোমার উদ্বেলিত মুখ,
চুলে ফোটা ফোটা বৃষ্টির জল,
আর আমার ভিতরে অনন্তকালের অবিরাম টুপটাপ!

ভালো লাগা কবিতায় +++

১৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:০৩

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:
অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন, শুভ কামনা রইল।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৩

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । +++

২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন:

মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন, নিরন্তর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.