নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......

জীবন একটা বিষাদময় সুন্দরতম ঘটনার সংকলন!!!

শঙ্খচিল_শঙ্খচিল

বিষাদ হোক আর বিস্বাদ হোক কিংবা মজা লুটার -ই হোক, আমার বিশ্বাস সব পথ-ই সুন্দরে শেষ হয়। আবার কিছু সুন্দরও বিষাদময় হয়! বিষাদময় সুন্দরতম সময়গুলাকে দেখলে খুব মায়া লাগে, কেমন যেন মায়ার ছায়া বিছানো। মায়া মিশানো সময়ে আর মজার কুঠি\'র জগতে স্বার্থপর আমি মজা খুজি, মজা লুটি।

শঙ্খচিল_শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

বেসামাল

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫৪

মাটির কলসে জল ভরে রেখেছিলাম।

মাঝ রাতে যখন গলা শুকিয়ে কাঠ,
সেই ঘুট ঘুটে আন্ধারে-হাতড়ে হাতড়ে- দরজার খিল ছাড়িয়ে বাইরে আসতেই;
ডাহুকের ডানা ঝাপটানোর সাথেই উড়ে গেল আমার আকন্ঠ পিয়াস!

কেমন ঘোরলাগা সময়ে, এলোমেলো পায়ে হাটতে হাটতেই সামনে পড়ে- সেই শৈশব!
বালকবেলার কলাপাতার সেই ঘোড়া,
টারজান পোশাক নিয়ে যেতে যেতেই -পূব আকাশ চিড়ে ফ্যাকাশে আলোর দেখা!

এবার অন্য টান! আবুল হাসানের বইয়ের উপরে রাখা গ্লাসে,
চট করে একটা ডিম ভেঙে-ক্যোঁৎ করে গিলে ফেলার টান।
নয়তো, জাতে উঠার টানেই-ফায়ার অন আইসে'র কাচা আমের জুসের গ্লাসে- একচুমকের আশায়;
দুম করে পুরনো সেই মস্ত আমগাছে পেশী বহুল হাতে করাতের টান!
অথবা, খুব করে শরীর দুলিয়ে দুলিয়ে বুকের একদম গভীর থেকে হো...হো করে হেসে উঠার টান!


আর,এত টানের টানেই হয়তোবা বেসামাল!



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১১

খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার লেগেছে কবিতা। ভাল থাকা হোক অনেক।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩২

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও ভাল থাকুন-নিরন্তর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.