নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার সাথে নিজের আন্দোলন...

সৈয়দ জায়েদ আহমদ

সৈয়দ জায়েদ আহমদ › বিস্তারিত পোস্টঃ

দশের স্বপ্ন দেশ কে ঘিরে !

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩০



অমাবস্যা কিংবা পূর্ণীমার জন্য কেমন অধৈর্য হয়ে কেউ চাতকের মতো বসে থাকে,
আলোয় যেনো ঘরের মনে,শরীরে রং বয়ে আনে। এই প্রজন্মের কাছে এসবের জন্য সময় যেনো কোথাও ঘাপটি মেরে বসে আছে,ক্রমে ক্রমে বেড়ে যাচ্ছে হতাশা !

চার দেয়াল টা শুধু এ খবর জানে,কেমন করে আধারে ছড়িয়ে ছিটিয়ে দেয় একেক টা দীর্ঘশ্বাস,হয়তো ক্ষমতা থাকলে কিছু অনুপ্রেরনা জুগিয়ে দিতে পারতো,এমনও রাত যে কিনা সৃষ্টির সেরা তারও হয়।
শুধু শুধুই কি এমন হয়,মানুষে মানুষ ঠকায়,বিশ্বাস শব্দ নিয়ে যাচ্ছেতাই করা,দিন শেষে মানুষের কাছে মানুষই বিক্রি হতে প্রস্তুত,রোজকার এমন করেই যেনো বেচে থাকাটা চাই!

কিছু প্রশ্নবিদ্ধ বিবেকের কাছে এসবের জন্য সরকার দায়ী অকপটে বলে পারাটাই যেনো বেশ নিজেকে দায়িত্বশীল বলে আত্নপ্রকাশ করতে পারাটা খুব গর্বের কথা, অথচ কিছু সুশীল নাগরিক এ ব্যাপারে মুখ খোলতে নারাজ!
ক্ষমতার কাছে হেরে যায় সুস্পষ্টভাষী আদর্শ শিক্ষক,বিবাদের কাছে তরুনদের চেতনা কেমন বিগড়ে গেছে,পরিণতি একটাই দেশ ছেড়ে পালিয়ে একবার চলে যেতে পারলেই হয়!

এমন কেনো হলো? কখনোই কি বদলাবেনা? আয়-উন্নতি কখন যে হবে?
এরপরও টিকে আছেন যারা তাদের কে অসংখ্য শ্রদ্ধা এখনো স্বপ্ন দেখেন দেশ খুব শীগ্রই মোড় নেবে,আবারো জেগে উঠবে তরুনরা,উল্লাস উচ্ছাসিত করে রাজপথ ধরে হেটে যাবে ষোড়শী নারী এবং একজন বোন নির্ভয়ে !

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯

রাজীব নুর বলেছেন: মনের সমস্ত কথা প্রকাশ করার একমাত্র মাধ্যম এই ব্লগ।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫০

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব ভাই মন্তব্যের জন্য

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫১

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব ভাই মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.