নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার সাথে নিজের আন্দোলন...

সৈয়দ জায়েদ আহমদ

সৈয়দ জায়েদ আহমদ › বিস্তারিত পোস্টঃ

কতোটা কাঙাল আমি!

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৫

ভাঙা শব্দ নিয়ে তোমার সামনে দাঁড়ালে আমি বুঝি
কতোটা কাঙাল আমি;
কতোটা ভাষা অপ্রকাশিত রয়ে যায় তিলেতিলে,
যুবকের চুল তোমার চোখকে ঘীরে থাকে তবুও,
কতোটা কাঙাল আমি;
ফিরতি পথে কতবার পিছু ফিরে থাকাই তুমি দেখবে বলে,
কতোটা কাঙাল আমি!
তোমার নজর থেকে সড়ে আসা যে কি যাতনা
কতোটা কাঙাল আমি;

মাস, বছর অথবা দিন শেষে রাতের আধারে তারা গুনি,
কতোটা কাঙাল আমি
মিথ্যে কথার ঝুলি নিয়ে মনের উল্লাসে থাকি,
কতোটা কাঙাল আমি!
স্নায়ু বন্ধ হতে গেলেও তোমার নাম বারবারই জপি;
কতোটা কাঙাল আমি;
'কেমন আছো'জানতে চাওয়া তুমি হারিয়েছো তবুও,
কতোটা কাঙাল আমি!

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


অনেকটা কাংগালী ভোজের মতোই পদ্য

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে কাঙ্গালের সংখ্যাই বেশি।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: একজন কবির সব দুঃখ থাকে তার বুকের মধ্যে চাপা। নির্জনে সেই দুঃখ মুক্তি পায় শব্দ সমাহারে কিংবা সুরে।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৪

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: অসংখ্য ধন্য হইলাম চাঁদগাজী ভাইয়া

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৫

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: মনের কথাটাই বলে দিলেন একদম রাজীব ভাই

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৪

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার- স্যালুট জানাই কবি দা

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩০

নেওয়াজ আলি বলেছেন: ভালো। শুভ কামনা।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০০

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ লিটন দা,মূল্যবান মন্তব্য করার জন্য, ভালো থাকবেন প্রার্থনা রইল দাদা

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০১

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.