নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিহঙ্গ...

তাশমিন নূর

পথ ছাড়া নাই কিছু অনন্ত পথের অন্তর্ধানে।

তাশমিন নূর › বিস্তারিত পোস্টঃ

মন ভালো নাই

৩০ শে জুন, ২০১৫ রাত ১:৩৬

আজ আঙিনায় জোছনা অনেক
কিন্তু আমার মন ভালো নাই,
শরীর জুড়ে তবুও কেমন
অকারনেই জোছনা মাখাই।

তোমার কাছে রূপালী চাঁদ
ঘোমটা খোলা রূপসী বউ,
আমার কাছে কেমন লাগে?
চাঁদটা যেন একলাটি কেউ।

শরীর জুড়ে জোছনা মাখাই
চাঁদটা তো সেই থাকেই দূরে,
রূপোর থালায় দুঃখ সাজাই
আঁধার নামে হৃদয়-পুরে।

জোছনাতে খুব হাসতে হলে
জোছনা-ভেজা মন থাকা চাই,
সত্যি করেই বলছি তোমায়-
আজকে আমার মন ভালো নাই।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৫ রাত ১:৫৬

উর্বি বলেছেন: জোছনাতে খুব হাসতে হলে
জোছনা-ভেজা মন থাকা চাই,
সত্যি করেই বলছি তোমায়-
আজকে আমার মন ভালো নাই।
দারূন

৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৭

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, উর্বি।

২| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:১২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩১

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, হামা ভাই।

৩| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:২২

জেন রসি বলেছেন: মন ভালো না থাকার কবিতা ভালো লেগেছে।

৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩১

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, জেস। ভালো থাকুন।

৪| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: ভালো লেগেছে

৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩৩

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, আরন্যক। ভালো থাকবেন।

৫| ৩০ শে জুন, ২০১৫ বিকাল ৫:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: রূপোর থালায় দুঃখ সাজিয়ে
মন খারাপ করতে নেই!!

৩০ শে জুন, ২০১৫ রাত ১১:৫৩

তাশমিন নূর বলেছেন: হুম।

৬| ০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৩৪

কাবিল বলেছেন: ভাল লাগা রইল। :)

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৪২

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, কাবিল। ভালো থাকবেন। :-D

৭| ০৫ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৩৮

রোহান খান বলেছেন: আবাক করা জ্যোসনা বা বিকেলে ভাললাগা রংধনু
কিছু কিছু সময় আপন রং বদলায়
কিন্তু আমরা সেই পুরোনকে খুজে ফিরি ফেলে আসা সময়ে নদীতে-
...ভালোলাগা রইলো আপনার জন্য।

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৫

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, রোহান। ভালো থাকুন। নিরন্তর শুভকামনা রইল।

৮| ০৯ ই জুলাই, ২০১৫ ভোর ৫:০২

আহমেদ রুহুল আমিন বলেছেন: duekti ontomil bade kobita onoboddoe hoeche .valo thakun kobi .

১৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:১২

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, ভাই। ঈদ মোবারক। :-)

৯| ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৩

নাসীমুল বারী বলেছেন: ধন্যবাদ।
হৃদয়াবেগের করুণ আর্তি ফুটে উঠেছে। তবে কবিতায় চিত্রকল্প বা রূপকল্প তেমনটি নেই। মাত্রায় একটু হেরফের আছে। ২য় স্তবকের উপমায় নতুনত্ব আছে। সাদামাটা হৃদয়াবেগ; তারপরও বলব ভালো হয়েছে।

১৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৬

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইল।

১০| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৯

নুর ইসলাম রফিক বলেছেন: বাহ বাহ অনেক সুন্দর কাব্য খানা।
অনেক ভালো লাগলো।

১৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৯

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। ঈদ মুবারাক।

১১| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৪

রুদ্র জাহেদ বলেছেন: খুব ভালো লাগল

২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, রুদ্র।

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

আহমেদ জী এস বলেছেন: তাশমিন নূর ,




কবিতার শরীরে অনেক ছন্দ মাখানো জোছনা ।
এই লাইনটি -........জোছনা-ভেজা মন থাকা চাই......... ; হ্যা কেবলমাত্র সত্যিকারের সুন্দরতাকে ধরতে হলে একটা জোছনা-ভেজা মন থাকা চাই ।
শুভেচ্ছান্তে ।

১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩০

তাশমিন নূর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন। ভালো থাকুন প্রতিক্ষণ। :-)

১৩| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
জোছনাতে খুব হাসতে হলে
জোছনা-ভেজা মন থাকা চাই,



খুব সুন্দর দুটি লাইন +++

১১ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.