নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিহঙ্গ...

তাশমিন নূর

পথ ছাড়া নাই কিছু অনন্ত পথের অন্তর্ধানে।

তাশমিন নূর › বিস্তারিত পোস্টঃ

তীর্যকসমগ্র-১

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৯


১। না জানো কৌতুক, না আছে বুদ্ধি
জ্ঞানটুকুও বড় খন্ডিৎ।
মোটা মোটা বই পড়ি, বাংলা-ইংরেজি
আমি যে বি-শা-ল পন্ডিত!
লাগতে এসো না তুমি, আমার সঙ্গে, হুঁ
হুল দেব চামড়ায় ফুটিয়ে
কত বড় সরকারি চাকরিটা করি আমি
পালাও, পালাও লেজ গুটিয়ে!

২।
- সাক্ষাৎ শয়তান নারী,
পুরুষকে নিবে নরকে।
-হুজুর আমার নয়নের মণি
তার চেয়ে আর বড় কে?

৩।
-কী যে ভালো আপনার লেখা,
পাঠ করি সুখে,
-এসো ভায়া বুকে।
-আমারও যে একখানা বই
এসেছে মেলায়,
কী আর বলিব...
-আরে ভায়া, কিনিব কিনিব।

৪।
আমি হ্যান, আমি ত্যান
আমি কস্তুরি,
আমাকে সেলাম ঠোকা
দস্তুরই।

৫।
আমার ভাইয়ের বিয়ে হলে মাইক ফাটিয়ে গান
বাজাব তাই মনের সুখে খাচ্ছি মিঠাই পান।
কাহার বাপের বুকের ব্যথা, হচ্ছে না কার ঘুম,
আমার তাতে কী এসে যায়, সামলে রাখো কান।

ছবি- অন্তর্জাল

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: তীর্যক লেখা ভাল লাগল।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩২

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, বেস্ট ভাই

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১১

রায়হানুল এফ রাজ বলেছেন: অনুকাব্যগুলো অনেক ভালো লাগলো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৪

তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:২৭

তপোবণ বলেছেন: চমৎকার! কথার হুল দিয়ে কবিতা নির্মাণ। ভাল লাগলো। ৫নং এটা এখনকার দিনে খুব সমস্যা তৈরী করছে। প্রতিবাদ করায় ঢাকায় ৬০ বছরের এক বৃদ্ধকে মেরে ফেলা হলো। আমাদের এলাকার এককালের ফকির ৬/৭ বছর ধরে বড় লোক হয়েছে সে যে এখন কি রেখে কি করবে বুঝতে পারছেনা। এক রত্নি ছেলেকে (১৮ এর আগেই) বিয়ে করিয়ে দিল। সেই বিয়েতে এতো উচু ভলিয়্যুমে গান বাজনা হলো যে এলাকায় টিকাই দায়। আমার ভাই হার্টের রোগি খুব কষ্ট পেলেন সেদিন।

ভালো থাকুন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫

তাশমিন নূর বলেছেন: হ্যাঁ। আসলেই খুব দুঃখজনক ব্যাপার। মানুষের সচেতনতা ছাড়া এগুলো থেকে উত্তরণের হয়ত তেমন কোনো উপায় নেই। যেহেতু এই দেশে আইনের তেমন কদর নেই।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে বোন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, ভাই। ভালো থাকুন।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০২

সুমন কর বলেছেন: তীর্যকগুলোতে কিন্তু ঝাঁজ ছিল........ভালো লিখেছেন। কেমন আছেন?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, দাদা। ভালো আছি। আপনি কেমন আছেন?

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৩

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো পোস্টটি; সবই অপ্রিয় বাস্তব। ধারণাটা চমৎকার! এভাবে আরও আসুক। আন্তরিক শুভকামনা।
(আগের মন্তব্য সঠিকভাবে আসেনি। ওটা ডিলিট করে দিন)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, অর্ক। আসলে অপ্রিয় বাস্তবের অপ্রিয় অনুভূতি থেকেই ছোট ছোট লাইনগুলো ঢুঁ মেরেছে মনে। ভালো থাকবেন।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৫

করুণাধারা বলেছেন: অপ্রিয় বিষয় নিয়ে চমৎকার কবিতা লিখেছেন! খুব ভাল লাগল!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, করুণাধারা। এগুলো নিছক প্রহসনের জন্যই লেখা। কাব্যগুণ রক্ষার বিশেষ চেষ্টা করা হয়নি। তাই কবিতা বলতে নারাজ আছি। তবে আপনার ভালো লাগাকেও সম্মান জানাচ্ছি।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩

আহমেদ রুহুল আমিন বলেছেন: ‘তীর্যক’ অপ্রিয় হলেও সত্য ..! ভাল লাগল বেশ ... ,
অনেকদিন পর পড়লাম লেখা - ভাললাগা অনিঃশেষ..।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০২

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা!

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০

জাহিদ অনিক বলেছেন:

অনুকাব্য তীর্যকসমগ্র-১ ভালো লাগলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, জাহিদ ভাই। ভালো থাকুন।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৫

হাসান মাহবুব বলেছেন: ধার আছে লেখায়।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫

তাশমিন নূর বলেছেন: ছড়ে-টড়ে যায় নি তো? হি হি।

১১| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

আহমেদ রুহুল আমিন বলেছেন: লেখিকার সৃজনশীলতা প্রশংসাযোগ্য.....! দূঃখের বিষয়, ইদানিং তাঁর কোন লেখা চোখে পড়ছেনা...!! আরো লেখা দেখতে চাই ।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৫

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.