নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিহঙ্গ...

তাশমিন নূর

পথ ছাড়া নাই কিছু অনন্ত পথের অন্তর্ধানে।

তাশমিন নূর › বিস্তারিত পোস্টঃ

হারানো প্রেমের মতো

২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৯



বহু বছর আগে হারিয়ে ফেলা কোনো প্রেমের মতোই সামহোয়্যারইন-এর কথা মাঝে মাঝে মনে হয়। আজ কাকে যেন একটা পুরনো গল্পের লিংক দিতে গিয়ে মনে হলো, গল্পটা আছে এখানে। স্ক্রল করে অন্য লেখাগুলোও দেখলাম। দীর্ঘ যে কোনো কিছুর প্রতি মানুষের এখন এক রকম বিতৃষ্ণা কাজ করে। দীর্ঘ গল্প, দীর্ঘ উপন্যাস, দীর্ঘ কবিতা কোনো কিছুতেই যেন আর ঠিক আগ্রহ পায় না বেশিরভাগ মানুষ। জীবন যে ছুটছে দিবানিশি! জীবনের পিছু ছুটতে ছুটতে, অপার ব্যস্ততার সায়রে ডুবে যেতে যেতে মানুষের অনুভূতির প্রকাশগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে আসছে। এমনকি ফেসবুকেও দীর্ঘ লেখা পড়ার প্রতি বড্ড অনীহা দেখা যায়, সেটা বোঝা যায় পোস্টের এনগেজমেন্ট দেখে।

এক সময়ের ব্লগ অভিমুখী মানুষরাও এখন তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। কেউ কেউ কিছুদিন পর সেসব জায়গা থেকেও উধাও হয়ে যায়। তখন এভাবেই, কোনো দগদগে সন্ধ্যায় কাউকে কোনো গল্পের লিংক দিতে গিয়ে মনে পড়ে যায় ব্লগের কথা। হারানো প্রেমের মতো, যেখানে টান নেই কিন্তু স্মৃতি আছে, আর আছে খানিকটা বিরহী সৌরভ। সৌরভ বা সুগন্ধি আবার বিরহী হয় কী করে? থাক, সেসব তত্ত্বকথায় না যাই। এসেছি যখন একটা খবর বলে যাই--
বই তো সেই ২০১৭তেই প্রকাশিত হত। প্রকাশনীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত এক ক্যাচালে পড়ে সেটা আর হয়নি। তারপর আরও চারটি বছর চলে গেল নানারকম হতাশা, বিষণ্নতা, ব্যস্ততা ইত্যাদি মিলিয়ে। এর মধ্যে প্যান্ডেমিক এসে মুখ দেখাল। কিন্তু এভাবে ছিটকে যাওয়ার কোনো মানে হয় না। তাই ২০২২ বইমেলাকে আর রক্ষে দিলাম না। আগে বোধ হয় বইটার কিছু কনটেন্ট শেয়ার করেছিলাম ব্লগে। বইটার নাম 'ডাইনি'। মূল বই- ' The Witches'। রোয়াল ডাল এর উল্লেখযোগ্য বইগুলোর একটি। এই লিংকে ক্লিক করে অনুবাদটার খানিকটা পড়া যাবে- Click This Link

ডাইনির লেখক সম্পর্কে কিছু বলে যাই। এই লোকটা নিজে ছিল অনেকখানি শিশুসুলভ। আর শিশুদের ভীষণ ভালোও বাসতো। নিজের নাতি-পুতিদের জন্য অনেক কেচ্ছা-কাহিনী লিখেছে। সেগুলোই পরে দুনিয়াজোড়া জনপ্রিয় হয়েছে। বড়দের জন্যেও সে লিখেছে। ওগুলো পড়লে আবার কারো মনে হবে না যে, এই একই লোকের হাত দিয়ে এমন সব শিশু-কিশোর সাহিত্য বেরিয়েছে। কিরকম? আচ্ছা, সেগুলোও কয়েকটা মলাটবদ্ধ করব না হয়, তাহলেই বুঝবেন। ডাইনির প্রচ্ছদটা কেমন হয়েছে? রাজীব দত্ত করেছেন। প্রকাশিত হয়েছে পেন্ডুলাম থেকে।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২২ রাত ৯:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ডাইনির জন্য অভিনন্দন।

অনেকদিন পর ব্লগে এলেন, পুরোনোর দিন পথ ধরে। লেখাটা ভালো লাগলো। অনেকগুলো কোটেবল কথা বলেছেন, যার জন্য পড়তে আগ্রহ বোধ করেছি। গল্প ও কবিতায় আপনার হাত খুবই সাবলীল, ডাইনিও সেই মানে উৎরে গেছে বলে আমার বিশ্বাস।

লেখাটা দু'বার এসেছে।

শুভেচ্ছা রইল।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৯

তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইয়া। ত্রুটি ঠিক করে দিলাম।

২| ২৭ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: ওয়েলকাম ব্যাক তাশমিন !
অনেক অনেক ভালো লাগলো ব্লগে দেখে।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১২:০০

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, আপা৷ সময় হয় না, জানেনই তো।

৩| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ১০:১০

ইসিয়াক বলেছেন:

আপনার পোস্টগুলো পড়ছিলাম।

আপনি খুব ভালো লিখেন। আশা করি আবার নিয়মিত লিখবেন।
শুভকামনা রইলো।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১২:০১

তাশমিন নূর বলেছেন: লিখি নিয়মিতই। ব্লগে দেয়া হয় না। ধন্যবাদ পড়ার জন্য।

৪| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ১০:১১

ইসিয়াক বলেছেন:





বইয়ের প্রচ্ছদটা সুন্দর।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১২:০১

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ৷ রাজীব দত্তের প্রচ্ছদ আমারও পছন্দ।

৫| ২৮ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: ৩ নং মন্তব্যকারীর মতো তেল দিতে পারবো না। ইহা সত্য। এবং সত্যটা গ্রহন করাই আপনার জন্য ভালো।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১২:০৪

তাশমিন নূর বলেছেন: আচ্ছা। তেল এম্নিতেই তেমন দেই না। না চুলে, না তরকারিতে। আর এই তেলের আকালের যুগে কেনইবা তেল দেবেন? আপনাকে তাই তেলবিহীন ধন্যবাদ।

৬| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: লিখতে থাকুন নিরন্তর।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১২:০৫

তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ২৯ শে মার্চ, ২০২২ ভোর ৪:১১

অধীতি বলেছেন: অনেকদিন পরে ব্লগে দেখলাম। ডাইনিকে পড়ে দেখতে হবে।

৩০ শে মার্চ, ২০২২ দুপুর ১:০৫

তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ। পড়ে মতামত জানাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.