নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

কপি পেস্ট গল্প

১৩ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:১২



আপডেট: ১৪/০৮/২০২৩
পোস্টে যারা যারা মন্তব্য করে জানিয়েছেন তিনি উক্ত পোস্টটি কপি করেছেন, এটি কপিকৃত পোস্ট। আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো কিছু না জানিয়ে অত্যন্ত সুচতুর ভাবে মন্তব্যগুলো মুছে দিয়েছেন উক্ত পোস্টকারী।


সামহোয়্যারইন ব্লগের পাতায় আজকের পোস্ট ১৩ই আগস্ট ২০২৩। সকাল ১১২৩ লেখক - জনাব মো: এম রহমান পুরুষত্ব (একটি অন্য ধাচের গল্প) পোস্ট দিয়েছেন। যেই লেখাটির অবিকল ক্যানভাস - Canvas ফেসবুকে গ্রুপে এমডি আবুল বাসার নামে একজন পোস্ট দিয়েছেন প্রায় এক বছর পূর্বে তারিখ: ১১ই মার্চ ২০২২।

আমার ধারণা সামহোয়্যারইন ব্লগে জনাব মো: এম রহমানের আজকের লেখাটি ফেসবুকার এমডি আবুল বাসার সাহেব অতীতে টাইম মেশিনে করে গিয়ে ২০২২ সনের মার্চ মাসের ১১ তারিখ ফেসবুকের ক্যানভাস গ্রুপে লেখা কপি করে পোস্ট দিয়েছেন! - ইহা কি কোনোভাবে সম্ভব?


GET WELL SOON (IF)













মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:২১

ফুয়াদের বাপ বলেছেন: গল্পটি ফেবুতে অনেক আগেই পড়েছিলাম, সম্ভ্যবত ফাপরবাজ পেইজে। গল্প ভালো-শিক্ষনীয়। ব্লগে সবার সাথে শেয়ার করাই যায় তবে মূল লেখার লিংক/লেখকের প্রতি কৃতজ্ঞতা লেখা থাকা উচিত।

১৩ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার কাছে গল্পটি ভালো লেগেছে? বুঝতে পেরেছি কেনো এই ধরনের গল্প কপি পেস্ট হয়।

২| ১৩ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

শেরজা তপন বলেছেন: কিছু মানুষের নিজের গল্প নেই- নতুবা লিখতে পারেনা বা চায় না, অথবা কেউ যদি বুঝতে না পারে তাঁকে বেশ উঁচুদরের সাহিত্যিক ভাববে; এইসব ভেবেই কপি পেস্ট করে। রেফারেন্স না দিলে এটা গুরুতর অপরাধ।

১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৯:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



কপি পেস্ট গল্প ধরতে পারা আসলে খুব কঠিন কাজ না। যখনই দেখবেন অত্যন্ত নিম্নমানের প্লটে গল্প লেখা, গল্পে সারমর্ম তেমন কিছুই নেই। ধরে নিতে পারেন উহা ফেসবুক হতে কপিকৃত।

লেখালেখি সহজ কাজ নয়। লেখালেখি যদি সত্যি এতো সহজ কাজ হতো তাহলে আমাদের দেশে পড়ালেখার মান এতো খারাপ হতো না। আপনাকে অশেষ ধন্যবাদ।

৩| ১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৯:২৯

হাসান কালবৈশাখী বলেছেন: বর্তমান যুগে চুরি চামারি করে সাহিত্যিক সাজা সম্ভব না।
ধরা পড়তে ৫ মিনিটও লাগে না।

১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



সকালের নাস্তা কিভাবে করেছি তা লিখতে গেলেও গল্প হয়ে যাবে। তাহলে কেনো অন্যের লেখা কপি/অনুকপি/অনুবাদ করতে হবে? তাছাড়া গল্পের প্লট অত্যন্ত নিম্নমানের। এই গল্প একই প্লটে লেখা গল্প ফেসবুকে কমপক্ষে কয়েক লক্ষ আছে। আপনাকে অশেষ ধন্যবাদ।

৪| ১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৫৪

কামাল১৮ বলেছেন: ফেসবুকে অনেক কিছুই সম্ভব।আমি খুব একটা ফেসবুক দেখি না।তাই কে কি করছে কিছুই বলতে পারবো না।আমি যে কয়জনকে ফলো করি তাদের গল্প বেশ ভালোই মনে হয়।

১৩ ই আগস্ট, ২০২৩ রাত ১০:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমার ফেসবুক আছে, তবে প্রয়োজনীয় ফেসবুক। অপ্রয়োজনীয় কাজে ফেসবুক ইমেইল ব্যবহার করা এক ধরণের পাগলামী। ফেসবুকে ভালো মানের কোনো লেখা সাধারণত থাকে না। এইগুলো বস্তাপঁচা লেখা।

৫| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১:৫০

হাসান জামাল গোলাপ বলেছেন: সব শালা লেখক হতে চাই আর কি! নিজের অক্ষমতা স্বীকার করা অর্থাৎ know thyself উপলব্ধি আসতে অনেকের জীবন পার হয়ে যায়।

১৪ ই আগস্ট, ২০২৩ ভোর ৪:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



লেখালেখি জানলে কি আর I am GPA 5 হতো! এরাই সমাজের কবি লেখক সাহিত্যিক। আশা করি বুঝতে পেরেছেন তারা সমাজে কি বিতরণ করছে।


৬| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: যখন দূর থেকে দেখলাম, ওটা পাথর ছিল
যখন দূর থেকে দেখলাম, ওটা পাথর ছিল
যখন দূর থেকে দেখলাম, ওটা পাথর ছিল
আরে তারপর
যখন কাছে গিয়ে দেখলাম, তখনও ওটা পাথর ই ছিল।

১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:



বাংলা শায়েরী মন্তব্যও কপি করে দিতে হয়? আপনার মন্তব্যটি কপিকৃত। লিংক যোগ করে দিয়েছি।


৭| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:২৩

মোগল সম্রাট বলেছেন:



শেরজা তপন ভাইয়ের মন্তব্যের সাথে সহমত পোষণ করি। চৌর্যবৃত্তি একটি চলমান প্রক্রিয়া ;)

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



এরাই সমাজের কবি গল্পকার সাহিত্য বিশারদ।


৮| ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: চারিদিকে চোর! এমনকি মন্তব্যও চুরি করে লিখতে হয়?

২৯ শে আগস্ট, ২০২৩ রাত ১১:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



মন্তব্যও চুরি / কপি করা যায়! এটিও একটি ফরম্যাট। আশ্চর্য হওয়ার মতোই বিষয়। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.