নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা সোনালী দিনের লেখক ও ব্লগার

১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১০



নানান সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানন ব্লগে সোনালী দিনের ব্লগার লেখক কবি সাহিত্যিক গল্পকার প্রবন্ধকার অন্ধকার খন্দকার আছেন! তারা মাঝে মাঝে সামাজিক যোগযোগ মাধ্যম সহ ব্লগে দয়াকরে উঁকি দিয়ে থাকেন। দয়াকরে একটি পোস্ট দিয়ে থাকেন। সেই পোস্টে লেখা থাকে: -

“আপনাদের প্রতি দয়াকরে, - ১০ বছর পর ফিরে এসেছি / ১২ বছর পর ফিরে এসেছি / ১৪ বছর পর ফিরে এসেছি। ব্লগ ফেসবুক আগের মতো নেই। হতাশা, আফসোস ইত্যাদি।” সমাপ্ত।।

আশ্চর্য বিষয়, একই লেখা একই চিন্তায় ১০/১২/১৪ বছর পর ফিরে আসেন। - অনেকেই উক্ত পোস্টে ওয়েলকাম ব্যাক / শুভ কামনা / সাথে থাকুন / সাথে আছি - ইত্যাদি মন্তব্য করে থাকেন ও মূল্যবান লাইক বাটন চেপে দেন।

পুরোনো দিনের ব্লগার! সোনালী দিনের ব্লগার! - ফিরে এসেছেন, সাথে করে নিশ্চয় সোনা রোপা নিয়ে এসেছেন! অথবা নিদেনপক্ষে ব্রোঞ্জ! সমস্যা হচ্ছে, তাদের এই দয়াবান্ধক পোস্টগুলোতে গিয়ে পড়ার মতো কিছুই থাকে না। এই পোস্টগুলো দীর্ঘদিন যাবত দেখে আসছি। নতুন কিছু নেই। পড়ার মতো কিছু নেই। মন্তব্য করার মতোও কিছু নেই। পোস্টে বেশ কিছু ওয়েলাকম ব্যাক মন্তব্য ও পোস্টে বেশ কিছু লাইক নিয়ে উক্ত সোনালী দিনের ব্লগার লেখক কবি সাহিত্যিক গল্পকার প্রবন্ধকার অন্ধকার খন্দকার আবার ডুব দেন। সাথে ডুবে যায় উক্ত পোস্টে অনুপ্রেরণামূলক ওয়েলকাম ব্যাক মন্তব্য ও মূল্যবান লাইক বাটন। বলা যেতে পারে মন্তব্য ও লাইকগুলো জলেই ডুবে।

সোনালী দিনের ব্লগার লেখকের পূর্বের পোস্টে ফিরে গেলে দেখা যেতে পারে অধিকাংশ পোস্ট কপিকৃত / সংগ্রহীত (সংগ্রহীত কথার অর্থ কি, আমি সঠিক জানিনা। লেখা / পোস্ট সংগ্রহীত বলতে কি বুঝাতে চেয়েছেন - এটি কপিকৃত! নাকি তিনি দয়াকরে কোনো দুর্গম এলাকার দুর্লভ বই হতে সংগ্রহ করে নিয়ে এসেছেন!) বাকী পোস্টগুলোও পড়ার মতো কিছু নেই অথবা সেইগুলোও - “কিছু লিখতে পারবো কিনা জানিনা তবে পড়বো” - উক্ত পোস্টে হাজার খানেক মন্তব্যের একজন মন্তব্যকারী - এই টাইপ। একবার এমনই কোনো এক ব্লগে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন একটি পোস্ট দিয়েছিলেন - “ওরে আমি লেখতে পারতেছি রে” - এই এক লাইন, এটিই আস্ত একটি পোস্ট! ব্যাস! সোনালী দিনের লেখক ও সোনালী দিনের ব্লগারের একটি মহা মূল্যবান পোস্ট। গন্ডায় গন্ডায় মন্তব্য ও লাইক নিয়ে তিনিও ডুব দিয়েছেন। আবার কোনো একদিন হয়তো ভেসে উঠবেন। সঠিক জানিনা।

দুঃখজনক বিষয়, আমার লিখতে বেশ কষ্ট লাগে। এমন মূল্যবান পোস্টে কষ্ট করে মন্তব্য করার মতো শ্রম আমি কখনোও দিতে পারিনি। সবাইকে ধন্যবাদ।




ছবি: Gold

আগামী পোস্ট: “রাষ্ট্র যখন বিব্রত” (আমাদের সরকারি চাকরিজীবি তথা সরকারি কর্মকর্তাদের নিয়ে রাষ্ট্র যখন বিব্রতবোধ করে। ইউনিফর্ম পড়ে শপথ নিয়ে কি ডিউটি করেছেন? এই বিষয়ে ছোট একটি পোস্ট।






মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৩

সোনাগাজী বলেছেন:


উনারা আসেন, আবার চলেও যান।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভিসা আছে, কিন্তু কোনো কাজ নেই। এই হচ্ছে অবস্থা। তাই আসেন আর চলে যান।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৯

নয়ন বড়ুয়া বলেছেন: এইভাবে তো ভেবে দেখিনি!

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমিও ভেবে দেখিনি। আজই ভেবেছি। আর তাই এই লেখা। বিশেষ এমন কিছুই না।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৬

খায়রুল আহসান বলেছেন: "আসা-যাওয়ার পথের ধারে
গান গেয়ে মোর কেটেছে দিন।
যাবার বেলায় দেব কারে
বুকের কাছে বাজল যে বীন॥
সুরগুলি তার নানা ভাগে
রেখে যাব পুষ্পরাগে...."

আপাততঃ এই গানটির চরণগুলোই মনে উদয় হলো।

কেউ আসে, কেউ যায়
কেউ চুপচাপ পাঠ করে
নীরবে চলে যায়।
বাকিরা রয়ে যায়,
হৈ চৈ করে,
বিবাদে বচসায় লিপ্ত হয়।
তারাও আবার একদিন,
অলখে চুপচাপ হয়ে যায়।

কেউ যায় এখান থেকে ওখানে,
কেউ যায় একেবারে সেখানে।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



মহা বিপদ। আপনি তো বেশ ভালো কবিতা লিখে দিয়েছেন। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।


৪| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৮

জুন বলেছেন: বিশেষ করে বই প্রকাশের সময় এসে বলেন ওরে আপু আপনার তো অনেক লেখা না পড়া আছে দেখছি। এবার এসে সময় করে সব একে একে পড়ে নেবো।
তারপর তারা আর আসে না :(

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি এখন ব্লগে প্রায় অনিয়মিত বলা যায়। কিন্তু আমি নিয়মিত পোস্টগুলো পড়ি। হয়তো মন্তব্য করতে পারি না। আর সমস্যা হচ্ছে আমি কম্পিউটার ছাড়া লেখালেখি করতে পারি না। সেলফোনে বা ট্যাবে শুধু লেখা পড়তে পারি, মন্তব্য করতে পারি না।

সামহোয়্যারইন ব্লগে বই প্রকাশের কথা বলে ব্লগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে খুব কম ব্লগারকেই দেখেছি।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৮

এক চালা টিনের ঘর বলেছেন: Mr Thakur,







i pressed the most valued like button in this post.Unfortunately u r right. All the old bloggers thinking new bloggers are nothing but a bullshit. You know what? If i write more than these worlds i can b ban. In da month of December a golden blogger started "Tui-Tukari in Bengali" first to a not golden blogger. When that non golden blogger treated him in the same languages he treaded by the golden, he had been baned.

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:



দুইজনই hot tempered মানুষ। কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। এতে করে অনেক অনেক ভালো গল্প লিখতে গিয়েও ভালো লেখাগুলো লেখার আর মন সায় দেয় না। লেখালেখি থেকে দূরে থাকি।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৮

কামাল১৮ বলেছেন: আজকের ব্লগার একদিন সোনালী দিনের ব্লগার হবে।১০/১২/১৪ বছর পার হতে দিন।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



নাহ, যারা একবার সোনলী দিনের ব্লগার টাইটেল পেয়েছেন, তারা আর এই টাইটেল হাতছাড়া করবেন? করবেন না।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

৭| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪১

বিজন রয় বলেছেন: যাওয়া-আসা এই তো নিয়ম।
এটাতে তো কারো ক্ষতি হচ্ছে না।
সহজভাবে নিলেই হলো।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



না, অবশ্যই কঠিনভাবে নিতে হবে। অনেক ক্ষতি হচ্ছে। এতো এতো ফিডব্যাক নিয়ে হারিয়ে যাবেন! মজা নাকি? তাহলে, এই মজা আমরাও নেবো। তখন কেমন হবে?


আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

৮| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৮

নীলসাধু বলেছেন: জুন
আপনাকে যারা এই মন্তব্য করে তারা তো সোনালী রুপালী তামা কোন গ্রুপেই পরে না।
হা হা B-)

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমিও কিন্তু একজন “জুন”। ভোর সকালে খেজুরের রস ঘন জাল দেওয়া ফিরনি। চাল হতে হবে অবশ্যই পাহাড়ি বিন্নি চাল। খেয়ে দেখতে পারেন, মনে রাথার মতো একটি খাবার। এই ফিরনি খেজুরের গুড় দিয়ে তেমন ভালো হয় না। তবে কলসের ঝোলা গুড় হলেও ভালো হয়।


৯| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫০

নীলসাধু বলেছেন: আপনি কোন গ্রুপে পরেন? সোনালি রুপালি তামা ব্রোঞ্জ নাকি পিতল কাঁসা ?

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি ব্লগের কোনো গ্রুপেই নেই। যে কোনো প্রিয় তালিকা, প্রিয় গ্রুপে শত সহস্র নাম দেখবেন - দুরবিন দিয়েও আমার নাম খোঁজে পাবেন না। ব্লগে আমার বন্ধুও নেই শত্রুও নেই।

মানুষ হিসেবে আমি প্রস্তর যুগের মানুষ। ব্লগের কেউই ভুত বিশ্বাস করেন না। আমি ভুত দেখেছি, একবার দুইবার না, অসংখ্যবার। ঐযে বলেছি প্রস্তর যুগের মানুষ। তাই নানান কিছু দেখতে হয়েছে, দেখেছি।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১০| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৬

শেরজা তপন বলেছেন: আমিও দেখছি এমন মাঝে মধ্যে। অভিনন্দন সাধুবাদ জানাচ্ছি। কেউ কেউ থেকে যাচ্ছে কিন্তু বেশীরভাগের আর হদিস মিলছে না। :) আফসোস !!!

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



হঠাৎ করে উদয় হোন বেশ কিছু মন্তব্য ও লাইক নিয়ে হারিয়ে যান। কেনো তাঁরা এই কাজটি করেন তারাই ভালো জানেন। হয়তো এই কাজে বিশেষ কোনো মজা আছে। ভিটামিনিও আছে। চিন্তায় চিন্তায় মাথার সব সাদা চুল কালো হয়ে যাচ্ছে।

আপনার প্রতি আমার বেশ কিছু অভিযোগ আছে। এখন কিভাবে জানাই ভাবছি! আপনার সাথে আমার মেইলিং যোগযোগ ব্যবস্থা নেই। ভাবছি, একটি গল্প লিখবো অথবা প্রবন্ধ। - এখন আপনি বুঝবেন কিনা জানিনা। চেষ্টা করে দেখি।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৪

নিমো বলেছেন: উনারা ভাষার মাস উপলক্ষে আয়োজিত আসন্ন বই ব্যবসার জন্য প্রসব বেদনায় কাতর হয়ে আসেন। অবশেষে প্রসবিত অশ্বডিম্বের বেচা-কেনার ভাবগতিক দেখে কেটে পড়েন। অবশ্য সর্বকালের সেরা সোনালী ব্লগারের একটি পোস্ট আছে আখেনাতেনের রক্তপাত ও মৌলবাদিতা নিয়ে,যদিও প্রমাণহীন। ব্লগের সোনালী তোষামোদকারীরাও সেই হাস্যকর পোস্টকেও করেছে, কিংবদন্তিতূল্য!

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:



বই বিক্রির যেই চেষ্টা এইখানে আমার কিছু অভিযোগ অনুযোগ আছে। বই প্রকাশের কথা বলে খুব কম ব্লগারকে দেখেছি যারা সামহোয়্যরাইন ব্লগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন! অনেক অনেক শুভ কামনা ও ওয়েলকাম ব্যাক জানিয়েও কিন্তু তাঁদের নিয়মিত অনিয়মিত করা যায় না। তারা আবারও ডুব দেন।

তোষমোদকারীদের আমি খুব কাছাকাছি দেখেছি। তাদের হাসি ড্রাকুলার চাইতেও ভয়ংকর। কখনো সময় সুযোগ হলে লিখবো এই বিষয়ে।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১২| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৪৬

ডঃ এম এ আলী বলেছেন:



যেমন করেই হোক পুরানো দিনের কিছু ব্লগারের সাথে কিছুটা পরিচয়তো হয়ই ।
তবে সে পোষ্টের প্রথম দুএক কথা পাঠেই বুঝা যায় নতুন বোতলে পুরানো মদ।
বাছ! ঐটুই যথেষ্ট ,তৎপর নো লাইক বাটন এন্ড বেক টু দি প্যভেলিয়ন ।

ভাল এ্কটি বিষয়ে সঠিক অনুধাবনের জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল

১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:



বেশ কিছু লেখা মনে মনে ঠিক করা, কিছু পোস্ট ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশ ড্রাফটে লাইনের পর লাইনও ঠিক করা আছে। কিছুটা ক্লান্ত কিছুটা ব্যস্ত আর কিছুটা অলসতায় আর লেখা হচ্ছে না। আশা করছি খুব শীঘ্রই লেখাগুলো পোস্ট করতে পারবো বাদবাকি আল্লাহ ভরসা।

আপনার প্রতিও শুভেচ্ছা রইলো।

১৩| ১৮ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৩১

রোকসানা লেইস বলেছেন: ব্লগে অনেকেই ব্লগ করেন টঙ দোকানে বসে যেমন আড্ডা হয় তেমন।
হালকা পাতলা কথা বা রাজনীতির হাতি ঘোড়া মারা বাঙালি স্বভাব । ফেসবুকে যেমন জন্মদিন বা খাবারের পোষ্টে হামলে পরে সবাই। অথবা কোন পোষ্টে হাজার কয়েক আমিন লেখা থাকে তেমনই হয়ে গেছে ব্লগারদের ফেসবুকিও আচরণ। গুরুত্বপূর্ণ লেখা সুন্দর লেখায় কোন মন্তব্যও পরে না।
ওয়েলকাম ব্যাকদের স্বাগতম জানাতে গিয়ে পাশে থাকা দারুণ পোষ্টটি হারিয়ে যায়।
জন্মদিনের আনন্দ নিয়ে সোনালীরা হারিয়ে যান।
ভালো বিষয়ের উত্থাপন করেছেন। ধন্যবাদ

১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



প্রিয় বোন, সালাম নিবেন। আপনার মন্তব্য পড়ে আমার খুব মজাদার একটি ঘটনা মনে পড়ে গিয়েছে। আশা করছি পোস্ট আকারে লিখবো। ফেসবুকিং আর বুককিপিং যে কোন পর্যায়ে ছিলো আর আছে আর ভবিষ্যতে যাবে মনে হয় বিপদজনক অবস্থা।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

১৪| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:০১

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,




সোনালী বা রূপালী দিনের লেখক ও ব্লগার নিয়ে সত্য উচ্চারণটিই করেছেন। সঠিক পর্যবেক্ষন।

১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



যেমন আমাদের দেশে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে শপথ পাঠ করা হয় - “যাহা বলিবো, সত্য বলিবো, সত্য বৈ মিথ্যা বলিবো না”। অনেকটা এমনই বলা যেতে পারে।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১৫| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৭

জুন বলেছেন: @নীলসাধু আমি সোনালী রূপালী কিছুই নই, আমি মেলামাইন যুগের :||

১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভালো কথা মনে করেছেন, মেলামাইন থালা বাসন বাটি বোল দেখার মতো ছিলো, খুবই দৃষ্টি নন্দন ডিজাইন, হরেক রকমরে বাহারি রঙে ফুল ফল লতা পাতা। এই বিষয়েও পোস্ট লিখতে হবে ভাবছি।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১৬| ১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


তাদেরকে হাতেপায়ে ধরে নিয়ে আসতে হবে দেখছি।
চেষ্টা নিতে হবে মনে হয়।

১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



কম্পিউটার কী-বোর্ড ধরে টানাটানি করতে হবে। কী-বোর্ড ধরে যদি টেনে আনা যায় সেই চেষ্টা করে দেখা যেতে পারে।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১৭| ১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান, সবাই বলে আগে কি সুন্ধর B-)) (সুন্দর নয়) দি কাটাইতাম।এটা দোষের নয়। অতীত সব সবময়ই সবার হয়ত ভাল হয়নি বা থাকেনা তবে এ জাতীয় ঘটনায় সবাই ভালটাই বলে থাকে । কি আর করা । এটাই জীবন।

সামুর সোনালী যুগ আমি দেখিনি এবং না এর সোনালী কোন লেখককে জানি।
বড়ই আফসোস।
যদি আরো আগে সামুতে আসিতাম তবে ---------------------

১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



সোনালী দিনের ব্লগার বা সোনালী দিনের লেখকগণকে আমিও চিনি না। আগে আসলে কিছুই হতো না। এমনিতে আপনি কম লেখালেখি করেন নি। যা লিখেছেন কম না। ভালোই লিখেছেন। +++

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১৮| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: একদল আসবে। একদল যাবে। এটাই নিয়ম। যে যে আমলে ব্লগিং করেন তার কাছে তার আমলটাই সেরা।
আমি কোনো যুগে আটকে থাকতে চাই। ভালো যুগ, মন্দ যুগ, সোনালী যুগ- আমি ভাই এসব যুগের মধ্যে নাই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি শাহেদ জামাল নিয়ে লিখুন। তাঁকে নিয়ে সমগ্র ঢাকা দেখুন। মানুষ দেখুন মানুষের জীবন যাপন দেখুন।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১৯| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ঐসব পুরনো ব্লগারদের লেখার ভাষা কেমন যেন কৃত্রিম!!!

ধন্যবাদ নিরন্তর।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:


অনেকে হয়তো ভালো লিখেছেন! - তবে আমি কখনো তা পাইনি।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।


২০| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৬

শেরজা তপন বলেছেন: আপনি আমাকে মেইল করতে পারেন;
[email protected]
যে কোন অভিযোগ অনুযোগ জানাতে পারেন অকপটে সমস্যা নেই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি আপনার সাথে যোগাযোগ করবো। অথবা ব্লগেই আপনাকে উৎসর্গ করে লিখে দিবো।
আপনাকে আবারও ধন্যবাদ।

২১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমি নিজেও প্রায় ৭ বছর পর ব্লগে নিয়মিত আসা ও লেখা শুরু করলাম। বিশ্বাস করেন আমার এই বইমেলায় কোনো বই বের হচ্ছে না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমার মনে হয়, বই লিখতে হলে আপনার আরও সময় নিতে হবে। এখনও বই লিখার মতো সময় আপনার হয়নি।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.