নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈশিষ্ট্যহীন একজন মানুষ।

মোটা ফ্রেমের চশমা

বলার মতো কিছু হতে পারিনি এখনো

মোটা ফ্রেমের চশমা › বিস্তারিত পোস্টঃ

কিছু না করার ক্লান্তি বা বিষন্নতা

০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১০

বিষণ্ণতা ছুঁয়ে যায় আমাকে
ক্ষনে ক্ষনে, প্রতি কদমের পথচলায়
বৃষ্টির ফোঁটায়, শিশিরের ঝরে পড়ায়
ছুঁয়ে যায় শিরায় উপশিরায়
ক্ষনে ক্ষনে, প্রতিবারে।
আমাকে।

ঘুম চলে আসে পায়ে পায়ে
ভোর কিংবা অন্ধকারের কুয়াশায় গা ঢেকে।
ঘুম পাড়িয়ে দেয়
অবসরের ক্লান্তিতে ভেঙে পড়া আমাকে
কেড়ে নিয়ে বিষন্নতা, প্রতিবারেই।

দিন চলে যায়, দিন এসে যায় নতুন করে
রয়ে যায় আড়মোড়া ভেঙে ফেলা
এক কাপ চায়ের বদলে ধোঁয়া ওঠা বিষন্নতা।

কেউ এসে বলে যায়নি
কেন পিছু ছাড়েনি ক্লান্তি। হয়তোবা-
কুয়াশা নিজেই ঢেকে যায় প্রতিদিন বিষন্নতার চাদরে।
একটুও না জানিয়ে।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৫

সুমন কর বলেছেন: বিষন্নতা দূর হয়ে যাক...ভালো লাগল।

০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

নিরাপদে থাকুন।

২| ০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৩

শায়মা বলেছেন: ভাইয়া

যদিও এখন সবার মনই বিষন্নতায় ভরা।


তবুও ভালো থাকো।

০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: চারিদিকে এত রক্ত আর হতাশা-আতঙ্ক দেখতে দেখতে ক্লান্ত লাগে আপু।

আপনিও ভালো থাকুন আর প্রিয়জনের সাথে থাকুন এই বিপদের সময়।

৩| ৩১ শে জুলাই, ২০১৬ রাত ২:২৫

জেন রসি বলেছেন: সব অসুন্দরের বিরুদ্ধে যুদ্ধ চলুক।

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ২:১২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: অসুন্দরের গর্জন আজকাল একটু বেশিই। যুদ্ধে সুন্দরের দল পিছিয়ে গেছে।

৪| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো কবিতা।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ আপনাকে কবি।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৩২

ভ্রমরের ডানা বলেছেন:
বিষণ্ণতা মুছে যাক!

১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ।

শুভকামনা জানবেন।

৬| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ২:৩৫

অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর।

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ২:৪৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আরেহ! আমিতো আপনার ব্লগে তো ঘুর ঘুর করছি! আমারটায়ও ঢুঁ মেরে দিলেন দেখি!

প্রশংসা মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ অতঃপর হৃদয়।

শুভরাত্রি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.