নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈশিষ্ট্যহীন একজন মানুষ।

মোটা ফ্রেমের চশমা

বলার মতো কিছু হতে পারিনি এখনো

মোটা ফ্রেমের চশমা › বিস্তারিত পোস্টঃ

আমন্ত্রন

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ২:০৭



যাবার বেলায় পথ ফিরে কি চাইবে? শুধু একবার?

যে পথে হাঁটা হয়নি, হাঁটবে কি একটিবারো?
কেউ জানার আগে, ঘুম ভেঙে ঘর থেকে পালিয়ে
ভোরের শিশির ভেজা ঘাসে চুপি চুপি পা ফেলে
ঘুম ঘুম চোখে হাঁটব আমরা বহুদূর। কেবল দুজনে।
শেষবারের মত।

আসবে? যে পথে হাঁটা হয়নি, সে পথে?
ফর্সা দুটো পায়ের ছোট ছোট কদমে ফেলে আসা অতীতের চিহ্নে
ঠিক খুঁজে নেব হারিয়ে যাবার রাস্তা।

গল্প হবে, খুনসুটি হবে, রাস্তার মাঝে ভালোবাসাও হবে
রাগ হবে অভিমান হবে কিংবা একটু স্পর্শের লোভও হবে।

আসবে তো?

ক্লান্ত হলে বসে পড়বো ঘাসের চাদরে, ভালোবাসা মুড়ি দিয়ে
সুর্য ওঠার অপেক্ষায় হাতে হাত রেখে মুঠি করে।
লাল সুর্যটা রঙ মাখাবে তোমার টোল পড়া গালের ভাঁজে
লাল? সেতো কামনার রঙ। তৃষ্ণার্ত প্রেমিক অজুহাতে খুঁজব উষ্ণ ঠোঁট।

হাঁটবে? যে পথে হাঁটা হয়নি একসাথে?
শেষবারের মত।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৫

চিন্তিত নিরন্তর বলেছেন: এমন আকুতি ফেরাবার নয়।

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:০০

মোটা ফ্রেমের চশমা বলেছেন: যার ফিরিয়ে দেবার ভয়, সে-ই ফিরিয়ে দেবে।

২| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৪

টাইম টিউনার বলেছেন: শেষ বারের মত ..... নাহ বার বার হাটার সুযোগ পান সেই প্রত্যাশায় ।

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ টাইম টিউনার।

অধরা থেকে যাওয়া কিছু ব্যাপারও কিন্তু অনেক সময় সুন্দর স্মৃতিরও জন্ম দেয়।

৩| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪০

ইমরান আল হাদী বলেছেন: অবশ্যই হাটবেন সে প্রত্যাশা রইল।
কবিতায় সুন্দর প্রকাশ।

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ ইমরান আপনাকে।

৪| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫১

আমি এক দুঃখ ওয়ালা বলেছেন: ভাই এত কষ্টের মাঝে আর কষ্টের পোস্ট করিছ না,,,,,বুকের মাঝে অনেক কষ্ট,,,বুঝতে পারিনা কি মন্তব্য করবো,,,।

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: করেই ফেলেছেন!
তা দুঃখের ফেরিওয়ালা এত কষ্ট নিয়ে আছেন কিভাবে? ঝেড়ে ফেলেন না কিছু? নতুন কিছু কষ্টের জায়গা হতো।

৫| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১০:৩২

আমি এক দুঃখ ওয়ালা বলেছেন: আমার জীবন টা ভরে গেছে দুঃখের কারনে,,,,, একটা দুঃখ চলে গেলে ৩ টা দুঃখ এসে ভিড় জমায়,,,,,, কয়টাকে জায়গা দেই বলেন

০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:৫০

মোটা ফ্রেমের চশমা বলেছেন: একটাকেই জায়গা দেবেন। সবকয়টা নিয়ে চিন্তা করতে গেলেই সমস্যায় ভুগবেন।

৬| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:২৫

জেন রসি বলেছেন: বাহ! বেশ চমৎকার :)

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৩৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: থ্যাঙ্কিউ থ্যাঙ্কিউ :``>>

৭| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:০৯

শায়মা বলেছেন: এই লেখার লিংক দিয়ে দাও তাকে নইলে তার ঠিকানা দাও আমি জিগাসা করে আসি আসবে কিনা ভাইয়া!!!!!!!!:)

তবে কবিতা ইজ এক্সসেলেন্টো!!!!!! :)

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:৩৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ঐ দূর পাহাড়ের ধারে, দিগন্তের পাড়ে তার বাড়ি।

যাও এবার গিয়ে জিজ্ঞেস করে দেখো মেমসাহেবের মন গলে কিনা।

অনেক দিন পরে কিছু লিখতে পেরে ভালো লাগছিলো নিজের কাছেই :``>> তার উপর তোমার এমন কমেন্ট! :D ঘুমাতে যাওয়ার আগে খুশি হয়ে গেলাম :)

৮| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:৪২

শায়মা বলেছেন: হায় হায় সে আবার পাহাড়ী কইন্যা নাকি!

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:৪৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আরেহ না! তুমিও না!!
তার কাছে পৌঁছানো আর পাহাড় পাড়ি দেয়া একি কথা। আর আমি পাহাড় বাইতে পারি না :(

৯| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:৫৫

শায়মা বলেছেন: আহালে ভাইয়াটা। শুনো তার কাছে পোছাতে পাহাড় সাগর বন জঙ্গল যাই পাড়ি দিতে হোক দেবে।

আরে আগের দিনে রাজকুমাররে গল্প পড়োনি? টগবগ টগবগ ঘোড়া, তলোয়ার, গজমোতির মালা, শুক সারি। কিসের ভয় আর?

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: নাহ! নিমাই ভট্টাচার্যের মেমসাহেবরা ধরা ছোঁয়ার বাইরেই থাকে। জানো না?
তাদের জন্যই যত কবিতা। এর জন্যই প্রেম এত সুন্দর।

১০| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৯

আমি এক দুঃখ ওয়ালা বলেছেন: ভাইয়া ২ আগস্ট এমন এক দুঃখ কে জায়গা দিয়েছি যে, অতিতের সব দুঃখ পালিয়ে গেছে,,,এবং বলেছে যে, আবার নাকি আসবে সেই ভাবেই,,,,তখন নাকি তাদের আমার কাছ থেকে দুর করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কেউ রাখবে না,,

০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আল্লাহই সব দূর করবেন ইনশাআল্লাহ! নিজেকে শক্ত রাখুন।

১১| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৫

মেহেদী রবিন বলেছেন: অনেক সুন্দর কবিতা।

০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: তারচেয়েও অনেক বেশি ধন্যবাদ আপনাকে রবিন ভাই। পাঠক পড়লেই আমার লেখার সার্থকতা, আর সেখানে প্রশংসা করলে তো কথাই নেই।

১২| ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০০

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় খুব ভাল লেগেছে। প্লাস +++

১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: কষ্ট করে ব্লগ ঘেঁটে কবিতা পড়ায় খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে।

১৩| ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৭

আহমেদ জী এস বলেছেন: মোটা ফ্রেমের চশমা ,



এমন আকুতি নিয়ে শুধু শেষবারের মতো হাটবেন ? অর্থাৎ মাত্র একবার ! চিরকালের জন্যে নয় কেন ?
কেন গাইবেন না --- এই পথ যদি না শেষ হয় ............ ?

১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: কিছু কিছু জিনিস একবারের জন্যই যথেষ্ট। না পাওয়ার চাইতে একবার পাওয়া অন্তত সান্তনা হিসেবে থাকবে বাকি জীবন।


আপনার এমন ভাবনার মিশেল মন্তব্য দেখে কবিতাটা লেখা সার্থক মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ২:৩৫

অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ ভাইয়া।

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ২:৪৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: এত গভীর রাত্রিতে পাঠক ব্লগবাড়িতে উঁকি দিলে খুব খুশি লাগে।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.