নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেবুলা মোর্শেদ

মেঘ মুক্ত রাতের আকাশ দেখতে ভালবাসি,আর ভালবাসি ছবি তুলতে।

নেবুলা মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

রুপের দেবীকে পর্যবেক্ষন ( ২য় পর্ব)।

১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

দিবাভাগে পর্যবেক্ষনঃ পরিস্কার মেঘমুক্ত আকাশে বছরের অধিকাংশ সময়ে শুক্রকে খুঁজে পাওয়া যেতে পারে-যদি জানা থাকে এর অবস্থান কোন দিকে। (তবে লক্ষ্য রাখবেন সূর্যের দিকে যেন চোখ না যায়)।হালকা কুয়াশা অথবা অলক(Cirrus) মেঘমালা টেলিস্কোপে সৃস্ প্রতিবিম্বে তেমন তেমন সম্যসা সৃস্টি করবে না।উপরন্তু এগুলোর উপস্থিতি গ্রহের তীব্র উজ্জলতা কমাতে সহায়ক ভূমিকা পালন করে।



দিবাভাগে পর্যবেক্ষনের সবথেকে ভালো সময় হলো সূর্যোদয় হতে মধ্য সকাল পর্যন্ত এবং অনুকুল আবহাওয়ায় প্রতি ইঞ্চিতে ৫০x বা ৮০x



বিবর্ধন ব্যবহার করা যাবে।
যদি উপরোক্ত ব্যবস্থাগুলো অনুসরন করা যায় তবে মাত্র ৭৫ মিঃমিঃ ব্যাসের টেলিস্কোপেও শুক্রের পৃস্টস্থ বৈশিস্ট্যসুচক চিহ্ন পর্যবেক্ষন করতে পারবেন।
আবহমন্ডলের বৈচিত্র্যঃ আপনি যত উন্নত টেলিস্কোপ এবং ভালো আবহাওয়ায় পর্যবেক্ষন করুন না কেন শুক্র গ্রহের দিকে তাকালে প্রথমে দখা যাবে গ্রহের মেঘমালার কিছু ঈষদন্ধকার (Dusky) চিহ্ন।এক্ষেত্রে ব্যক্তিবিশেষে পর্যবেক্ষনের পার্থক্য হওয়ার সম্ভাবনা থাকে শুক্র গ্রহের



বৈশিস্ট্য যেহেতু বৃহস্পতি বা মঙ্গলের মতো এত স্পস্ট নয়,তাই যে সকল আইপিস ড্রয়িং শুক্রর ক্ষেত্রে করা হয়-তা মূলত গ্রহের সাথে আকশের পটভূমির কনট্রাস্ট এর প্রতিফলন।
তবে,যে সকল বৈশিস্ট্য ভ্রান্ত বলে মনে হবে সেগুলো উচ্চ বিবর্ধনে (৪০০x) স্পটতা হারিয়ে ফেলবে।আবার কিছু স্পট বা চিহ্ন একটি চার ইঞ্চি টেলিস্কোপে স্পস্টভাবে প্রতীয়মান হলেও তা মাঝে মাঝে একটি দশ ইঞ্চি টেলিস্কোপে দেখা যায়না-যদি সেগুলো সর্ম্পুন নিশ্চিহ্ন না হয়।



শুক্র গ্রহের আপাতঃ প্রান্তভাগ (আপাতঃ বলা হচ্ছে কারন মূল পৃস্টঠি মেঘ দিয়ে আবৃত)স্পস্ট এবং একদম পরিস্কার টেলিস্কোপে ভেসে উঠবে যদি আপনি একটি লাল (Wratten 23 ও A 25) অথবা কমলা ফিল্টার (Wratten 21)ব্যবহার করতে পারেন।এ সকল ফিল্টারে গ্রহটির দক্ষিন মেরু অঞ্চলের অন্ধকারাচ্ছন্ন এলাকাও দখা যাবে।কিছু বিশেষ ক্ষেত্রে গ্রহে কিছু লোহিত সংবেদনশীল এলাকাও দৃস্টিগোচর হয়।এ ধরনের এলাকা সমন্বিত আলোতে (অর্থাৎ সাদা আলোতে) দেখা যাবে না-শুধু লাল আলোতে উজ্জল কিছু স্পট হিসেবে আবির্ভূত হবে।কিছু স্বল্প কনট্রাষ্ঠ বিশিষ্ঠ চিহ্ন হলুদ আলোতে (Wrtten 8,12,15) ফিল্টারে সনাক্ত করা যায়,যেগুলোর অবস্থান আপাতঃভাবে স্থির।



একটি হালকা হলুদ-সবুজ ফিল্টার ( Wrtten 111) দিয়ে কখনও কখনও ছোট ছোট ফুটকি (Flecks)দেখা যায় যেগুলো দেখে সম্পূর্ন গ্রহটিকে দানাদার (Granulated) আকৃতির মনে হয় (অনেকটা সূর্যের পৃষ্ঠের মতো)
বর্তমানে শুক্র গ্রহটিকে সন্ধ্যার পড়ে পশ্চিম আকাশের দিকে তাকালে দেখতে পাবেন।

চলবে...............


মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.