নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেবুলা মোর্শেদ

মেঘ মুক্ত রাতের আকাশ দেখতে ভালবাসি,আর ভালবাসি ছবি তুলতে।

নেবুলা মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

নাইন।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৪

'নাইন'
ক্লাউড টুমবা প্লুটো (১৮ ই ফেব্রুয়ারি
১৯৩০) আবিস্কারের পরেও অনেক গবেষক
এবং জ্যোতির্বিদরা ধারনা এবং
মনে করতেন, আমাদের সৌরজগতে আরো
একটি বিশাল আকারের গ্রহ আছে।
কিন্তু এর উপরে কোন তথ্য প্রমান কেউ
দিতে পারেন নি।
২০১৪ সালে ক্যালটেকের
(ক্যালির্ফোনিয়া ইনিস্টিউট অফ
টেকনোলজির) জ্যোতির্বিদরা এ
সর্ম্পকে প্রথম ধারনা দেন।
তাদের মতে নেপচুন গ্রহের বাইরে যে
সব মহাজাগতিক বস্তু আছে এই গ্রহটির
অবস্থান সেইখানে (ট্রান্স
নেপচুরিয়ান অবজেক্ট -TNOs)।
২০ শে জানুয়ারি ২০১৬ তে এসে
ঘোষনা দেয়া হয় যে পূর্বের ধারনা
অনুযায়ী সেই গ্রহটি আরো দুরে
আমাদের আন্ত:সৌরজগতের বাইরে,
কুইপার বেল্টের পিছনে এর অবস্থান।
এখানে উল্লেখ্য যে সরাসরি
পর্যবেক্ষনে এই গ্রহটি এখন পর্যন্ত দেখা
যায়নি। কম্পিউটারে সৌরজগতের
দূরবর্তী বিভিন্ন বস্তুর চলাচল বিশ্লেষণ
করে এই দাবি করা হচ্ছে।
সূর্য থেকে গ্রহটির সর্বোচ্চ দূরত্ব Aphelion)
১২০০ এ ইউ (AU অ্যাস্ট্রোনমিক্যাল
ইউনিট ১ এ ইউ = পৃথিবী থেকে সূর্যের
দূরত্ব)। সূর্য থেকে সর্বনিম্ন দূরত্ব
(Perihelion) ২০০ এ ইউ।
ব্যাসার্ধ ১৩,০০০ কি: মি: থেকে ২৬,০০০
কি: মি: (৮,১০০ থেকে ১৬,০০০ মাইল) ২-
৪ টি পৃথিবীর সমান।
এর ভর পৃথিবীর ১০ গুন।
কক্ষপথ প্রদক্ষিন সময় ১০,০০০ ২০,০০০ বছর
(পৃথিবীর বছর)। নেপচুনের চেয়েও ২০ গুন
দুরের কক্ষপথ দিয়ে চলাচল করছে এই
গ্রহটি। সৌরজগতের অন্যান্য গ্রহ প্রায়
বৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিন করলেও
সম্ভাব্য এই গ্রহটি প্রদক্ষিণ করছে অনেক
বেশী উপবৃত্তাকার পথে।
দৃশ্যমান উজ্জলতা > ২২।
এই গবেষনার প্রধান জ্যোতির্বিদ
কনস্টানটিন বেটিজেন এবং তার
সহকারী মাইকেল ই ব্রাউন বলেন, এই
গ্রহের অস্তিত্বের বিষয়ে তারা
আত্মবিশ্বাসী।
তিনি বলেন,গত বিশ বছরে সৌরজগতের
বাইরে গ্রহের অনুসন্ধানে আমরা বেশ
সফল হয়েছি।
কিন্তু এখন দেখা যাচ্ছে, সবচেয়ে
সাধারণ যে গ্রহগুলো রয়েছে সেগুলো
আমাদের পাওয়া বস্তুর মতোই, যার ভর
প্রায় ১০টি পৃথিবীর সমান। এটি বেশ
উত্তেজক। তবে নতুন এই গ্রহটি সূর্য থেকে
এতটাই দুরে আর এতটাই ঠান্ডা যে
প্রানের কোন সম্ভাবনা নাই।
নতুন এই গ্রহটি কোথায় হতে পারে সে
সর্ম্পকে ক্যালটেকের গবেষকদের এখনো
পর্যন্ত অস্পস্ট একটি ধারনা রয়েছে।
তবে এটি অনেকটা নিশ্চিত, এখন ওই
গ্রহটিকে খুঁজে বের করার জন্য নতুন করে
চেস্টা শুরু হবে। আর আমাদের আরো
বেশকিছু সময় অপেক্ষা করতে হবে।
তথ্য সুত্র: http://www.space.com http://www.nasa.gov
গ্রহ নাইনের (চার নাম্বার) ছবি
শিল্পীর কল্পনায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৪

আজমান আন্দালিব বলেছেন: স্বাগতম প্ল্যনেট নাইন ...

২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.