নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

একটা দু:খী ক্যানভাস -১

০৯ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:০৮

অল্পে তুষ্ট মানুষ গুলার কপালে ভোগানি বেশি।
এরা অন্যের সামান্য কেয়ারিং, সামান্য স্নেহ মমতা ভালবাসা পেলে গলে যায়। তার জন্য পারলে নিজের জীবনটা বিলিয়ে দিতে রাজি। ঠিক এভাবেই তারা অন্যের অবহেলার স্বীকার হয়।
কারন তাদের তুষ্ট করে পোষা কুকুরের মতো কাছে রাখা সোজা,ইচ্ছে হলে লাথি মারে আবার প্রয়োজন পড়লে সময় কাটানোর জন্য আবার টেনে নেয়।
একটা সময় যেয়ে যখন "অল্পে তুষ্ট" মানুষ গুলো এই অবহেলা করার ফ্যাক্ট গুলা বুঝতে পারে তখন আর কিছু করার থাকে না নিরবে নিভৃতেঁ চোখের পানি ফেলা ছাড়া। আস্তে আস্তে এরা গুটিয়ে যায় নিজের ভিতরে। চরম আঘাত অবহেলা পেতে পেতে একসময় এদের আর কোন অনুভুতিই অবশিষ্ট থাকে না।
০এমনকি আবার নতুন করে আঘাত পেলেও আর সেইভাবে ভেংগে পড়ার কষ্ট পায় না,কারন তখন চোখের মুছতে মুছতে তারা ধরেই নেয়- "এমনটাই তো হবার কথা ছিল! ব্যাপার নাহ। আর যাই হোক আমি তো মিথ্যা ছিলাম না।"
অথচ এই মানুষগুলার চমৎকার মন ছিল,সুন্দর হৃদয় ছিল, পাগলের মতো ভালোবাসার অস্তিত্ব নিয়ে বেচে থাকত।
এতসব কিছুর পরে তারা আস্ত এক একটা জ্যান্ত লাশে পরিণত হয়..............
©উর্বি

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:২০

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: সুন্দর ঊর্বি... :)

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩

উর্বি বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৩

অগ্নি সারথি বলেছেন: সারারাত কি ঘুমান নাই?

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

উর্বি বলেছেন: নাহ

৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ছোট তবে সুন্দর লিখা ।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

উর্বি বলেছেন: ধন্যবাদ

৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

নকি৬৯ বলেছেন: I like to pretend that everything's alright. Because when everybody else thinks u're fine, sometimes u forget for a while that u're not........

Plz feel this song don't worry be happy singing by Bobby McFerrin. have a nice time apuni :D

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

উর্বি বলেছেন: ধন্যবাদ

৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কথামালা।সঠিক কথাগুলোই বলেছেন উর্বি আপু।
আসলেই আবেগ থাকবে,কিন্তু অধিক আবেগিক হওয়াও উচিত নয় বোধহয়

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

উর্বি বলেছেন: হুম

৬| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


অগ্নি সারথি বলেছেন: সারারাত কি ঘুমান নাই?

লেখক বলেছেন: নাহ

ঘুম না আসলে জেগে থাকুন। জেগে জেগে লিখতে থাকুন। একসময় অনেক ভাল কিছু লিখে ফেলবেন।

১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬

উর্বি বলেছেন: ইচ্ছা নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.