নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

একটা দু:খী ক্যানভাস-২

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২২



জানি,
আমার বুকে আঁকতে আঁকতে একদিন এই শিল্পী কেও খুব বেশি বাজে ভাবেই একটা ছবি হিসেবে দেয়ালে লটকে যেতে হবে। তবে মেয়েটার ছবিতে যেন মিটি মিটি শয়তানি ভাবটা রাখা হয়। যেন যেই মানুষটাই ছবির দিকে তাকাবে সাথে সাথে সে যেন ভড়কায়ে যায়। চাহুনী দেখে যেন মনে প্রচন্ড ভয় কাজ করে তার যেন জীবিত শয়তান। হাসি দেখে যেন তার অন্তরাত্মা কেঁপে যায়,যেন তার মনে হয় তাকে কঠিন বিপদে ফেলার জন্য দারুন নীল নকশা তৈরী আছে,একেবারে যেন সাক্ষাৎ মৃত্যু।
হ্যা!
চাই মরনের পরেও মানুষকে জ্বালাক শিল্পীর ছবি তবে, ভুত পেত্নীর মতো ফালতু থিওরি হয়ে নয়....
লটকে থাকা ছবি দিয়ে.....

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৮

ধমনী বলেছেন: শূন্যতায় কেন বিচরণ?

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

উর্বি বলেছেন: ক্যানভাসের ইচ্ছা

২| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: হুম- -- কথাগুলো দারুন। ধন্যবাদ

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

উর্বি বলেছেন: প্রীত হইলাম

৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


এসব কেমন ভাবনা?

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

উর্বি বলেছেন: ক্যানভাস তো কতকিছুই ভাবে.... লোকে তো কতো কিছুই আকে.... তাই না। তার ভাবনা গুলো একটু ভিন্ন। তাই এমন লাগছে :)

৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫১

গেম চেঞ্জার বলেছেন: আপনার ক্যানভাস, এগুলোই ভাবছে? (বিঃদ্রঃ ভাবনাগুলো একটা অণুরণন সৃষ্টি করলো)

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

উর্বি বলেছেন: হাহাহাহাহা। অণুরণন হলে ভালো....
একটু পাগলাটে ক্যানভাস তো তাই হাবিজাবি চিন্তা তার.......

৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: চাই মরনের পরেও মানুষকে জ্বালাক শিল্পীর ছবি তবে, ভুত পেত্নীর মতো ফালতু থিওরি হয়ে নয়....
লটকে থাকা ছবি দিয়ে.
অদ্ভুত !

১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৯

উর্বি বলেছেন: হিহিহিহি। ধন্যবাদ :-)

৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৯

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক বোধের লিখনি,ছোট-কিন্তু অনেক গভীরের!!!
শুভকামনা রইলো অ নে ক ..।

১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৯

উর্বি বলেছেন: ধন্যবাদ

৭| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:



হুম !!!

১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

উর্বি বলেছেন: ধন্যবাদ

৮| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

রুদ্র জাহেদ বলেছেন: চাই মরনের পরেও মানুষকে জ্বালাক শিল্পীর
ছবি তবে, ভুত পেত্নীর মতো ফালতু থিওরি হয়ে
নয়....
লটকে থাকা ছবি দিয়ে.....
+

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭

উর্বি বলেছেন: ধন্যবাদ

৯| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

জেন রসি বলেছেন: হুমমমমমম.......শূন্যতা!!!

লাইনস বিটউইন দা লাইনস!

চমৎকার।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৮

উর্বি বলেছেন: ধন্যবাদ মহাকাল্বিদ

১০| ১৩ ই মে, ২০২০ রাত ১১:১০

ভ্রমরের ডানা বলেছেন: কেমন আছেন? বহু দিন পর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.