নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি- ২৭

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১২


প্রিয়তমেষু,
জানো কি?
দিন শেষে মানুষ একা হলেও হৃদয়ে কারো না কারো জন্য হয়েই যায়।
কেউ কখনো জানালার কোল ঘেষে যে কফি মগ হাতে নিয়ে বসে, সেই কফির চুমুকে সেই থাকে...
কেউ কখনো রাতের আকাশে একরাশ অভিমান ভরা দুইটা চোখ চেয়ে থাকে অশ্রুসিক্ত হয়ে,সেই অশ্রুটাতে সেই ই থাকে...
কেউ কখনো বই খুলে পড়তে বসলেও হাতের কলমের নাড়াচাড়া তেও সে ই থাকে....
কেউ কখনো ফোনের পুরানো টেক্সট চেক করতে গিয়ে বার বার সেই বিশেষ নামটাই খোজে....
কেউ কখনো ফেসবুক,হোয়াটস এপ বা অন্যান্য ম্যাসেঞ্জার এ হয়তো অপেক্ষায় থাকে, সে ই মানুষের অপেক্ষায়.........
ইত্যাদি ইত্যাদি.....
এভাবেই দিন শেষে অনুভুতি গুলো কারো জন্য জমা হতে থাকে, আধার আলোয় চোখ থেকে টুপ টাপ ঝরে পড়া মুক্ত দানায় সে ই মানুষটি ই থাকে.....
শুধু এই অনুভুতি গুলোর ঈশ্বর স্বাক্ষী থাকেন।
আর কেউ না
কেউ না......
‪#‎খোলা_চিঠি‬
(চলমান......)

ফটোঃ self

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২০

ধমনী বলেছেন: অনুভূতির মুক্তোদানা ঝড়ুক...

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২২

উর্বি বলেছেন: দেখা যাক। ধন্যবাদ :)

২| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২৪

অতঃপর হৃদয় বলেছেন: ভাল লেগেছে। শুভেচ্ছা রইল লেখিকা।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২৪

উর্বি বলেছেন: ধন্যবাদ

৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:১১

মশিকুর বলেছেন:

সেলফি?

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

উর্বি বলেছেন: রংফি :)

৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্রিয়তমেষু,
জানো কি?
দিন শেষে মানুষ একা হলেও হৃদয়ে কারো না কারো জন্য হয়েই যায়।
কেউ কখনো জানালার কোল ঘেষে যে কফি মগ হাতে নিয়ে বসে, সেই কফির চুমুকে সেই থাকে...
কেউ কখনো রাতের আকাশে একরাশ অভিমান ভরা দুইটা চোখ চেয়ে থাকে অশ্রুসিক্ত হয়ে,সেই অশ্রুটাতে সেই ই থাকে...
কেউ কখনো বই খুলে পড়তে বসলেও হাতের কলমের নাড়াচাড়া তেও সে ই থাকে....
কেউ কখনো ফোনের পুরানো টেক্সট চেক করতে গিয়ে বার বার সেই বিশেষ নামটাই খোজে....

পুরাই রোমান্টিক লেখা । লেখা অনেক ভালো লাগলো ।
:) :) :)

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

উর্বি বলেছেন: ধন্যবাদ :)

৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৯

আমি মিন্টু বলেছেন: ভালো লাগলো ।

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

উর্বি বলেছেন: ধন্যবাদ

৬| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: খোলা চিঠি ভাল্লাগসে! তয় বুঝতে পারলাম না বাক-স্বাধীনতা হরণ করছেন কেন (ছবি দেখে বললাম, যেহেতু চুপ করতে বলেছেন)? জাতি এমনিতেই ফেসবুকের দুঃখে শোকাহত!

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

উর্বি বলেছেন: দেয়ালের ও কান আছে তাই

৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সবমিলিয়ে সুন্দর একটি উপহার :)

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

উর্বি বলেছেন: ধন্যবাদ

৮| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

মশিকুর বলেছেন:

ঢংফি =p~

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৫

উর্বি বলেছেন: াহাহাহহাহাহাহাহাহাহা ধন্যবাদ

৯| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

sunny09 বলেছেন: রংফি, ঢংফি অতঃপর পাঠক প্রতিক্রিয়াঃ Do not dhong B-)

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৫

উর্বি বলেছেন: যে যা ভাবে

১০| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩

উধাও ভাবুক বলেছেন: দিন শেষে মানুষ একা হলেও হৃদয়ে কারো না কারো জন্য হয়েই যায়।


শুভকামনা রইল।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৬

উর্বি বলেছেন: ধন্যবাদ

১১| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: চিঠি লেখার ধরন ভাল লাগল। ধন্যবাদ

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৬

উর্বি বলেছেন: ধন্যবাদ

১২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: পুরো আমিতে শুধু তারই বিচরন।।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৮

উর্বি বলেছেন: আসলেই তাই

১৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৩

দীপংকর চন্দ বলেছেন: অনিঃশেষ শুভকামনা।

অনুভূতির প্রকাশে ভালো লাগা।

ভালো থাকবেন। সবসময়।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৮

উর্বি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.