নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

জীবন যেমন.......

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

: আপু!
: হু
: আমার ফ্রেন্ড গুলা তোমারে যা ভয় পায়।
: ক্যান?
: ওই যে সেদিন একটারে ঘাড়াইসো না, তারপর থেকে সব টিজার গুলা যমের মতো ভয় পায়।
: হ! তো?
: আমাকে আর আজেবাজে টিজ করার সাহস পায় না :D
: তাই নাকি :D!
: হ্যা! সম্মান দিয়ে কথা বলে। ^_^
: হাহাহাহা।
: আর তোমারে আসতে দেখলেই বলে "এই চুপ চুপ! নাজিয়া রে উল্টাপাল্টা কিছু বলিস না যেন! বাঘিনী আসতিসে। ছিড়ে খেয়েই ফেলবে।"
: খাইসে রে! :v
: সেইরাম ভাব লইয়া চলি এখন ^_^
: হাহাহাহা।
: you are my super woman sis।
^_^
------ নিজেকে জীবনে এভাবেই গড়ে তোলা উচিত যেন কেউ আপনার দিকে আংগুল তুলে কথা বলার সাহস না পায়। নিজেকে ভরসার জায়গা হিসেবে তৈরী করলে দ্বায়িত্ব প্রচুর,তবে আত্মতৃপ্ত টা নিজের। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়।

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

জটায়ু. বলেছেন: হাফ ছবি কেন?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

উর্বি বলেছেন: BCZ SHE WANTED

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২

মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ আমাদের উর্বি দ্যা সুপারওমেন সিস্টার , , , স্যালুট।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

উর্বি বলেছেন: :D

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

প্রামানিক বলেছেন: সবাই মেয়েরাই সাহসী হোক। ধন্যবাদ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

উর্বি বলেছেন: :D

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিজেকে জীবনে এভাবেই গড়ে তোলা উচিত যেন কেউ আপনার দিকে আংগুল তুলে কথা বলার সাহস না পায়।

সব মেয়েরাই হোক আমাদের উর্বি'র মত সাহসী ।

উর্বি দ্যা সুপারওমেন সিস্টার এর জন্য শুভেচ্ছো ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩

উর্বি বলেছেন: ধন্যবাদ :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪

উর্বি বলেছেন: দোওয়া করবেন যেন যেন বিশ্বাস টা রাখতে পারি :)

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

আরণ্যক রাখাল বলেছেন: :) GooD

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪

উর্বি বলেছেন: দোওয়া করবেন যেন বিশ্বাস টা রাখতে পারি

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

দিগন্ত জর্জ বলেছেন: শক্তের ভক্ত নরমের জম। সবারই প্রতিবাদী হওয়া উচিত। ভালো বলেছেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪

উর্বি বলেছেন: দোওয়া করবেন

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

অগ্নি সারথি বলেছেন: আমাদের সমাজ ব্যবস্থায় একজন বোনের কাছে চরম ভরষার জায়গাটা হল তার ভাই। কিন্তু একজনের বোনের কাছে তার আরেক বোনের সুপারওমেন সিস্টার হয়ে ওঠার গল্পটা সত্যিই সাহস জাগানিয়া। উর্বির মতি সুপারওমেন হয়ে উঠুক বাংলার নারী সমাজ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৫

উর্বি বলেছেন: ধন্যবাদ আমিও তাই চাই

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫

রুদ্র জাহেদ বলেছেন: অগ্নি সারথি বলেছেন:
আমাদের সমাজ ব্যবস্থায় একজন
বোনের কাছে চরম ভরষার
জায়গাটা হল তার ভাই। কিন্তু
একজনের বোনের কাছে তার আরেক বোনের
সুপারওমেন সিস্টার হয়ে ওঠার গল্পটা সত্যিই
সাহস জাগানিয়া। উর্বির মতি সুপারওমেন হয়ে
উঠুক বাংলার নারী সমাজ।

ঠিক ১০০০%

এটা আগে পড়েছি উর্বি আপু,এফবিতে :)

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৬

উর্বি বলেছেন: ধন্যবাদ

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

রেসিমিক সিরামিক বলেছেন: Sob meyederi emon howa dorkar.

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৭

উর্বি বলেছেন: ধন্যবাদ

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: আমি একটি কথা বলি,দয়া করে ভুল বুঝবেন না।। শুধু এখন নয়,আগেও এমন হলে রক্ষা ছিল না শুধু টিজ নয় পুরোই গায়েব।।
সুতরাং নিজে এবং মন্ত্রনাদাত্রী হিসাবে হুশিয়ার,সাবধান।।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০১

উর্বি বলেছেন: ধন্যবাদ হুশিয়ার করায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.