নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি ২৯

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩



প্রিয়তমেষু,
তোমায় মিস করি কোল্ডড্রিংক্স এর গ্লাসে। যখন প্রতিদিন আমার আধা খাওয়া গ্লাস নামিয়ে রাখতাম, তখন তুমি পিপাসা মেটাবার অজুহাতে টুপ করে অল্প খেয়ে নিতে....
হাসতে হাসতে বলতাম- "একটু আগেই না এক গ্লাস ঢকাঢক শেষ করলে! এর মাঝেই তেষ্টা পেয়ে গেল?"
তুমি সটান হয়ে বলতে- "ওই চোখে আমার আজীবন তেষ্টা। ওই চোখে তাকালেই তেষ্টা পায়। সেই তেষ্টা মেটানো তোঁ সম্ভব নয় কি আর করা যাবে? তাই তোমার ঠোটের ছোয়া যাতে তাই সই। পরে যদি এটাও না পাই..... "
ভ্যাবাচেকা খেতাম কথা গুলো শুনে। কোথায় যেন বুকের ভিতরে মোচড় দিত!
#খোলা_চিঠি
(চলমান.....)

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্রিয়তমেষু,
তোমায় মিস করি কোল্ডড্রিংক্স এর গ্লাসে।

শুরুটা পড়েই অবাক হইছি :) :)

অন্যরকম উপস্থাপন ।

শুভেচ্ছা কবি

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

উর্বি বলেছেন: ধন্যবাদ

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৭

আবু শাকিল বলেছেন: এত্ত রোমান্টিকময় লেখা না পড়তেই শেষ হয়ে গেল । :)
আপচুচ :)
লেখা খুব ভাল ছিল।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫১

উর্বি বলেছেন: ধন্যবাদ

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৫

অপু নীল বলেছেন: "ওই চোখে আমার আজীবন তেষ্টা। ওই চোখে তাকালেই তেষ্টা পায়। সেই তেষ্টা মেটানো তোঁ সম্ভব নয় কি আর করা যাবে? তাই তোমার ঠোটের ছোয়া যাতে তাই সই। পরে যদি এটাও না পাই..... "

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫১

উর্বি বলেছেন: ধন্যবাদ

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: "চোখ দেখে আর বলব কি "

গানটি মনে পড়ে গেল।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫১

উর্বি বলেছেন: ধন্যবাদ

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪২

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বাহ ব্যাপক :P

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫১

উর্বি বলেছেন: ধন্যবাদ

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

শামীম আরেফীন বলেছেন: বাহ, জমজমাট। তেষ্টা পেয়ে বসেছে। খোলা চিঠি চলতে থাকুক... :)

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫২

উর্বি বলেছেন: ধন্যবাদ

৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০০

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫২

উর্বি বলেছেন: ধন্যবাদ

৮| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০১

রাজসোহান বলেছেন: ভ্যাবাচ্যাকা কি স্থায়ী হয়ে গেছিলো? :|

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৩

উর্বি বলেছেন: হারিয়েছে চাকার তলে

৯| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৩

নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো ।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৩

উর্বি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.