নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

বেদনার রং এ সমাধি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৭



বেদনার রং এ সমাধি

আর কেও কি ছিলোনা বেছে নেয়ার
আমাকেই কেবল বিষ দিয়ে নীলকন্ঠ করতে হবে!
আমি বোকারাম হদ্দ বলে
যাকে মনে একবার গেথেছি যতনে রেখেছি জেনে।

কায়িক দয়িতাকে পেলামনা যখন
আমিতো কৌম্যার্য বিলিয়ে দিইনি
কেননা তাকে ছাড়া অন্য নারীর দিকে তাকাতে
আমার বড় কষ্ট হয়।

কুত্সিত রূপ ফোটে ওঠে আমার চোখে
মনের আরশিতে দেখি তাদের গণিকার রূপে,
মনের ভাষা আমি আড়াল করতে পারিনা
ভোগের আর ঘৃণার মেশানো দৃষ্টি,
প্রতিভাত নারী কুলে লম্পট বেহায়া আর জানোয়ার রূপী।

হায় প্রতিদানে কি পাওয়ার অথচ কি পেলাম!
আমার জীবন এখন বিষময়
শরীর বয়ে বেড়ায় জীবন কিন্তু
তা মৃত জড় মাংস রক্ত পিন্ড,
আমার জীবন স্থির এই মুহুর্তে।

কত শত সহস্র আকুতি করেছি তোমায়
নিয়ে নাও আমায় তোমার পুতি:গন্ধময় নিকৃষ্ট ডেরায়
নাহ! এই বসুন্ধরায় পিষিয়ে মারতেই যেন তোমার তৃপ্তির উল্লাস।

আমি কাকে নালিশ জানাবো
আচ্ছা জানালাম আমার সয়ে যাওয়া বেদনার সব ক্ষতকে
স্বাক্ষী তোমরা কোন মহাপাপে তিনি আমার উপর খড়গহস্ত,
আমি ক্ষমা চাই নাকো তোমাদের স্বাক্ষীর পরে
আকন্ঠ নীল বেদনার রং ছেড়ে যেওনা আমায়
আমি তোমার রং এ সমাধিস্থ হতে চাই।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২১

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ লাগল।
একরাশ মুগ্ধতা রেখে গেলাম।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০২

সামাইশি বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: সবমিলিয়ে বেশ ভালোই লেগেছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

সামাইশি বলেছেন: ধন্যবাদ আপনার ভালো লাগার জন্য।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩২

বিজন রয় বলেছেন: ভাল লাগল।
কিছু বানান।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬

সামাইশি বলেছেন: ধন্যবাদ দাদা, কি কোন বানান ভুল হয়েছে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.