নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

ঢাকাইয়া পরীর ভালোবাছা

১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭



পরী (ঢাকাইয়া পরীর ভালোবাছা)

আবে ওই পরীঈ .... কই যাছ?
একটু খাড়ানা
এউগা কত কইবার চাইছিলাম।

দূর হালায়, যামুনা, তর কি।
ঠিক আচে, তয় আমার লগে চল।
ইস ছক কত!
আয়নায় নিজের খোমা দেখছস।

ঈমানে কইতাছি, তরে ইস্কাটনে ফেলাট কিনা দিমু
নিছান একুরা গাড়ি কিনা দিমু।
কিছু অইলো, আর কি দিবি?
ছোনা দিয়া তরে মোড়ায় দিমু!

আহ! কি হুনাইলি, বুক কাঁপে।
তর ব্যাঙ্কে টেকা দিয়া ভইরা দিমু।
অ মর জ্বালা, কইয়া যা আর কি দিবি।
তুই যা চাবি তাই দিমু

আমগো দ্যাছে টেকা অইলেতো বাঘের দুধ ভি পাওয়া যায়
"মেরা বাপকো টেকা তো জিন্দেগীমে স্যাস নেহি হয়েঙ্গে".
অনেক অইচে, অহন ফুট এইহান থেইক্কা।

তর ওই টেকা দিয়া ভালোবাছা বানাইতে পারবি?
কি অইলো, টাসকি খায়য়া গেলি কেলা?
"হামারা বাড়িকো জো লজিং মাস্টার হ্যায়না"
অর লগে দেখা করবার যাইতাছি

বলধা গার্ডেনের কৃষ্ণচূড়ার তলে
পুরা ছরীর ভইরা ভালোবাছার ফুল লইয়া বইয়া আছে
আমারে ছব দিয়া দিব ছারা জীবনের লেইগা
ভেজাল করিছনা, অফ যা
কান্দুপট্টিত থন খুইজা লগা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: তর ওই টেকা দিয়া ভালোবাছা বানাইতে পারবি?
কি অইলো, টাসকি খায়য়া গেলি কেলা?
"হামারা বাড়িকো জো লজিং মাস্টার হ্যায়না"
অর লগে দেখা করবার যাইতাছি

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৭

সামাইশি বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৯

কামরুন নাহার বীথি বলেছেন: দারুন প্রেমের কবিতা!!! :)
(ঢাকাইয়া ভাষা শিখলেন কৈত্থেন :) )

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৯

সামাইশি বলেছেন: (আপনার পছন্দ হইছে দেইখা বহুত খুছি লাগতাছে। ঢাকাইয়া ভাছার কথা কৈতাছেন। ক্যালা আমার জন্ম তো ঢাকায়। আগারগাঁওএ। এই ছব শেওড়াপাড়া, কাফরুল, পীরেরবাগ, মনিপুর, সেনপাড়া পর্বতা আমাগো চোখের সামনে দিয়া ক্যামনে বদলাইয়া গ্যালো।
বালা থাইকেন ছব ছোময় এই কামনা করি। )

৩| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪০

আহমেদ জী এস বলেছেন: সামাইশি ,




কবিতার বক্তব্যে আশা ভোঁশলে ও সম্ভবত কিশোর কুমারের গাওয়া ঐ গানটি মনে পড়ে গেলো -------------------
মেলায় যাবি ? কি কিইন্না দিবি ....
কিনে দে রেশমী চুড়ি , নইলে যাবে বাপের বাড়ী ...............

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫

সামাইশি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্য ও পর্যবেক্ষণের জন্য। অনেক অনেক শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.