নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুপালী সিংহ

রুপালী সিংহ › বিস্তারিত পোস্টঃ

একজন সুখী মানুষের দিনলিপি

১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

জ্বী হ্যাঁ, আপনি এখন একজন সুখী মানুষের ব্লগ পড়ছেন।



যেহেতু আমি একজন সুখী মানুষ, তাই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদের দেখাবো একজন সুখী মানুষের দিনলিপি কেমন হতে পারে।



১।। সকাল এগারোটায় ঘুম থেকে উঠা এবং দাঁত মুখ কষে পরিস্কার করে হেভী খানাপিনা করা। এরপর একবার ফেসবুক ঘুরে আসা।

২।।সাড়ে এগারোটায় আবার ঘুমাতে যাওয়া।

৩।। দুপুর দুইটায় ঘুম থেকে উঠা (আমার ক্ষেত্রে সচরাচর মা গোসল করবার জন্য তাগাদা দিয়ে তুলে দেয়)। ফেসবুকে ঘুরে আসা। আবহাওয়া অনুকূলে থাকলে গোসল করা, না থাকলে সিয়াস্তাঁয় যাওয়া (মানে হালকা বৈকালিক ঘুম)।

৪।।সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে পরা। এরপর হাতমুখ ধুয়ে ভদ্রলোকের মত সেজেগুজে বন্ধুবান্ধবের কাছে নতুন কোন মুভি আছে কি না সেই খোঁজ নিতে যাওয়া। থাকলে পোয়াবারো, না থাকলে ভাল কিছু পুরনো মুভিই নিয়ে আসা।

৫।।বাড়িতে এসে মুড়ি কিংবা বিস্কুটের টিন খুঁজে বের করা, এবং সদ্ব্যবহার করা। এই সময়টুকুতে নতুন একটি গল্পের বইয়ের পিডিএফ ডাউনলোড দিতে হবে। ডাউনলোড করা থাকলে এই অংশ অপ্রয়োজনীয়।

৬।। নাস্তা শেষে গল্পের বই পড়া শুরু করা। এটা রাত দশটা পর্যন্ত চলবে।

৭।।রাত দশটায় বই বন্ধ করে বাসার ভেতর একটু হাঁটাচলা করা এবং সারা দিনে ঘটে যাওয়া ঘটনার মধ্যে যা মিস হয়ে গেছে তা সম্পর্কে ওয়াকিবহাল থাকা। এবং ফেসবুক ঘুরে আসা।

৮।।এরপর ডিস্কভারি চ্যানেলে মি. গুডউইন কিংবা ন্যাশনাল জিওগ্রাফিতে Banged up abroad দেখা।

৯।।এরপর সংগৃহীত মুভি দেখা আরম্ভ করা।

১০।।রাত সাড়ে তিনটা - চারটার মাঝে ঘুমিয়ে যাওয়া।

বিঃদ্রঃ গুরুত্বপূর্ণ ক্রিকেট বা ফুটবল ম্যাচ থাকলে সাময়িক ব্যতিক্রম হতে পারে।

(আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে অনেক বিবাহিত বন্ধু

"শীতের সাঁঝে,

লেপের মাঝে,

একটুখানি উষ্ণতা। "

টাইপের ব্যাচেলর দের হৃদয়ে আগুন জ্বালানো স্ট্যাটাস দিতে ভালবাসেন।

তাদের উদ্দেশ্যে এই লেখা উৎসর্গ করা হল। )

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

স্বপনচারিণী বলেছেন: আহঃ কী সুখের জীবন! কিন্তু কতদিন! শীঘ্রই ঢুকে যেতে হবে ব্যস্ত জীবনে, তার আগ পর্যন্ত উপভোগ করুন এই স্বাধীনতা। শুভ কামনা।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩

ইলুসন বলেছেন: বাপের টেকা না থাকলে এত আরামের লাইফ সম্ভব না। :(

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৫

নাহিদ পারভেজ বলেছেন: আমার লাইফও এইরকমই। কিন্তু আমি সুখী না। :(
যতক্ষণ জাইগা থাকি আমার মাথায় কয়েক হাজার প্রকারের চিন্তা ঘুরপাক খাইতে থাকে। হতাশাজনক চিন্তা ভাবনা সব। :(

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫

রুপালী সিংহ বলেছেন: শুভ কামনার জন্য আন্তরিক ধন্যবাদ @স্বপনচারিণী
বাপের হোটেল জিন্দাবাদ! @ইলুসন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.