নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াসি আহমেদ

ওয়াসি আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অন্য এক পাতালের গল্প #১

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪১

হাসপাতাল জায়গাটা ভালো না।

মাঝরাতে অন্ধকার করিডোরে হাঁটতে হাঁটতে থমকে দাঁড়াতে হয়!

কখনও কালিমাখা আধার রাতের নিস্তব্ধতাকে ভেঙে খানখান করে দেয় সদ্যমৃতের স্বজনের আহাজারি। বিলাপের সুর ধারালো ছুরির ফলার মতো বুকে এসে বিঁধে।

জন্ম জন্মান্তরের রহস্য হয়েও মৃত্যুর সেই একই চিরচেনা রুপ! জেনারেল ওয়ার্ডের বিছানায় বাবার শীতল বুকে আছড়ে পড়া মেয়ের আর্তনাদ অথবা বৃদ্ধা মায়ের মৃত্যু সংবাদ শুনে আইসিইউয়ের বারান্দায় লুটিয়ে পড়া সন্তানের নির্লিপ্ত দৃষ্টি, সন্তান জন্ম দিতে গিয়ে নিজে লাশ হয়ে যাওয়া স্ত্রীর গোসলের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা স্বামীর করোটির ভেতর জমে থাকা শূন্যতা - অজুত নিযুত লক্ষ কোটি বর্ণনা, অথচ মৃত্যুর সেই একই রুপ!

শীতের রাতগুলোতে হৃদয়ের গহীনে তুষারঝড় তোলা মৃত্যুর অনুভূতি স্বজনের চোখে গলিত লাভার মতো বর্ষিত হয়। লাভারুপী সেই উষ্ণ অশ্রুধারা গড়িয়ে পড়ে অভিকর্ষীয় টানে, পদার্থবিজ্ঞানের সূত্র ভুলে আবার জমাট বেধে শুকিয়ে যায়, উদ্বায়ী হয়ে মিলিয়ে যায় নিষ্ঠুর বাতাসে।

মাঝরাতে আজরাইল ঘোরাফেরা করে এখানে।

হাসপাতাল জায়গাটা সত্যিই ভালো না!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.