নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

আমি হয়তো লেখক হতে চাই নি হৃদয়ে...

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৭



একজন মানুষ লেখে কেন ? এত কিছু থাকতে লেখালেখিতে তার প্রেম করার ইচ্ছে হয় কেন? সবাই তাকে লেখক অথবা কবি ডাকবে এ জন্য ? নাকি অন্যদের মত ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে সে বড় হয় বলে, সে একজন লেখক হবে ? কিন্তু এমন উচ্চমার্গীয় স্বপ্ন কয়জনের মাঝে থাকে যে সে মা বাবার স্বপ্নগুলোর বলিদান করে একজন লেখক হতে চাইবে !

লেখক মানে অজান্তেই তার ভাবনায় এক বা একাদিক জীবন দর্শন থাকবে, স্বচ্ছ কাল্পনিক দৃশ্যপট থাকবে তার অদৃশ্য আয়নায়, নিজে রহস্য সৃষ্টি করে নিজেই তা ভেদ করতে না পারার অপারগতা থাকবে, নিজের বেখেয়ালে সে অনেক কিছুকেই ভালোবাসবে আবার অনেক কিছুকে করবে ঘৃণা, কারণে অকারণে অচেনাগুলো হবে আপন, চেনাগুলো আড়ালে থাকবে অথচ তারা অতি নিকটে অবস্থান করে, অনেকে তাকে পাগল বলবে কিন্তু পাগল শব্দটি শোনায় তার মধ্যে উৎফুল্ল ভাব থাকবে , লেখকরা নিজেরদের পাগল ভাবতে ভালোবাসে, কারণ তারা তাদের পাগলামীগুলো থেকেই অমূল্য সম্পদগুলো বের করে আনে ।

কিন্তু এমন লোভনীয় খাপছাড়া খাপছাড়া ইচ্ছেগুলো কয়জনের হৃদয়কে ধাবিত করতে সক্ষম হয় লেখক হওয়ার জন্য । এমন বহু লেখক আছে যারা অনেক কিছু লিখে ফেলেছেন এবং লিখে যাচ্ছেন, নিজেদের পাকাপোক্ত লেখক বলে দাবী করছেন । কিন্তু তাদের মধ্যে প্রকৃত লেখক স্বত্বাকে কয়জন ধারণ করে, কয়জনের হৃদয় সমূলে একজন লেখক হতে চায় ! সকলক্ষেত্রে নিজেকে স্রোতের বিপরীতে নিয়ে যেতে পারলেও লেখক হওয়ার ক্ষেত্রে যেন সেই স্রোত কয়েকগুণ বেশি ধারালো । এই ধারালো স্রোতকেও উপেক্ষা করে কেউ লেখক হতে পারলেও তার হৃদয়ের কাছে সে বেশ অপরাধী হয়েই রয় । কারণ হৃদয়েরও জীবন আছে, তারও ইচ্ছে অনিচ্ছে আছে, সে চায় তার মনিব তাকে মূল্যায়ন করুক। লেখক হওয়ার ক্ষেত্রে এ যেন বাধ্যতামূলক এক অলিখিত প্রধান শর্ত। তাই লেখক হওয়ার ক্ষেত্রে শুধু লেখক হয়ে যাওয়া নয় পাশাপাশি নিজস্ব স্বত্বাকেও লেখালেখি থেকে যথেষ্ট উষ্ণতা উপভোগ করাটা নিশ্চিত করতে হবে ।


*** ভাবনাগুলো নিজস্ব ঝুলি থেকে । অনেকের ভাবনা এর সাথে নাও মিলতে পারে।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৩

মীর মেহেদী হাসান বলেছেন: হয়ত এমনি হতে পারে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৩

কলমের কালি শেষ বলেছেন: হুম হয়তো ।

পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা মীর মেহেদী হাসান ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৪

সুমন কর বলেছেন: অনেক দিন পর !! ২য় প‌্যারা দারুণ লিখেছেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৫

কলমের কালি শেষ বলেছেন: অনেকদিন পর প্রিয় সুমন কর ভাই । অদ্ভুত অনুভূতি পাচ্ছি, যখন নিরবচ্ছিন্ন লিখতাম তখন গায়ে এলার্জি ফুটতো, আজ সেই অনেকদিন আগের এলার্জি অনুভব হচ্ছে!

সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা সুমন ভাই ।

শুভ কামনা সবসময় । :)

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৪

কালীদাস বলেছেন: লেখার দুইটা মজা আছে। যখন লিখি, একটা সময় আসে দুনিয়ার সবকিছু উল্টে গেলেও কিবোর্ড/কলম ছাড়া সম্ভব হয়না। এ জিনিষটা আপনি ভাল বলেছেন, সবাই এটা উল্লেখ করে না। সেকেন্ডটা হল পাঠকের ফিডব্যাক; অফকোর্স আমরা ভালটাই আশা করি বেশি।

ফিরে আসুন আবার।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০০

কলমের কালি শেষ বলেছেন: হ্যাঁ, তা তো বটেই । ফিরে আসার চেষ্টায় আছি ।

সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ কালীদাস ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭

হাতুড়ে লেখক বলেছেন: মানুষ তাকেই পাগল ডাকে, যার কথা ও আচরণ তারা আর তাদের অবস্থান থেকে বুঝে উঠতে পারে না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৩

কলমের কালি শেষ বলেছেন: হুম, সত্য ।

পাঠে এবং সুন্দর মন্তব্যে ভালোলাগা অনেক হাতুড়ে লেখক ।

ভাল থাকবেন সবসময় । :)

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

শামীম সরদার নিশু বলেছেন: লেখালেখি নিজের জন্যও একধরণের শিক্ষা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫

কলমের কালি শেষ বলেছেন: তা তো অবশ্যই ।

অনেক ধন্যবাদ পাঠে এবং সুন্দর মন্তব্যে শামীম সরদার নিশু ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,



কলমে যতোক্ষন কালি থাকে লিখতে ইচ্ছে করে । লেখক বা কবি হতে নয় , নিজেকে অবারিত করে চিনে নেয়ার জন্যে । নিজের হৃদয়কে কিছুটা উষ্ণ, সতেজ একটা জীবনের দেখা পাইয়ে দিতে ।

অনেকদিন পরে ! মনে হয় কলমে নতুন করে কালি ভরে লিখলেন !!!!

[ আজকাল তো আর কলম নেই, কলমের কালি শেষ হয়ে গেছে । কলমের বদলে কী-বোর্ড পড়তে হবে । ]

০২ রা মার্চ, ২০১৭ রাত ৯:২৫

কলমের কালি শেষ বলেছেন: কলমে যতোক্ষন কালি থাকে লিখতে ইচ্ছে করে । লেখক বা কবি হতে নয় , নিজেকে অবারিত করে চিনে নেয়ার জন্যে । নিজের হৃদয়কে কিছুটা উষ্ণ, সতেজ একটা জীবনের দেখা পাইয়ে দিতে ।- খুব দামি একটা কথা বলেছেন জী এস ভাই ।

অনেকদিন পর । নিয়মিত হতে হতেও কেন যেন হয় না ! :(

[ আজকাল তো আর কলম নেই, কলমের কালি শেষ হয়ে গেছে । কলমের বদলে কী-বোর্ড পড়তে হবে ।- ঠিক এই ভাবনা থেকেই আমার নিকের নামকরণ করেছিলাম !

খুব ভালো লাগলো সুন্দর মন্তব্যে আহমেদ জী এস ভাই ।

শুভ কামনা সবসময় । :)

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৮

মানিক মোহাম্মদ ওমর বলেছেন: ভালো বলেছেন ভাই। কবি বা লেখক বলার জন্য কেউ কেউ লিখে, যাচ্ছেতাই লেখা টাকার জোরে ছাপে, বড় বড় প্রকাশনা উৎসব করে। কিন্তু প্রকৃত লেখক সত্ত্বা যারা ধারন করে তারা আগে বুঝে তাঁরা লিখতে পারে, তাঁদের লেখা উচিৎ।

০২ রা মার্চ, ২০১৭ রাত ৯:২৬

কলমের কালি শেষ বলেছেন: ঠিক তাই ।

পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা মানিক মোহাম্মদ ওমর ভাই ।

ভালো থাকবেন সবসময় । :)

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১৮

ওমেরা বলেছেন: এত কিছু বুঝি ও লেখক হতে ও চাই না ।

০২ রা মার্চ, ২০১৭ রাত ৯:২৭

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং সুন্দর মন্তব্যে ওমেরা ।

ভাল থাকুন সবসময় । :)

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০

বৃতি বলেছেন: আপনার ভাবনা সবার সাথে মিলতে হবে, এমন তো নয় :) আপনার অন্যরকম ভাবনাগুলো থেকেও আমরা চিন্তার খোরাক পেতে পারি। এটাই লেখকের সার্থকতা। অনেক অনেক লিখুন :)

০২ রা মার্চ, ২০১৭ রাত ৯:২৯

কলমের কালি শেষ বলেছেন: হ্যাঁ কথা সত্য । সবাই তার তার মত করে আলাদা, তাই ভাবনা আলাদা ।

অনেক ভাললাগা সুন্দর মন্তব্যে বৃতি আপু ।

শুভ কামনা সবসময় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.