নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

তার সত্তা হয়ে... (কবিতা)

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৮


কতোগুলো গল্পে কতটা রঙ দিলে একটি কবিতা হবে
তোমাকে কতগুলো স্বপ্ন দিলে একমুঠো বিসণ্ণতা দেবে
জানো ? এই কল্পের কবিতারা অদ্ভুত অভিমানী,
একটু দুঃখ দিলেই হাসিমুখে চোখের কোণে ঝরনা বয়ে ।

এই হৃদয়ের উল্টো পিঠে রয়েছে এক কারিগর
বিসণ্ণতা দাও, সে ভালবাসা বানাবে
জানো? এই ভালোবাসার নেই কিনারা, নেই গভীরতার কোন খোঁজ ।

ভালোবাসা বোদ্ধারা বলে, ভালোবাসার নেই কোন বিশ্বাসী স্পন্দন
ভালোবাসা বহুরূপী, ক্ষণে ক্ষণে ধুম্রজাল উড়িয়ে করতে চায় কুক্ষিগত
যে ভালোবাসে সে দেখে ধূসর পোশাকে দাঁড়িয়ে আছে সর্বনাশা কারিগর
তবুও ভালোবাসার পূজারি যায় এগিয়ে হৃদয়ের কাটাকুটি করাতে
ওতে ভালোবাসার ফলন বাড়াতে, জায়গার চাই সঙ্কুলান !
আর যে পায় ভালোবাসা সে দেখে রঙ্গ তামাশার অনুসন্ধানী এক শিখা
যে পিছু ছুটছে ভালোবাসা নিয়ে তার হৃদয়কে ফানুস বানিয়ে সে দেয় উড়িয়ে
সবাই দেখে চমৎকার ফানুস, আগুন জ্বলে যায় তার ভেতর অনায়াসে
সে উড়ে যায় দূর থেকে দূরে, পৃথিবী ছোট হতে হতে মিলে যায় সে মেঘের বুকে...

হয়তো ওরা ভুল বলেছে, ভালোবাসার পরিপূরক হয় যদি বিষণ্ণতা
আমি তো চেয়েছি শুধু বিষণ্ণতা, যার আড়ালে লুকিয়ে রাখবো সত্তাহীন ভালোবাসা
বিপরীত গন্তব্যকে ভালোবেসে যাব এগিয়ে যে আছে আমার অপেক্ষায়
কল্পলোকে আমি নিত্য তরী ভিড়াই তার হৃদয়ের সমুদ্রে
জানে সে আসবো আমি সেই সমুদ্রের শুভাকাঙ্ক্ষী হয়ে, নিরবে, তার সত্তা হয়ে...


মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২২

অতঃপর হৃদয় বলেছেন: ভালো লাগলো।

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৩

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং সুন্দর মন্তব্যে অতঃপর হৃদয় ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

২| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫১

সুমন কর বলেছেন: আমি তো চেয়েছি শুধু বিষণ্ণতা, যার আড়ালে লুকিয়ে রাখবো সত্তাহীন ভালোবাসা
বিপরীত গন্তব্যকে ভালোবেসে যাব এগিয়ে যে আছে আমার অপেক্ষায়
-- ভালো লিখেছেন।

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৫

কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগার মন্তব্যে অনেক ভাল লাগলো সুমন ভাই।

শুভ কামনা সবসময় । :)

৩| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৭

কানিজ রিনা বলেছেন: বেশ ভাল ভাল লাগা রেখে গেলাম।

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২০

কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ কানিজ রিনা আপু ।

ভাল থাকুন সবসময় । :)

৪| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, ভালো লাগলো বেশ +

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৯

কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাল লাগার মন্তব্যে আমারও খুব ভালো লাগলো ধ্রুবক আলো ভাই ।

শুভ কামনা সবসময় ।:)

৫| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৬

অগ্নি সারথি বলেছেন: সুন্দর!

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩১

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা অগ্নি সারথি ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৬| ০৮ ই মে, ২০১৭ রাত ১২:৫১

নাদিম আহসান তুহিন বলেছেন: বাহ

১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৯

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ নাদিম আহসান তুহিন ভাই।

শুভ কামনা সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.