নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারতেই হবে !

সুপ্ত আহমেদ

পজেটিভ কিছু ভাবনা সব সময় থেকেই যাই মনে । ভাবনা গুলোর যেন ডানা মেলা শেষ হয় না ।

সুপ্ত আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বাবা লাশ ঘাড়ে নিয়ে ওনি ফেসবুকে ! হাইরে মানসিকতা !!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭



সাধারণত পারিবারিক কেউ মারা গেলে কারো মন কতটা খারাপ থাকে সেটা নিশ্চয় কাউকে বোঝাতে হয় না।
কিন্তু গত ৬ তারিখে আমি এক ছেলের এই ফেসবুক পোষ্ট দেখে অনেক অবাক হয়ে গেলাম।

বাবা মারা গেছে তার , তিনি বাবার লাশ কাধে করে পিক ও তুলেছেন।
আবার ক্যাপশনে দিছে দোয়া করেন।

আচ্ছা ভাই আপনার বাবা ,মারা আপনি মসজিদে গিয়া নামাজ পড়েন ! দোয়া করেন আঙ্কেলের জন্য কিন্তু এভাবে পিক দিয়ে কমেন্ট যুদ্ধে লাভ কি?
আপনার বাবা সো আপনার দোয়াটাই আগে কাজে লাগবে। অন্য জন তো পরের হিসাব।

দিনে দিনে মানুষ কতটা যন্ত্র নির্ভর হচ্ছে সেটা ওনি প্রমান করলেন আবারো।
কালের বির্বতনে আমরা নিজে থেকেই যান্ত্রিকে পরিণত হচ্ছি !!!

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


ফেরেশতারা ফেসবুকে থাকায়, ফেরেশতারা চাচ্ছে যে, মৃতদের তথ্য ওখানেই আসুক।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

সুপ্ত আহমেদ বলেছেন: হাহাহাহাহহাহা.।.।.।.।.।.। তাই বলে কমেন্ট যুদ্ধে?

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬

শায়মা বলেছেন: এরপর মনে হচ্ছে মানুষ নিজেরাও মরে গিয়ে ভুত হয়ে নিজেদের ফটো ফেসবুকে দেবে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

সুপ্ত আহমেদ বলেছেন: হাহাহাহাহহাআহাআহহাহাহাহা............ হয়তো বাঁ তাই হবে

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

শায়মা বলেছেন: হয়তো না সত্যিই তাই হবে।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

সাহসী সন্তান বলেছেন: যত তাড়াতাড়ি সম্ভব উনাকে পাবনা পাঠানোর ব্যবস্থা করেন! পাবনা মানসিক হাসপাতাল তো উনাকেই খুঁজছে!!

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭

প্লাবন২০০৩ বলেছেন: লাভের মধ্যে লাভ হইছে ৭০৫ জন লাইক দিছে, মানে দাঁড়ায় এই যে উনার বাবা মারা গেছে এটা ৭০৫ জন পছন্দ করছে। উনার পুরা গুস্টি মারা গেলে তো মনে হয় অন্তত ৭০০০ লাইক পরব।

এটা শুধু অসুস্থ চিন্তাভাবনা ছাড়া আর কিছুই না।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০

শায়মা বলেছেন: প্লাবন২০০৩ বলেছেন: লাভের মধ্যে লাভ হইছে ৭০৫ জন লাইক দিছে, মানে দাঁড়ায় এই যে উনার বাবা মারা গেছে এটা ৭০৫ জন পছন্দ করছে। উনার পুরা গুস্টি মারা গেলে তো মনে হয় অন্তত ৭০০০ লাইক পরব।

হাহাহাহাহাহাহাহহাাহহাহাহাহাহাহাহা :P
কিন্তু তখন সেই লাইক দেখার জন্য কেউ থাকবেনা । শুধুই উনাদের ভুতেরা ছাড়া!:)

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

প্রামানিক বলেছেন: শেষে কি ফেরাশতারা ফেসবুকে ঢুকলো?

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

শায়মা বলেছেন: ৭. ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬ ১
প্রামানিক বলেছেন: শেষে কি ফেরাশতারা ফেসবুকে ঢুকলো?


ভুতরাও ঢুকেছে ভাইয়া :P

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫

আমি মিন্টু বলেছেন: যাক ফেরেস্তাদের শুধু ফেবুর দিকেই নজর গেছে এহনো সামু পযন্ত আসতে বুদয় সময় লাগবো । :)

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

Shahjahan Ali বলেছেন: হায় দুনিয়া!

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষের আবেগ কমে গেছে । তাই বাপের মৃত্যুতেও স্থির থেকে ছবি তুলতে পারছে । ছেলেটা শোককে শক্তিতে পরিণত করেছে ।

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

পল্লব ফৌজদার বলেছেন: ভাগ্য ভাল সেলফি তোলেনি

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

সাব্বির শওকত শাওন বলেছেন: পরিবর্তন কে সাগত জানাই। ভার্চুয়াল বন্ধুরা ও এখন অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এভাবে ছবি দিয়ে সকলের কাছে দোয়া চাওয়া র মধ্যে খারাপ কিছু দেখি না। এতে প্রয়াত বাবার প্রতি ভালবাসা কমে না, বরং বেশি মানুষের থেকে অল্প সময়ে দোয়া আদায়ের মানসিক শান্তি ও হতে পারে। পরিবর্তন সব সময় ই বিব্রতকর কিন্তু তার জন্য পরিবর্তন থেমে থাকেনি। তার প্রতি আঙ্গুল না তুলে বা তাকে নিয়ে না হেসে তার পিতার জন্য দোয়া করে দিলে তার মন কামনা এবং উদ্দেশ্য পুর্ন হয়। আসলে আমরা পজিটিভ হতে ভুলে গেছি।

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৮

বুলস আই বলেছেন: কুলাঙ্গার

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২১

সুপ্ত আহমেদ বলেছেন: সাব্বির শওকত শাওন বলেছেন: পরিবর্তন কে সাগত জানাই। ভার্চুয়াল বন্ধুরা ও এখন অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এভাবে ছবি দিয়ে সকলের কাছে দোয়া চাওয়া র মধ্যে খারাপ কিছু দেখি না। এতে প্রয়াত বাবার প্রতি ভালবাসা কমে না, বরং বেশি মানুষের থেকে অল্প সময়ে দোয়া আদায়ের মানসিক শান্তি ও হতে পারে। পরিবর্তন সব সময় ই বিব্রতকর কিন্তু তার জন্য পরিবর্তন থেমে থাকেনি। তার প্রতি আঙ্গুল না তুলে বা তাকে নিয়ে না হেসে তার পিতার জন্য দোয়া করে দিলে তার মন কামনা এবং উদ্দেশ্য পুর্ন হয়। আসলে আমরা পজিটিভ হতে ভুলে গেছি


@ভাইয়া পজেটিভ আমরা ভুলিনি।
হয়ত তার কমেন্ট যুদ্ধ দেখলে আর এটা বলতেন না যে আমরা পজেটিভ ভুলে গেছি।
আমরা না হয় একটু মজাই করলাম আপনি নেগেটিভ নিচ্ছেন কেনো ? :p

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৪

সুমন কর বলেছেন: ৭০৫ লাইক এবং ২৩৩ কমেন্ট !!!

সব কিছুর একটা সীমা থাকা দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.