নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারতেই হবে !

সুপ্ত আহমেদ

পজেটিভ কিছু ভাবনা সব সময় থেকেই যাই মনে । ভাবনা গুলোর যেন ডানা মেলা শেষ হয় না ।

সুপ্ত আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আর কত দেখবো এসব ভন্ড হুজুর / পীরদের ভন্ডামি ? ধর্ম নিয়া এরা যা খুশি তাই করতেছে !!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০১

ভিডিও -











মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

কালীদাস বলেছেন: অনেকদিন পর খাসীটার ফটু দেখলাম :D
এগুলা আসলেই আল্লার মাল! অগাথ (পাওয়ারফুল) ভক্তকূলের জন্য আনটাচেবল, আনস্টপেবল :(

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

কবীর হুমায়ূন বলেছেন: ধর্মকে এখন ব্যবসার কাজে নিয়োজিত করেছে ভন্ডরা।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৪

নতুন বলেছেন: বিশ্বাস সকল ধমের মূল মন্ত্র। তাই আপনি সাধারন পাবলিককে বিশ্বাস করাইতে পারলেই তো আপনার ধান্দা চালু।

শিক্ষিত এবং সচেতন না হইলে ধান্দাবাজী থেকে মুক্তি পাওয়া কস্টকর।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

আহমেদ জী এস বলেছেন: সুপ্ত আহমেদ ,




সুন্দর সংগ্রহ ।
কিন্তু কাদের দিব্য দৃষ্টি খুলে দেবেন ? যে দেশের মানুষ সত্যিকার অর্থেই মূর্খ, অশিক্ষিত ( লেখাপড়া জানা সহ আলেখাপড়ার দল ) , যে দেশের মানুষের চিন্তা -চেতনা- কল্পনায় নিজের বেষ্টনীর বাইরে আর কিছু আছে বলে নূন্যতম ধারনা নেই তাদের ?
হবেনা ।
এই ব্যবসায়ীদের দল যতোদিন তাদের চেহারাতে "নুরানী আলো"র চেকনাই ধরে রাখতে পারবে ততোদিন আহাম্মক জনগণকে তাদের দড়িতে ছাগলের মতো বেঁধে রাখতে পারবে ।

মহান সৃষ্টিকর্তা আমাদের সঠিক জ্ঞান দান করুন ।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দেখি এখানে উনাদের কোন ভক্ত বা আশিককুল কাউকে পাওয়া যায় কি না??

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ময়লা আবর্জনা যতই নাড়াচাড়া করবেন ততই তা দূর্গন্ধ ছড়াবে
এবং পক্ষান্তরে তারাই লাভবান হবে। সুতরাং এই বিষয়ে যত
আলোচনা কম হবে ততই মঙ্গল। ময়লা আবর্জনা জ্ঞানে এদের
এড়িয়ে চলুন। তাতে আপনার এবং সমাজের মঙ্গল,
কেন এইসব অস্পৃশ্যদের সামনে আনছেন!

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৯

মোহাম্মদ জামিল বলেছেন: কেউ এদের দেখে না...সরকার এদের দেখে না...এরা কারা...এরা কি? কি এদের শক্তি.....

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৩

সুপ্ত আহমেদ বলেছেন: ধর্মই এদের শক্তি

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৪

দরবেশমুসাফির বলেছেন: ধর্মগ্রন্থ নিজেরা পড়ে বোঝার চেষ্টা না করে ধর্ম বুঝতে অন্যর উপরে নির্ভর করাতেই এই সকল আবর্জনার উৎপত্তি।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

এরিক ফ্লেমিং বলেছেন: আসলে ধর্ম বা ধর্মগ্রন্থ কোনটাই এদের শক্তি বা পুজি নয়। এদের পুজি মানুষের ধর্মান্ধতা, ধর্ম অজ্ঞতা। যারা ধর্মের বিরুদ্ধে কথা বলে বা লেখালিখি করে এবং যারা ধর্মরে লেবাস ধারন করে ব্যবসা করে উভয়ের কাস্টমার ধর্মে অজ্ঞ মানুষ।
আসুন আমরা ধর্ম সচেতন হই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.