নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারতেই হবে !

সুপ্ত আহমেদ

পজেটিভ কিছু ভাবনা সব সময় থেকেই যাই মনে । ভাবনা গুলোর যেন ডানা মেলা শেষ হয় না ।

সুপ্ত আহমেদ › বিস্তারিত পোস্টঃ

শুভ নববর্ষ ২০২৩ !!! B-)

১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১২

অনেকে আমার পোষ্টের শিরোনাম দেখে চমকে যেতে পারেন। কিন্তু এমনটাই ঘটেছে। ছবি নিচে-



একটু জুম করে দেখে নেই :) -


ভাবতেই অবাক লাগে এরকম বিশিষ্ট সনামধন্য লেখক এরকম ভুল কিভাবে করে? B:-/

তিনি লিখেছেনঃ "শুভ নববর্ষ ১৪২৩। সবার জীবন ভরে উঠকু অনাবিল শান্তি, আনন্দ, প্রীতি, কল্যাণ, সুখ ও সমৃদ্ধিতে। সবাই সুস্থ থাকুন, নীরোগ থাকুন, সবাইকে নিয়ে আসুন সবাই ভালো থাকি। ভালো থাকুক বাংলাদেশ। ভালো থাকুক আমাদের প্রিয় পৃথিবী।।" ( এডিটের পর, এখনো আছে স্ট্যাটাসটি)

ভুলগুলোঃ

১/ "উঠকু" উঠকু বলে কিছু কি আছে ? আমি তো এতো দিন জানতাম "উঠুক" বলে কিছু আছে।
২/ "সুস্থ" ? সুস্থ্য এটাই তো শিখেছিলাম :)
"সবাই সুস্থ থাকুন, নীরোগ থাকুন, সবাইকে নিয়ে আসুন সবাই ভালো থাকি।" (যদিও এটা কোন ভুল না তবুও আমার প্রশ্ন, সবাইকে নিয়ে কোথায় যাবো? এই কথার কনো মানেই বুঝলাম না :P

সমস্যাটা আসলে অন্য জায়গায়। নিয়মিত পশ্চ্যাত বিষয় গুলো ফলো করা, আর এক দিনের জন্য বাঙ্গালী হওয়া।
নববর্ষ ১০ বছর আগে ছিলো অন্য রকম এখন ২০১৬ তে অন্যরকম। এখন মেক্সিমামই দেখা যায় নববর্ষ মানে বিএফ/জিএফ দের জন্য ভেলেন্টাইন্স পার্ট টু + বড় অঙ্কেল আন্টি দের জন্য লাল-পানির পার্টি। সো এরকম ভুল হতেই পারে :) :P
ব্যাপার ঐটা না ব্যাপার হলো পোষ্টটা করার পর কি চেক করা উচিত ছিলো না? নাকি পোষ্ট করেই তিনি ঘুমাই গেছিলেন? আমার মনে হয় হুশ হারিয়ে ফেলেছিলেন নববর্ষের আনন্দে । B-))

এনিওয়ে পোষ্টটা ক্রিটিসাইজের জন্য না। পোষ্টটা হুশ ফিরিয়ে দেওয়ার জন্য।

শুভ নববর্ষ ১৪২৩ :)

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৩

আহলান বলেছেন: ভাই মানুষ মাত্রই ভুল। এক ইব্লিশ আর ফিরেশ্তা ছাড়া কেউই ভুলের উর্ধে নয় ...

১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৩

সুপ্ত আহমেদ বলেছেন: কিন্তু ১ ঘন্টা পর এডিট? হাহাহা্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌,

২| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৫

আবু মোহাম্মদ নাসিম বলেছেন: হুম ফেসবুকে উনার এই লেখাটা আমিও দেখেছি!অনাকাঙ্খিত ভুল!

৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: যত দোষ ইলিশের। এই ইলিশ মাছ আনিসুল হক সাহেবের মাথা আউলা কইরা দিছে।

ভুল সকলেরই হয় ভাই। দেরিতে হলেও তিনি যে এডিট করে দিয়েছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ।

আপনাকে নববর্ষের শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪২

সুপ্ত আহমেদ বলেছেন: B-) B-) B-)

৪| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৬

একাকি দুশমন বলেছেন: একদিন বাঙ্গালি ছিলাম রে....................। হ্যাঁ এইটা অনাকাঙ্খিত ভুল! তবে এতে আমাদের একটা ম্যাসেজ দিয়েছে। যা একদিন বাঙ্গালি হবার।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১

গেম চেঞ্জার বলেছেন: আমার একটা টি-শার্টের কথা মনে পড়ে গেল যেটাতে লেখা ছিল- "একদিন বাঙ্গালি ছিলাম রে"। উপরের কমেন্ট পড়ে।

যাইহোক, সুস্থ শব্দটিই আধুনিক রীতি হতে পারে। আর এত ভূল ধরলে যে ভুল করেছে তার জন্য বিব্রতকর আবার যে ভুল ধরেছে তার জন্যও একটু বাড়াবাড়ি পর্যায়ে পড়ে। যেহেতু ঠিক করে নিয়েছেন পুঠুনদা।

১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৬

সুপ্ত আহমেদ বলেছেন: হাহাহা

৬| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৪

সুশীল দত্ত বলেছেন: গুছিয়ে লিখতে লিখতে যদি লাল পানি শেষ হয়ে যায়। :-B

৭| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হে হে ভাই, আমি দেখি ২৩ মিনিটের সময়... :-P :-P

৮| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

মেমননীয় বলেছেন: সুস্থ বানান ঠিকই আছে।

স্বাস্থ্য লিখতে ্যফলা লাগে, সুস্থ লিখতে লাগেনা।

৯| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৫

ঢাকাবাসী বলেছেন: এগুলোকে ভুল বলা যায় না মনে হয়। সুস্হ বানান ঠিকই আছে। 'সবাইকে নিয়ে আসুন' এতে ভুলটা কোথায়? 'আসুন সবাই মিলে দেশকে গড়ি' বলে নিশ্চই সবাই আন্দামান বা সাইবেরিয়া যাবেনা! আনিসুল হক সজ্জন উচ্চশিক্ষিত ভাল মানুষ। ধন্যবাদ।

১০| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

শায়মা বলেছেন: হা হা

এমন ভুল আগেও অনেককেই করতে দেখেছি। পহেলা বৈশাখের অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে বা রবীন্দ্র সঙ্গীত গাইতে গিয়ে সনামধন্য শিল্পীরাও এমন ভুল মাঝে সাঝে করে। গত বছরও এমনই এক শিল্পীকে বলতে দেখেছিলাম ২০২২

১১| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

বিজন রয় বলেছেন: ভুল হতেই পারে। অভ্যাস অনেক খারাপ।

১২| ১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১২

বীরশ্রী বলেছেন: এবিষয়ে আমি লিখছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.