নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারতেই হবে !

সুপ্ত আহমেদ

পজেটিভ কিছু ভাবনা সব সময় থেকেই যাই মনে । ভাবনা গুলোর যেন ডানা মেলা শেষ হয় না ।

সুপ্ত আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ভূমিকম্পের সময় নিজেকে কিভাবে রক্ষা করবেন? শিখুন, অন্যকেও শেখান ।

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩

ভূমিকম্পের সময় আমরা অনেকে কিছু ভুল করে থাকি যেগুলো থেকে বিরত থাকাটাই উত্তম।
কিছু প্লান আর পুর্ব-পরিকল্পনার মাধ্যমে ভূমিকম্পের সময় নিজেকে রক্ষা করা সম্ভব।
নিচের টিপস গুলো অনুসরণ করুন।




এডভান্স সেফটি-
১! বাসার আসবারপত্র ( বুক-সেলফ, সোকেস,ওয়ারড্রফ ইত্যাদি) ড্রিলম্যশিন এর সাহায্যে শক্ত ক্লামের মাধ্যমে আটকে দিন দেওয়ালের সাথে।


যেন ভূমিকম্পের সময় এগুলো হেলে বা আঁচড়ে না পড়ে মাটিতে।
২! একটি ব্যাগে প্রয়োজনীয় কিছু টুলস আগে থেকে গুছিয়ে রাখুন। যেমন- ছোট হাতুড়ি,একটি কাটার বা অটোড্রিলম্যাশিন, পানি, ছোট মেডিক্যাল বক্স, শুকনা খাবার, টর্চ লাইট, ফোন, বাঁশি ইত্যাদি।

৩! বিল্ডিং বা বাসা থেকে দ্রুত বের হবার জন্য অতিরিক্ত দরোজা করে রাখতে পারে।


ভূমিকম্পের সময় করণীয় -
ভূমিকম্পের সময় মেক্সিমাম সবাই খুব বেশি ছোটাছুটি করে থাকেন এই ভেবে আপনাকে ফাঁকা স্থানে যেতে হবে, বা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে।
কিন্তু এই ধারনাটা ভুল। ভূমিকম্পের সময় যতটা পারেন নিজেকে ঠান্ডা রাখুন। মনে রাখবেন অধিক উত্তেজনা বিপদে ফেলতে পারে।


১! ভুমিকম্পের সময় ছোটাছুটি না করে শান্ত থাকুন । ভূমিকম্পের সময় দৌড়ানো থেকে বিরত থাকুন। সাবধানে ধিরে চলুন।
আপনি যদি ড্রাইভ করেন তো সেখানেই থেমে যান। কিন্তু ফাঁকা জায়গায় অবস্থান করবেন সেটা আগে নিশ্চিত করুন। সিঁড়ি দিয়ে নামার সময় সাবধানে নামুন। হোঁচট খেয়ে পড়ে আহত হতে পারেন।



২! বড় বিলডিং বা গাছ, বৈদুতিক পোল , গ্যাস লাইন থেকে দূরে থাকুন। ভুমিকম্পন বুঝতে পারলে সম্ভব হলে বাসার গ্যাস লাইন ও বিদ্যুৎ লাইন অফ করুন।


৩! ধরুন আপনি ৫ তলা একটি বিল্ডিং এর ৫ তলা বা ৪ তলায় অবস্থান করছেন। ভূমিকম্পের স্থায়িত্ব খুব বেশি সময় না। সুতরাং যেখানে আছেন সেখানেই নিজের সেফটি নিন সেটা ৪ তলা বা ৫ তলায় হোক না কেনো।
যদি সম্ভব হয় ছাদে চলে যান। ওটাই সব থেকে নিরাপদ। রুমের ভিতরে দরোজা , জানালা, গ্লাস, আসবারপত্র থেকে দূরে থাকুন। রুমের টেবিল অথবা খাট এর নিচে অবস্থান নিন। DROP> COVER > HOLD
ছবিতে দেখুন।




ভূমিকম্পের পরে যা করবেন-
যদি বিল্ডিং এর ভিতরে আটকা পড়েন তবে - বেরিয়ে আসার চেষ্টা করুন। অথবা বাঁশি বা কোন ভাবে শব্দ করে উদ্ধার কর্মিদের কে আকর্ষণ করুন যতক্ষন না আপনি উদ্ধার হচ্ছেন।


আর আপনি যদি সুস্থ ও নিরাপদ থাকে তবে পাশের বাসা বা অন্যান্যরা নিরাপদ আছেন কিনা নিশ্চিত করুন।


ধন্যবাদ ! সবাই সুস্থ ও নিরাপদ থাকবেন। পোষ্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যকেও জানতে সাহায্য করবেন।

মন্তব্য ২২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: খুবই দরকারি পোস্ট। মডারেটরা চাইলে স্টিকি করতে পারেন।

২| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৫

শায়মা বলেছেন: আমি তো এসব মনে হয় কিছুই করতে পারবোনা। :(

দিন দিন ভূমিকম্প বেড়ে যাচ্ছে। আসলেই চিন্তার ব্যাপার।:(

৩| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৯

অন্তহীন আকাশ বলেছেন: খুবই দরকারি পোস্ট

৪| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩১

ডি মুন বলেছেন: সুন্দর পোস্ট।

ধন্যবাদ আপনাকে।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৪

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, খুব ভাল পোস্ট ||

৬| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০

সুশান্ত হাসান বলেছেন: উপযোগী পোস্ট,,,

৭| ১৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৭

সুমন কর বলেছেন: চমৎকার কার্যকরী পোস্ট। ধন্যবাদ।

৮| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৭

মুক্তমনা ব্লগার বলেছেন: শিক্ষণীয় পোস্ট ।

৯| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪

আমিই মিসির আলী বলেছেন: ভালো লেখা।
ধন্যবাদ।

১০| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪

ফয়সাল রকি বলেছেন: সময় উপযোগী পোস্ট। +++

১১| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৯

মির্জা বাড়ির মেজো বউ বলেছেন: ভুমিকম্প রোধে বিল্ডিং এর বেইজ ডিজাইন করার আগে যা যা করণীয়

১২| ১৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:১১

কালনী নদী বলেছেন: ভাল, আরো ভাল হত শহরের সবকটি বিল্ডিং ভেঙ্গে ফেলে নতুন পরিকল্পনা করে শহর আবাদ করলে!

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৪

সাগর মাঝি বলেছেন: দরকারি পোষ্ট। সবার জানা দরকার।

পোষ্টের জন্য ধন্যবাদ!!!!

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৪

গোল্ডেন গ্লাইডার বলেছেন: দরকারি পোস্ট

১৫| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

দরকারি পোস্টটি রেখে দিলাম প্রিয়তে।
লেখককে অনেক ধন্যবাদ।

১৬| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৯

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: সরাসরি প্রিয়তে...

১৭| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৮

Arafat Shawon বলেছেন: হুম

১৮| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

শামছুল ইসলাম বলেছেন: খুবই দরকারি পোস্ট।
প্রিয় নিলাম।

১৯| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সময়োপযোগী ও গুরুত্বপূর্ন পোস্ট।

কাজে লাগবে।

ধন্যবাদ আপনাকে। :)

২০| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৫

সুপ্ত আহমেদ বলেছেন: ধন্যবাদ সবাইকে :)

২১| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯

ইয়েলো বলেছেন: জানা জরুরী।শেয়ার দিলাম

২২| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: শিলহতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.