নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারতেই হবে !

সুপ্ত আহমেদ

পজেটিভ কিছু ভাবনা সব সময় থেকেই যাই মনে । ভাবনা গুলোর যেন ডানা মেলা শেষ হয় না ।

সুপ্ত আহমেদ › বিস্তারিত পোস্টঃ

পুত্রবধূ vs নিজের মেয়ে !

০৯ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৩



আমরা সব বিষয়ে সেলফিস । :) আর সেটাই মনে হয় মানুষের বড় পরিচয়।
১/
মনেকরুন, আপনার বাসায় আপনার একটা মেয়ে আছে সাথে একটা ছেলেও। তো আপনার মেয়ে বাজার থেকে ১ বক্স আইস্ক্রিম কিনে নিয়ে আসলো , এবং আপনার মেয়ে আর সেই ছেলে মিলে একরুমে বসে সেটা দুজনে মিলে খেয়ে নিলো। বাসার বাকি সবাইকে না দিয়ে।
প্রশ্নঃ আপনার মেয়ে আর ছেলে যে একাই আইসক্রিম খেয়ে নিলো এতে আপনাদের বাসার সবার খারাপ লাগে নি? অনুভুতি টা কি?
উত্তরঃ ওরা তো আমার ছেলে-মেয়ে ওরা খেতেই পারে খারাপ লাগার কি আছে ! (সম্ভবত সবাই এই উত্তরটাই দিবে)
২/
আজ আপনার বাসাই ২/৩ জন গেস্ট আসছে। ধরুন হুট করেই চলে আসছে। এই মুহুর্তে আপনার কাছে খুব বেশি টাকা নাই। মাসের শেষে বেতন পাবে। ঐ দিকে ফ্রিজে মাংস বা মাছ তেমন নেই। ধরুন আপনার বাসায় ফেমিলি মেম্বার ৪ জন আর গেষ্ট ৩ জন। গ্রিজে একটা মুরগি আছে সেটা মেহমান উপলক্ষে মুরগিটা রোষ্ট করবেন। রোষ্ট করলেন , গেস্ট ৩ জনকে ৩ টা রোষ্ট পিছ দিলেন বাকি থাকলো একটা, সেটা আপনার ছোট্ট বাচ্ছা কে খেতে দিলেন।আপনি সহ বাকি ৩ জন রোষ্ট পেলো না।
প্রশ্নঃ এই মুহুর্তে ফ্যামিলির বাকি মেম্বার গুলোর কেমন লাগবে?
উত্তরঃ সিম্পল যেহুতু মুরগি ছিলো না তাই এটা কোন ব্যাপার না। বাকি সবাই এ বিষয় কিছু মনে করবে না।
গল্প ২ টা যদি এবার উল্টে নেই ? মনে করুন সেই আপনার ঐ স্থানে আপনার ছেলের বউ / বৌমা /পুত্রবধূ যদি হয় ।
১ /
মনেকরুন, আপনার বাসায় আপনার পুত্রবধূ আর তার ভাই আছে । তো আপনার পুত্রবধূ বাজার থেকে ১ বক্স আইস্ক্রিম কিনে নিয়ে আসলো , এবং আপনার বৌমা আর তার ভাই মিলে একরুমে বসে সেটা দুজনে মিলে খেয়ে নিলো। বাসার বাকি সবাইকে না দিয়ে।
প্রশ্নঃ আপনার পুত্রবধূ আর তার ভাই যে একাই আইসক্রিম খেয়ে নিলো এতে আপনাদের বাসার সবার খারাপ লাগে নি? অনুভুতি টা কি?
উত্তরঃ ছিঃ ছিঃ ছিঃ! এক রুমে বসে ওরা একা একাই খেয়ে নিলো একবার ও বললো না । আরো কত কি ব্লা ব্লা ব্লা............। এক কথায় বড় একটা লিস্টের বদনাম।
২/
মনে করুন আপনার বৌমা/ পুত্রবধূ এর বাসার পক্ষ থেকে কিছু গেষ্ট আসলো। তো রান্না বান্না আপনার পুত্রবধূই করলো ২ নং গল্পের মত -
(আজ আপনার বাসাই ২/৩ জন গেস্ট আসছে। ধরুন হুট করেই চলে আসছে। এই মুহুর্তে আপনার কাছে খুব বেশি টাকা নাই। মাসের শেষে বেতন পাবে। ঐ দিকে ফ্রিজে মাংস বা মাছ তেমন নেই। ধরুন আপনার বাসায় ফেমিলি মেম্বার ৪ জন আর গেষ্ট ৩ জন। গ্রিজে একটা মুরগি আছে সেটা মেহমান উপলক্ষে মুরগিটা রোষ্ট করবেন। রোষ্ট করলেন , গেস্ট ৩ জনকে ৩ টা রোষ্ট পিছ দিলেন বাকি থাকলো একটা, সেটা আপনার ছোট্ট বাচ্ছা কে খেতে দিলেন।আপনি সহ বাকি ৩ জন রোষ্ট পেলো না )
বাসার সবাই রোষ্ট পেলো না। আপনার পুত্রবধূ আপনার ছেলেকে বাকি রোষ্ট টা কিয়ে দিলো।
প্রশ্নঃ এই মুহুর্তে ফ্যামিলির বাকি মেম্বার গুলোর কেমন লাগবে?
উত্তরঃ হ্যাঁ বৌমা দের বাপার বাড়ির লোক আসলে সব জুটে আমাদের বেলায় থাকে না বা জুটে না ব্লাব্লাব্লা.................. !
মুলকথাঃ সব গুলো ঘটনা একই কিন্তু পার্থক্য একটাই, একটা আপনি নিজে অথবা আপনার নিজের মেয়ে আর অন্যটা পরের মেয়ে বা বৌমা/ পুত্রবধূ ।
নিজের মেয়ে যাই করুক না কেনো কিচ্ছু মনে হবে না। কিন্তু , যখনি বাড়ির বৌ কিছু করবে তখনি সেটা নিয়ে হই হই রই রই.........!
আসলে নিজের মেয়েকেই আমরা ভালোবাসতে পারি অন্যের টা না।
ফ্যামিলিতে যত সমস্যা সেটা আমাদের মনের সমস্যা । সহজে নিলে সহজ , আর জটিল করলে কথা থাকে না।
আমরা সব সময় নিজের সার্থ নিয়েই ব্যাস্ত ! :/
বিঃদ্রঃ হাতের ৫ আঙ্গুল সমান না। ;)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

ভগবান গণেশ বলেছেন: আসলে আমাদের উন্নত ও রুচিশীল মানসিকতা গড়ে তুলতে হবে।

২| ০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার লেখার উদ্দেশ্য ঠিক আছে, তবে উদাহরণ/উপমা ঠিক নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.