নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খান মোঃ মূর্খ পন্ডিত

ভাল চিন্তার মানুষ

খান মোঃ মূর্খ পন্ডিত › বিস্তারিত পোস্টঃ

এডাম টিজিং

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৮

টিজিং বললেই আমরা ইভ টিজিং মনেকরি যদিও জানি এডাম টিজিং নামের আরেক প্রকার টিজিং আছে। এটা শুরু হয়েছে বেশ আগে থেকেই সেটাও আমাদের জানা, যদিও এত মজার জিনিসটা আজই আমি প্রথম দেখলাম। খারাপ না!!!! Interesting কিন্তু। যাই হোক আমার মূল আলোচ্য বিষয় টিজিং নয়, বলব অপমান বা insult বিষয়ে। টিজিং এর মতো ইনসাল্ট-কেও দু'ভাগে ভাগ করা যায়। এক. Stubborn বা গোঁয়ারমী স্টাইল, আরেকটা হল ভদ্রবেশী স্টাইল। ভদ্রবেশীদের চেয়ে গোঁয়ারমি স্টাইলটা তুলনামুলক ভাল। কারণ গোয়াঁররা যা করে সরাসরি তাদের সাহস আছে কিন্তু ভদ্রবেশীরা মারাত্মক!!! ওরা আপনার হয়ে আপনার মন মতো চলবে চালাবে বলবে বলাবে কিন্তু সুযোগে আপনাকে এমনভাবে অপমান করাবে বা করবে তখন আপনি বুঝতে পারবেন ওরা কত বড় হারামি। ওদের সবচেয়ে খারাপ দিক হলো ওরা মুনাফিক এবং কাপুরুষ। আমরা এই ভদ্রবেশীদেরকে যদিও হারামি মুনাফেক কিংবা কাপুরুষ বলি কিন্তু অমানুষ বা পশু বলি না, কারণ আমরা সবাই চাই ওরা পশু না হোক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.