নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ফাহমিদা বারী

আমার ব্লগ মানে গল্প। গল্প পড়ার আমন্ত্রণ জানাই :)

ফাহমিদা বারী › বিস্তারিত পোস্টঃ

নতুন বইয়ের প্রি অর্ডার

২৬ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:০৩



আমার পঞ্চম মৌলিক গল্পগ্রন্থ 'সুচেতনা... কত দূরে তুমি'র আজকে থেকে প্রি অর্ডার শুরু হয়ে গেল।
নয়টি গল্প আছে বইটিতে। ছোটগল্পের সংজ্ঞায় ফেলা গেলেও গল্পগুলো আকার আকৃতিতে বেশ বড়। নির্দিষ্ট থিমে লেখা গল্পগুলো পড়তে আশাকরি ভালোই লাগবে।
গল্পগুলো যে ভাবনায় রচিত তা কিছুটা তুলে ধরছি,
''
‘সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ
বিকেলের নক্ষত্রের কাছে;’

জীবনানন্দ সুচেতনাকে কল্পনা করেছেন বিচ্ছিন্ন দ্বীপে একাকী বাস করা এক শুভ চেতনার সঙ্গে। পৃথিবীর গভীরতম অসুখে যার ফিরে আসাটাই হতে পারে এক সাড়ম্বর অভ্যর্থনার উপলক্ষ।

হিংসা বিদ্বেষ ঘৃণা প্রতারণা আর পাপাচারে ডুবে থাকা পৃথিবীতে আজ শুভ বোধগুলো বিদায় নিয়েছে। অথবা তারা পালিয়ে গেছে সেই বিচ্ছিন্ন নির্জন দ্বীপে। মানুষের চির আরাধ্য এই সবুজ পৃথিবী রূপ নিয়েছে অনাচারের এক ভয়ানক অভয়ারণ্যে।
‘সুচেতনা, কতদূরে তুমি?’ জীবনানন্দের সেই সুচেতনাকেই ফিরে পাবার অন্তর্গত আকুতি। এটি আমার পঞ্চম মৌলিক গল্পগ্রন্থ। বিষয়বস্তুর আলোকে লেখা গল্পগুলোর পরতে পরতে পাঠক যাতে সুচেতনাকে খুঁজে ফেরে, সেটিই ছিল আমার একান্ত ইচ্ছে।
হয়ত আরো বহুদিন তাকে খুঁজে ফিরতে হবে। হয়ত কখনো পৃথিবীর বিশুদ্ধ ভূমিতে সত্যি সত্যিই তার আবির্ভাব ঘটবে। অথবা হয়ত কোনোদিন অসুস্থ পৃথিবীর ধুঁকে ধুঁকে বেঁচে থাকা মানুষেরা নোঙর ফেলবে সুচেতনার একান্ত নিজস্ব দ্বীপে।

সেই সময়ের প্রত্যাশাতেই হয়ত পৃথিবী বেঁচে থাকবে আরো লক্ষ কোটি বছর।
''
বইটি প্রি অর্ডার করতে চাইলে যেকোনো অনলাইন বুকশপে অথবা চলন্তিকার পেজে নক করতে পারেন।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পঞ্চম মৌলিক গল্পগ্রন্থ 'সুচেতনা
.........................................................
সাফল্য কামনা করছি ।

২৬ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৫

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ অশেষ। পড়ে দেখুন কেমন লিখলাম :)

২| ২৬ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: ঠিক আছে পড়ে দেখবো।

২৭ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:০৯

ফাহমিদা বারী বলেছেন: শুকরিয়া।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: বইটির ব্যাপক সাফল্য কামনা করছি। বইমেলায় গেলে সশরীরে সংগ্রহ করার আশা রাখি।
শুভকামনা...

২৭ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:০৯

ফাহমিদা বারী বলেছেন: কৃতজ্ঞতা জানবেন। নিজের মতামত জানালে খুশি হব।

৪| ২৭ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪

আলামিন১০৪ বলেছেন: বই মেলায় গেলে কি বান্ধবীকে দেখতে পাব? তাহলে একখানা সৌজন্য কপি নিয়ে আসব-
সামুর ব্লগারদের জন্য বোগো অফারের আবেদন জানাচ্ছি

২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৭

ফাহমিদা বারী বলেছেন: আমি তো কাঊকে সৌজন্য কপি দিই না। কারণ সেই কপিগুলো পঠিত হয় না। বই কষ্ট করে দুই পয়সা খরচ করে কিনেই নিতে হবে। কিছু করার নাই। তবে প্রি অর্ডার চলছে যেহেতু এখন অর্ডার করলে কম দামে পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.