নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

অন্তর্বর্তীকালীন সরকার দেশ শাসন ও জনগনের প্রত্যাশা পূরণে ব্যর্থ

০২ রা জুলাই, ২০২৫ দুপুর ১:৩১



বৈষম্য বিরোধী আন্দোলন এর মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন জন আন্দোলনে পরিণত হয়ে গণঅভ্যুত্থান মাধ্যমে হাসিনাকে তাড়াতে পারলেও যে উদ্দেশ্য; যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সর্ব স্তরের জনগণ ও ছাত্ররা (বিশেষ করে বেসরকারি , স্কুল , কলেজ ও ইউনিভারসিটির ছাত্ররা ) গণঅভ্যুত্থানকে সফল করেছিলো সে উদ্দেশ্য সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে । আইন শৃঙ্খলা থেকে শুরু করে দুনীতির, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি । কোনটাই এ সরকার বন্ধ করতে পারে নাই । যদি রেমিটেন্সের কথা বলি , তাহলে আন্দোলনের পূর্বে ও দেশের রেমিটেন্সের এমন অবস্থা ছিল ।

এমন একটি সেক্টর নেই যেখানে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে । চাঁদাবাজি থেকে শুরু করে অর্থ পাচার সব ই চলছে হাসিনা স্টাইলে । মাঝখানে কিছু মেয়াদ উত্তীর্ণ মাল শর্ট টার্ম মেমোরি লস্ট, শেষ বয়সে জাতিকে হাই কোট দেখাচ্ছে । এক বছর আগেও যাদের তিন বেলা খাওয়ার টাকা ছিলো না । তারা আজ অস্ত্রের ম্যাগজিন নিয়ে ধরা পড়ে এয়ারপোর্টে । এটাই কি জুলাই আন্দোলনের ফসল ?

দেশের মানুষের প্রধান খাদ্য ভাত ও রুটি ।
অথচ দেশের ধান ও গমের বাজার এখনো সেই পুরাতন সিন্ডিকেটের হাতে জিন্মি। তাই প্রতিনিয়ত বাড়ছে চালের মূল্য । অথচ উপদেষ্টারা নির্লজ্জের মতো দুর্নীতিবাজ হাসিনার দোসরদের ছেলে-মেয়ের বিয়ে খেয়ে বেড়াচ্ছে । ইউনুস সাহেব বলেছেন ," দেশে আর কখনো ফ্যাসিস্ট এর আবির্ভাব না; ঘটলেই নাকি গন গণঅভ্যুত্থান ঘটবে ।

ইউনুস সাহেবকে বলতে চাই , "দেশে আবারো ফ্যাসিস্টবাদ মাথা চাড়া দিয়ে উঠলে , জনগণ আন্দোলনের পাশাপাশি এ জিনিসটাও মাথায় রাখবে দেশে যেনো আর কোন অযোগ্য,অর্থব মেয়াদ উত্তীর্ণ কেউ ক্ষমতায় যেতে না পারে।"

এখনো সময় আছে , সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে কেটে পড়ুন । সেনা বাহিনীই যা করার তা করবে ।

অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থা ও ব্যর্থতায় আমি ব্যক্তিগত ভাবে হতাশ ।

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৪:২৪

ওমর খাইয়াম বলেছেন:



আজকের বিশ্বে, বানরও সেনা শাসন চাহে না।

০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:১০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ওমর খাইয়াম @ ছাল নাই ডগির বাঘা নাম :০ , কিছু কিছু মানুষের জন্য সেনাবাহিনী এখনো যমের মতো কাজ করে । যেমন হাসিনা - মরারা আগ পর্যন্ত মনে রাখবে সেনা বাহিনী কি জিনিস ।

ওয়েল কাম মহাপ্রাণী সরি মহাজ্ঞানী আংকেল । আপানাকে খুব মিস করি ..

২| ০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৪:৩২

সৈয়দ কুতুব বলেছেন: খাইয়াম@বানর শুধু শেখ হাসিনার শাসন চায় ? এর কারণে কি তারা মানুষ হতে দেখা যায় না ? :)

০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:১২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ওনারা হচ্ছে, জাত অন্ধ । নিজ দেশ ভেসে গেলেও ওনাদের দুনীতিবাজদেরকেই চাই । কারণ ওনারা নিজেরাই পরজীবি চাটুকার শ্রেনীর । সত্যটা বলতে জানেন না ।

৩| ০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৭

ওমর খাইয়াম বলেছেন:



@কুতুব,

আমার ব্লগিং'এ আমি কি কোথায়ও বলেছি শেখ হাসিনা জ্ঞানী ছিলেন? আপনি বেকুবী করে শেখ হাসিনাকে টানেন কেন?

পাকিস্তান ও ভারতের দিকে তাকিয়ে দেখেন, কোনটা নিজ পায়ে দাঁড়ায়েছে?

৪| ০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৩

ঢাবিয়ান বলেছেন: পুরোপুরি একমত আপনার সাথে। অস্ত্র করে রাখা হয়েছে উপদেষ্টাদের মাথা বরাবর। উপদেষ্টারা এখন জান নিয়ে পালাতে পারলে বাচেঁ !!

০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:১৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এসব ভুয়া কথা ভাই । রাস্ট্র পরিচালনা করতে যে যোগ্যতা লাগে তা ইউনুস সাহেব ছাড়া অন্য উপদেষ্টাদের একজনেরও নাই । উপদেষ্টাদের অনেকেই আজকে "পাদ দিলে তিনদিন পর খবর হয় , পায়খানা হয়ে গেছে ।" আর আমরা ওনাদের হাতে দেশ তুলে দিয়ে , জুলাইয়ের আন্দোলনের সুফল চাইছি ।

৫| ০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৯

ওমর খাইয়াম বলেছেন:



@ঢাবিয়ান,

আপনার রাজনৈতিক প্রজ্ঞা কাজ করছে, আপনি "সেনা বাহিনীর" শাসন চেয়েছিলেন!

৬| ০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:০৩

সৈয়দ কুতুব বলেছেন: খাইয়াম@অন্তর্বর্তী সরকারের বিকল্প কী ছিল? জাতীয় সরকার? ১১ মাস তো দেখলেন। কী মনে হয় জাতীয় সরকার হলে এরচেয়ে ভালো কিছু করা যেত? যে কোনো দেশে ডিক্টেটরের পতন ঘটলে প্রবলেম থাকবেই। ভারত-পাকিস্তানের উদাহরণ টেনে কী বোঝাতে চান? ভারতে কি শেখ হাসিনার মতো স্বৈরাচারী সরকার এসেছে? পাকিস্তানের আর্মি এস্টাব্লিশমেন্টের মতো বিডি আর্মি কি শেখ হাসিনার পলিসি মেকিং করে দিত? শেখ হাসিনা বিডিআর অফিসার হত্যা করার পর কেন আর্মি উনাকে উৎখাতের চেষ্টা করেনি?

৭| ০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:০৫

কাঁউটাল বলেছেন: জনগনের প্রত্যাশা হল "ছাগল খায় আম" এবং হাউয়ামী গং এর লোকজনকে ধরে ধরে মব জাস্টিস করা - সেইটা এই সরকার পুরণ করতে পারে নাই।

০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:১৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এমন একটা সেক্টর বলেন যেখানে ওনারা সফল হয়েছে ।

৮| ০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:০৮

সৈয়দ কুতুব বলেছেন: খাইয়াম@২০০৮ সালে পাওয়ারে এসেছে কার কাধে চড়ে ? সবাই কমবেশি হেলপ নিয়েছে।

৯| ০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:১০

সৈয়দ কুতুব বলেছেন: কাউটাল@আপনার মতো মানুষ কপাল গুণে সরকারে তাই এই সরকার ফেইল মারছে।

১০| ০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:২০

রাসেল বলেছেন: অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের অনেক নেতিবাচক কার্যক্রম আমরা জানি। অন্য কিছু উপদেষ্টার ব্যক্তিগত ভাবমূর্তি ভালো নয়।

এই সরকারকে কাজ করতে দেয়া হয় নাই, ইহাও সত্য।

০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:২৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: রাসের @এই সরকারকে কাজ করতে দেয়া হয় নাই, ইহাও সত্য।

কাজ করতে দেওয়া হয় নাই - এটা ভুয়া কথা ভাই ।

কাজ করতে দেওয়া না হলে - মিডিয়া আছে জনগন সাথে ছিলো । সংবাদ সন্মেলন করে বললেই হতো । পদত্যাগ করতে পারতো । তা না করে মোয়া খাচ্ছে । ক্ষমতার অনেক মধু যার চোদ্দ পুরুষের কেউ অস্ত্র দেখে নাই তার ব্যাগে ব্যাগে ম্যাগজিন থাকে ....

১১| ০২ রা জুলাই, ২০২৫ রাত ৯:৩১

কামাল১৮ বলেছেন: চিন্তা শক্তি বাড়ানোর উপায় বলেন।কোন চিন্তা কাজ করছে না।আশি পার না হতেই এই অবস্থা আশি পার হলে কি হবে।

০৩ রা জুলাই, ২০২৫ সকাল ১০:১৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আল্লাহর সৃস্টি প্রতিটি বস্তুর দিকে তাকান তাদের গঠন প্রনালী নিয়ে ভাবুন চিন্তা করার বিষয় পেয়ে যাবেন । এ ছাড়া ও ব্যক্তিগত পর্যায়ে কথা কম বলে পড়া ও লেখা বাড়িয়ে দিন :)

১২| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১০:১৩

সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@মেডিটেশন করেন Click This Link

উপকার পাবেন ।

১৩| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১০:১৬

সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@https://youtu.be/-8N9UR6OTCs?si=CpiSbMUQ49LlVEio ।

১৪| ০৩ রা জুলাই, ২০২৫ ভোর ৪:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমি তো শুনেছি তারা নাকি টোকাই বাহিনীতে পরিণিত হয়েছে।

০৩ রা জুলাই, ২০২৫ সকাল ১০:১৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: তাই তো বোঝা যাচ্ছে , তারা একটি দলকে ক্ষমতায় এনে নিজেদের অর্জিত অর্থকড়ি নিরাপদ করতে চাইছে ।

১৫| ০৩ রা জুলাই, ২০২৫ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: উপদেষ্টারা পুরোপুরি ব্যর্থ।

০৩ রা জুলাই, ২০২৫ সকাল ১০:১২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এবং সেই সাথে নিলজ্জ

১৬| ০৩ রা জুলাই, ২০২৫ সকাল ১১:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এতো অল্প সময়ে হিমালয় সমান আবর্জনা পরিস্কার করা সম্ভব না; অযথা ইনটেরিম সরকারকে দোষারোপ করা ঠিক না।

০৩ রা জুলাই, ২০২৫ দুপুর ১২:০১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আর্বজনা পরিস্কারের জন্যই দ্বায়িত্ব নিয়েছে, "হাসিনার দোসর দুনীতিবাজদের ছেলে মেয়ের বিয়ে খাওয়ার জন্য কেউ তাদের দ্বায়িত্ব দেয়নি ।"

১৭| ০৩ রা জুলাই, ২০২৫ দুপুর ২:০৭

রবিন.হুড বলেছেন: সঠিক বিশ্লেষণ

০৩ রা জুলাই, ২০২৫ বিকাল ৩:২২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.