নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=স্মৃতি ঘরে মারি উঁকি=

০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:৩৬


বন্ধ চোখে স্মৃতি ঘরে
যেই না দিলাম উঁকি,
দেখি সেথায় ঝুলছে গাছে
মেয়ে এক -টুকটুকি!

দুরন্ত সেই দিনগুলোতে
মন যে দিলো হানা,
প্রজাপতি হয়ে আমি
মেলে দিলাম ডানা!

আমের শাখে বসে বসে
আম পেড়ে খাই সুখে,
রসে ভরা সময় আমার
আমের আঁটি মুখে!

ডানপিঠে সেই প্রহরগুলো
আজও আমায় ডাকে,
একলা হলে অতীতে যাই
নিত্য কর্মের ফাঁকে!

দোলনা ঝুলাই গাছের শাখে
গরুর রশি খুলে,
বুড়ো আমি ঠিক তখনি
বেমালুম যাই ভুলে!

রোজ দুপুরে গাছের ছায়ে
গল্প উড়ে ধুলায়,
বর্তমানে উচ্ছ্বল সময়
পুড়ছে আগুন চুলায়!

আজ এখানে পাথর সময়
ব্যস্ততাতে বাঁধা,
স্মৃতি ঘরে উঁকি দিলে
লাগে সুখের ধাঁধা!

উল্টা ঘড়ি উল্টা সময়
উল্টা গাছে ঝুলি,
বন্ধ চোখে ভাবলে এসব
সুখ আনন্দে দুলি!
©কাজী ফাতেমা ছবি
০২/০৭/২০২০

মন্তব্য ৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১৭

ইয়া আমিন বলেছেন: খুব সুন্দর হয়েছে

২| ০২ রা জুলাই, ২০২৫ রাত ৮:৪৫

এইচ এন নার্গিস বলেছেন: বাহ ,চমৎকার । আমার মতোই ছোটো বেলা ।

৩| ০২ রা জুলাই, ২০২৫ রাত ৯:০২

কলিমুদ্দি দফাদার বলেছেন: কবিতায় ছন্দ থাকায় পড়তে বেশ ভাল লাগে।
সাথে ছবিটা ও সুন্দর।

৪| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১০:১৪

জুল ভার্ন বলেছেন: এভাবেই ফিরে আসুক ছড়া কবিতা।

৫| ০৩ রা জুলাই, ২০২৫ রাত ২:২৯

ডঃ এম এ আলী বলেছেন:



বা! অতি সুন্দর ভাবসম্প্রসারণমুলক একটি সুন্দর ছন্দময় ছড়া কবিতা ।
কবিতাটি হতে চয়ন করা স্তবকটি আমার কাছে বেশ হৃদয়গ্রাহী হয়েছে ।

“আজ এখানে পাথর সময়
ব্যস্ততাতে বাধা।
স্মৃতি ঘরে উকি দিলে
লাগে সুখের ধাঁধা।”

এটি আমাদের স্কুলে মাধ্যমিক স্তরের ছাত্রদের জন্য পাঠ্য হতে পারে । নীচে উপমা-সহ এই স্তবকটির প্রতিটি
চরণের ভাব সম্প্রসারণ করে আরও বিস্তারিতভাবে, শিক্ষার্থীদের বুঝার উপযোগীভাবে লিখে দিচ্ছি যেন সহজে
বুঝা যায় কেন একে আমি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির জন্য শুপারিশ করেছি ।

পাথর সময় ও সুখের ধাঁধা
মানুষের জীবনে সময় এক মূল্যবান সম্পদ। সময় নদীর মতো প্রবাহমান, ক্লান্তিহীন, থেমে থাকে না কখনো।
কিন্তু আজকের এই আধুনিক যুগে সময় যেন সেই নদীর মতো আর প্রবাহিত হয় না। বরং তা পাথরের মতো
কঠিন হয়ে গেছে।

"আজ এখানে পাথর সময় / ব্যস্ততাতে বাধা।"
এই কথার মাধ্যমে কবিতায় যেন বোঝাতে চেয়েছেন যে বর্তমান যুগে মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে সময় যেন
তার নিজের গতি হারিয়ে ফেলেছে। এক সময় সময় ছিল শিশিরের মতো নরম, বাতাসের মতো হালকা যা মানুষ
উপভোগ করত। কিন্তু এখন সময় যেন যন্ত্রের মতো, নির্দয় ও অনুভূতিহীন। এই ব্যস্ততা আমাদের জীবনকে
শুকিয়ে দিয়েছে, যেমন গ্রীষ্মের রোদে পুকুর শুকিয়ে যায়।

কিন্তু মানুষ তো যন্ত্র নয়। সে চায় একটু শান্তি, একটু আবেগ, একটু স্মৃতির সঙ্গ। তাই এই কঠিন সময়ের মাঝে
যখন মানুষ অতীতের দিকে ফিরে চায়, তখন তার মনে জাগে এক ধরনের নরম অনুভব। তখন সে ফিরে যেতে
চায় সেই সময়ের ঘরে, যেখানে ছিল ভালোবাসা, বন্ধন আর নির্ভেজাল সুখ।

"স্মৃতি ঘরে উকি দিলে / লাগে সুখের ধাঁধা।"
অতীতের স্মৃতিগুলো যেন পুরোনো অ্যালবামের ছবির মতো দেখলে মন খুশি হয়, কিন্তু আবার বুকটা হালকা কষ্টে
ভরে ওঠে। যেমন শিশুরা গোলকধাঁধায় পথ খুঁজে বেড়ায়, তেমনি মানুষও স্মৃতির ঘরে হারিয়ে গিয়ে আনন্দ আর
বেদনার এক অদ্ভুত মিশ্র অনুভূতির মধ্যে পড়ে। সেই স্মৃতিগুলো যেমন মিষ্টি, তেমনি কিছুটা রহস্যময় ধরা যায় না,
ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়।

এই কবিতার মাধ্যমে আমরা বুঝতে পারি, বর্তমানের যান্ত্রিকতা আমাদের মানবিকতাকে গ্রাস করছে। তাই
আমাদের উচিত সময়ের সঠিক ব্যবহার করা এবং জীবনের মধুর মুহূর্তগুলোকে সংরক্ষণ করা। যেমন ফুল
ফোটে ধীরে ধীরে, তেমনি সময়ের সৌন্দর্যও ধীরে ধীরে উপভোগ করতে হয়। অতীতের স্মৃতি আমাদের
প্রেরণা দেয়, তাই তাকে ভুলে না গিয়ে হৃদয়ে স্থান দেওয়া প্রয়োজন।

মোট কথা হল, এই কবিতাটি শ্রেণিকক্ষের পরীক্ষায় বা মূল্যায়নে ব্যবহারযোগ্য, এবং শিক্ষার্থীদের কাব্যিক
উপলব্ধি গঠনে বেশ সহায়ক।

অনেক অনেক শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.