নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

প্রেমের গহিন বনে

১৯ শে মার্চ, ২০২৫ রাত ১২:৩৭



দুটি রাত জাগা তারা তোমার চোখে
মুখ চন্দ্রিমায় অপলক দেখি তাতে লেখা
প্রেমের কাব্য রঙ ছড়িয়ে আমায় বলে
ভালবাসি ভালবাসি তোমায় প্রিয় সখা।

মন জলে তখন ফুটে পদ্ম ফুল কত
গোলাপ বাগে দেখি ফুল রানী দোল খায়
নিঝুম রাতের বাতাস কানে কানে বলে যায়
প্রিয়ার মনের খাতার লেখা গুলো পড় একবার।

সে পদ্য পাঠে উতালা হুদয় বিমোহিত
সুখের পায়রা গুলো ঝাঁক বেধে উড়ে যায় দীগন্তে
দু’জন হারিয়ে যাই দু’জনের প্রেমের গহিন বনে
ঘুমের কোল থেকে জেগে বুঝি বিষয়টা দারুণ ছিল।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২৫ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আসসালামু আলাইকুম।

সুন্দর কবিতা লিখেছেন। ভাষা সহজ ও সুন্দর। প্রানবন্ত ও শ্রুতিমধুর।

১৯ শে মার্চ, ২০২৫ দুপুর ২:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।

২| ১৯ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো :)

১৯ শে মার্চ, ২০২৫ দুপুর ২:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। আপনার ভালোলাগলো বলে অনেক খুশী হলাম।

৩| ১৯ শে মার্চ, ২০২৫ সকাল ১১:০৭

রানার ব্লগ বলেছেন: আপনি কবিতার মানুষ ।

১৯ শে মার্চ, ২০২৫ দুপুর ২:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: খানিকটা চেষ্টা করছি। তবে পাঠকের আশানুরূপ সাড়া নাই।

৪| ২০ শে মার্চ, ২০২৫ রাত ২:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



‘সে পদ্য পাঠে উতালা হুদয় বিমোহিত = হৃদয়’ হবে হয়তো। কবিতা মোটামোটি হয়েছে ১০ এ ৩ পেয়েছেন। ৩৩ পেয়ে টেনেটুনে পাশ করার মতো অবস্থা আরকি।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.