নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টিতে অদ্ভুত সুন্দর

০৩ রা জুলাই, ২০২৫ ভোর ৫:৩৬



স্বপ্নের বৈজয়ন্তি পুরে তাকিয়া হেলান দিয়ে বসে আছ তুমি
মুর্ছিত দর্শক দল রূপের সেঁকায় পড়ে আছে এদিক-ওদিক
সেথা হতে উঠে তুমি ধীর পদে হাঁট মায়াবী আবহে যেন
পুস্পদল ফুটে সেথাকার তরু-লতা বৃক্ষ পত্র ফাঁকে অজস্র।

ফুর ফুর ফুর ফুর ওড়না উড়িয়ে হেলে দুলে হাঁটা দেখে
বালিকার! আমার মাথাটা ঘুরে পূর্ণিমার চাঁদের বৃত্তে
নারীরূপ দেখে এক দেখি সে মুঠি মুঠি জোছনা ছড়ায়
দীঘি জলে তার ছায়া জলের দোলায় দৃষ্টিতে অদ্ভুত সুন্দর।

পিতার আদরে তুমি বেড়েছ অনেক রূপসী অনন্যা হে সুন্দরী নিত্য
সুন্দরের দেশে বসবাসে তুমি সকল সুন্দর কর তুমি নিজ গুনে
লোকে বলে আহা বিধাতার এ দানেতে কৃতজ্ঞ অন্তর ধন্যবাদ দেয়
তারা তাঁকে ধরাতলে তোমার মোহে আনন্দ দোলায় দুলে প্রত্যেক সময়।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২৫ ভোর ৫:৪৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: Click This Link

০৩ রা জুলাই, ২০২৫ ভোর ৫:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতার সাথে মিল করে চমৎকার ভিডিও দিয়েছেন দফাদার সাহেব।

২| ০৩ রা জুলাই, ২০২৫ ভোর ৬:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: ভালো লিখেছেন ।

০৩ রা জুলাই, ২০২৫ দুপুর ১:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।

৩| ০৩ রা জুলাই, ২০২৫ সকাল ৭:৪৬

ওমর খাইয়াম বলেছেন:



মনে হয়, কিছুটা কালিদাসের কবিতার মতো।

০৩ রা জুলাই, ২০২৫ দুপুর ১:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: অতীতের আবহ আছে বলেই মনে হয়।

৪| ০৩ রা জুলাই, ২০২৫ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী শুভ সকাল।
সুন্দর কবিতা লিখেছেন।

০৩ রা জুলাই, ২০২৫ দুপুর ১:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।

৫| ০৩ রা জুলাই, ২০২৫ সকাল ৯:৫৯

আলমগীর সরকার লিটন বলেছেন: এতো রোমান্টিক
কোথায় রাখি কবি দা
প্রেম যে দক্ষিণা হাওয়া
আমায় দেয় না ধরা ছায়া
এতো রোমান্টিক
কোথায় রাখি কবি দা

০৩ রা জুলাই, ২০২৫ দুপুর ১:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: Click This Link

এগান থেকে একটা ভাব এসেগেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.