নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

রাত্রিজাগর রজনীগন্ধা, করবী রূপসীর অলকানন্দা.....

১৫ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:২৬



আমাদের দেশে নানান ধরনের ও রং এর অলকানন্দা দেখা যায়। এরা আমাদের দেশীয় ফুল না। তবে বৈজ্ঞানিক নামের প্রথম অংশ 'Allamanda'-র সাথে মিল রেখে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা নামকরণ করেন 'অলকানন্দা'।

"রাত্রিজাগর রজনীগন্ধা
করবী রূপসীর অলকানন্দা
গোলাপে গোলাপে মিলিয়া মিলিয়া রচিবে মিলনের পালা।"

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----





অলকানন্দা (হলুদ)
অন্যান্য ও আঞ্চলিক নাম : অলকনন্দা, আলোকনন্দা, ঘণ্টাফুল, ঘণ্টিলতা, হাড়কাকড়া, হলুদ ঘন্টি, সোনালী তুরী, মাইক ফুল।
Common Name : Allamanda Yellow, Yellow Allamanda, Allamanda, Golden Trumpet, Golden Trumpet Vine, Angel's Trumpet, Common Trumpetvine, Buttercup Flower, Yellow Bell
Scientific Name : Allamanda cathartica


"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি শুনেছেন? সেই গানে লেখা আছে এই অলকনন্দার কথা।
"সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।"

----- আবদুল গাফফার চৌধুরী -----



খুব সহজেই নজর কাড়ে ওরা। ফুলগুলো দেখতে অনেকটা মাইক বা ঘণ্টার মতো। তবে রূপসী এই সুন্দরীরা গন্ধহীন। অ্যালামন্ডা মূলত বসন্ত ও গ্রীষ্মকালের ফুল। তবে বর্ষার সময়ও ফুটতে দেখা যায়। একবার ফুটলে ফুলটি ধীর্ঘ দিন সতেজ থাকে।

এর আদিভূমি ব্রাজিল। অলকনন্দা অনেকটা লতা জাতীয় গাছ তবে ছেটে দিলে এটি গুল্ম হিসেবেও বেড়ে উঠতে পারে। না ছাটলে ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।




'অলকনন্দা' শব্দের অর্থ 'স্বর্গের গঙ্গা'। ভারতে এই নামে একটি নদীও আছে। এই নদী নিয়ে "জয় গোস্বামী" লিখেছেন -

"অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে
হৃদি ভেসে গেল অলকানন্দা জলে;

কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে।।"





তথ্য সূত্র : অন্তর্জাল
ছবি ও বর্ণনা : মরুভূমির জলদস্যু
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৫/২০২০ ইং

মন্তব্য ৩১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আজি যত কুসুম কলি ফুটিলো কাননে

অশোক, অর্কিড, অলকানন্দা, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অ্যালামন্ডা (বেগুনী), আকন্দ, আমরুল, অপরাজিতা, আফ্রিকান টিউলিপ,
উগান্ডা শিখা, উর্বশী, উর্বসী, এরোমেটিক জুঁই, এ্যালামন্ডা (বেগুনী)
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কালো বাসক, কালো বাদুড় ফুল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা, ক্যালেনডুলা, ক্যাসিয়া রেনিজেরা, কামান গোলা, কাগজ ফুল, কাঠগোলাপ, কাঠচাঁপা, কাঁটামুকুট, কন্টকমুকুট, কাঞ্চনার, কাঞ্চনক, কুর্চি, কুরচি, কৃষ্ণচূড়া, খাড়া মুরালি
গাঁদা, গেন্ধা, গন্ধা, রক্তগাঁদা, গামারি, গামার, গাম্বার, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া, গৌরিচৌরি, গিরিপুষ্প, গুলেটু, গুলমোহর, ঘোড়া চক্কর
চন্দ্রপ্রভা, চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (হালকা গোলাপি), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (সাদা), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (লালচে গোলাপি), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (কমলা), চন্দ্রমল্লিকা (হলুদ-সাদা), ছোটপানা
জবা, সাদা জবা, ঝুমকো জবা, ঝুমকা জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, ক্রিম জবা, গোলাপী জবা, হাইব্রিড জবা, হাইব্রিড গোলাপী জবা, হাইব্রিড ক্রিম জবা
জারবেরা, জ্যাকারান্ডা, ঝুমকোলতা, ঝুমকো জবা
টগর, জংলি টগর, ডালিয়া, তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দদ্রুমর্দন, দাদমারী, দেবকাঞ্চন, দোলনচাঁপা, দুপুরমনি, ধুতুরা
নাগেশ্বর, নাগচম্পা, নাগেসর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা, নীলচূড়া, নীল বনলতা, নীল লতা, নীলাতা, নীল-পারুল, নীল-পারুল লতা, নয়নতারা,
পপী, পুন্নাগ, পারুল লতা, পঞ্চমুখী জবা, পুর্তলিকা, পুত্তলিকা, পটপটি
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বিলাই আঁচড়া, বাদুড় ফুল, বাগানবিলাস, বাসন্তীলতা, বোগেনভিলিয়া, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট, বন পালং, বন তেজপাতা, বার্মিজ গোলাপি সোনাইল, ভাট ফুল, ভ্রমরপ্রিয়া
মাধবীলতা, মাধবিকা, মধুমঞ্জরি, মিয়ানমার ফুল, মুচকুন্দ চাঁপা
রঙ্গন, রুক্সিনী, রক্তক, রুদ্রপলাশ, রাজ অশোক, রাজ অশোক, রাধীকা নাচন, রাধাচূড়া, রত্নগণ্ডি, রাণীচূড়া, রসুন্ধি লতা, রুয়েলিয়া, রক্ত জবা, রক্তকাঞ্চন, রক্তপুষ্পক, রক্তপুষ্পিকা, রক্ত শিমুল, রক্ত কমল, রক্তচূড়া
লতা মাধবী, লতা পারুল, লাল আকন্দ, লাল কাঞ্চন, লাল শাপলা, লাল কমল, লাল শিমুল
শটি ফুল, শাপলা (সাদা), শাপলা (লাল), শিউলি, শেফালি, শেফালিকা, শিবজটা, শিবঝুল, শিমুল, শ্বেত অপরাজিতা, শ্বেত পুষ্পা, শ্বেত অকন্দ
সন্ধ্যামালতী, সন্ধ্যামনি, সুলতান চাঁপা, সুভদ্রা, সুখ মুরালি, সূর্যমুখী, সুরজমুখী, সোনাপাতি, সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বরা, সোকরে, সোর্ড লিলি, সাদিমুদি
হাতি জোলাপ, হাতিশুঁড়, হলুদ জবা

অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল

মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল, চুকুর ফুল, সরষে ফুল, সর্রিষা ফুল, তিল ফুল, বিষকাটালি, পাহাড়ি বিষকাটালি,

বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, পলাশ ও পারিজাত পরিচিতি, পারিজাতের পরিচয়, চাঁপা নিয়ে চাপাবাজি, আতা কাহিনী, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি
=================================================================

২| ১৫ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৩৩

শায়মা বলেছেন: আমাদের বাগানে আছে গোলাপী অলকনন্দা!!

১৫ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার ছাদ এখন মরুভূমি হয়ে আছে। কোনো গাছ নেই, কিচ্ছু নেই।

৩| ১৫ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:২৯

শায়মা বলেছেন: আর তুমি সেই মরুভূমিতে একমাত্র দস্যু!!! :)

তোমার আগের নিকটা কি যেন ছিলো ভাইয়ু?

১৫ ই মার্চ, ২০২৫ রাত ১১:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হা হা হা।
- আগের নিক ছিলো পগলা জগাই।

৪| ১৫ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:১০

কামাল১৮ বলেছেন: মাঝে মাঝে কোথায় যেনো চলে যান।আবার হঠাৎ করে আবির্ভূত হন।এর কারণ কি?এমন ব্লগার আছে কয়েক জন।

১৫ ই মার্চ, ২০২৫ রাত ১১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ২০২৩ এর মাঝামাঝি থেকে এমন হচ্ছে। ধীরে ধীরে সব কিছু থেকে উৎসাহ হারিয়ে ফেলছি হয়তো!!

৫| ১৫ ই মার্চ, ২০২৫ রাত ৮:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অলকনন্দা আমার পছন্দের ফুল। গ্রামের বাড়িতে গাছ লাগাতে চাচ্ছিলাম।

১৫ ই মার্চ, ২০২৫ রাত ১১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এর বেশ হয়েকটি ভ্যারাইটি আছি। বেশীরভাগ ক্ষেত্রেই ডাল থেকে সহজেই চারা করা যায়। আপনার জন্য শুভকামনা রইলো।

৬| ১৬ ই মার্চ, ২০২৫ রাত ১২:১২

অপু তানভীর বলেছেন: আরে মাঝে মাঝে কই হারায়ে যান!

১৬ ই মার্চ, ২০২৫ রাত ১২:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মন বসে না কোথাও। এখন থেকে আবার নিয়মিতো হবার চেষ্টা করবো।

৭| ১৬ ই মার্চ, ২০২৫ রাত ১২:৩৪

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,



অনেকদিন পরে আপনার এরকম পোস্ট দেখলুম।
"অলকনন্দা" নামটিতে একটা কাব্যিক ভাব আছে।

"মাইক ফুল" কে আমরা "কল্কি ফুল" হিসেবে জানি। কল্কির মতো দেখতে।

প্রথম ছবিটি অনেকটা কাঠ গোলাপ ফুলের মতো ।

১৬ ই মার্চ, ২০২৫ রাত ১২:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
- কলকে বা হলদে করবী বা পীতকরবী ফুলটিকে আমরা মাইক ফুল বলতাম। তাছাড়া ঢোলকলমি ফুলকেও আমরা মাইক ফুল বলতাম।

৮| ১৬ ই মার্চ, ২০২৫ রাত ২:৫৮

জনারণ্যে একজন বলেছেন: @ জলদস্যু, কয়েকদিন থেকেই মনে মনে আপনাকে খুঁজছিলাম। অনেকদিন থেকেই দেখছিলাম না এখানে, এজন্য।

এই ফুল দেশে থাকতে অনেক দেখেছি, কিন্তু নাম জানতাম না। 'অলকানন্দা', কি অদ্ভুত সুন্দর একটা নাম! ফুলের চেয়েও ফুলের এই নামটি সুন্দর। আরও সুন্দর এই নামের অর্থ।

আশাকরি ব্যস্ততা কমলে কিংবা অবসন্নতা কাটিয়ে উঠে এখানে আবার নিয়মিত হবেন। আজ হঠাৎ করেই আপনার পোস্ট দেখে ভালো লাগলো।

ভালো থাকবেন, শুভকামনা রইলো।

১৬ ই মার্চ, ২০২৫ রাত ১১:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
- রবীন্দ্রনাথের দেয়া নাম অলকানন্দা, সুন্দর আর কাব্যিক তো হবেই!
- এখন থেকে কিছুটা নিয়মিত গওয়ার চেষ্টা করবো।

৯| ১৬ ই মার্চ, ২০২৫ ভোর ৬:৩১

শ্রাবণধারা বলেছেন: অনেকদিন পর আপনার পোস্ট দেখে খুশি হলাম।

আমি কিন্তু এই গাছটির নাম জানি, এমনকি এর বাংলা নামকরণও। একসময় ঢাকা শহরের অনেক বাড়ির বারান্দার টবে এই ফুলগাছটি শোভা পেত। আমি এর বাংলা নামটি জেনেছিলাম, যখন বাংলামোটরের কাছে বিশ্বসাহিত্য কেন্দ্রে যেতাম, সেই কুড়ি-বাইশ বছর আগে। তখন কেন্দ্রের পাঠাগারের ছাদের বড় বড় টবে অনেকগুলো অলকনন্দা গাছ ছিল।

জানি না, আজও সেখানে অলকনন্দা গাছে ফুল ফোটে কি না!

১৬ ই মার্চ, ২০২৫ রাত ১১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বিশ্বসাহিত্য কেন্দ্রে আমি খুব একটা যাইনি। সর্বশেষ গেছি তাও ৭-৮ বছরের বেশি হয়ে গেছে।
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১০| ১৬ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার পিসি থেকে ছবি দেখা যায় না।

এমন কি আমার পোস্টকৃত ছবিও দেখি না :(

১৬ ই মার্চ, ২০২৫ রাত ১১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- দুঃখজনক ব্যাপার।

১১| ১৬ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪৩

নকল কাক বলেছেন: মরুভূমিতে মরুদস্যু না হয়ে জলদস্যু !
হুমম, ইন্টারেস্টিং।

১৬ ই মার্চ, ২০২৫ রাত ১১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হে জলদস্যু বলেই মরুভূমিতে, মরুদস্যু হলে বঙ্গোপসাগরে হতো। ;)

১২| ১৬ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: অলকনন্দা নামটা সুন্দর না।

আমার মনে আছে, আমারব স্কুলের পাশে একটা বাড়িতে অলকনন্দা ফুল গাছ ছিলো। সকালবেলা অনেক ফুল মাটিতে পরে থাকতো। সেই ফুল আমি কুড়িয়ে নিতাম। তারপর আমার ক্লাশের প্রতিটা মেয়েকে একটা করে দিতাম। একদিন মিস বললেন, আমার ফুল কই? সবাইকে দিলে আমাকে দিলে না!!!

১৬ ই মার্চ, ২০২৫ রাত ১১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার সৌন্দর্যবোধ নিয়ে ব্লগের আনেকেরই সন্দেহ আছে। আমার নেই।
- আপনি গল্প ভালো শুরু করতে পারেন।

১৩| ১৬ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ফুল, সুন্দর পোস্ট।

১৬ ই মার্চ, ২০২৫ রাত ১১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১৪| ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: মন থেকে দ্বিধা ভয় সংশয় ঝেরে ফেলুন।

১৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার এইসব নেই ভাইজান।
- ভালো কথা, গুরুজ্বী কেমন আছেন?

১৫| ১৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:১০

নাহল তরকারি বলেছেন: আপনাকে চিঠি লিখেছি।

১৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঈদের চিঠি?

১৬| ১৯ শে মার্চ, ২০২৫ রাত ১১:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার বাড়ির কাজ শেষ হয়েছে? লজ্জাবতী গাছের ফুলের ছবি ও কলমি শাকের ফুলের ছবি তুলেছেন কখনও?

২০ শে মার্চ, ২০২৫ রাত ১২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাড়ির কাজ আপাততো বিরতীতে আছে। ৬ তলা পর্যন্ত কাজ করে, কাজ বন্ধ রেখেছি। ঈদের পরে বাইরের আস্তরের কাজ ধরবো হয়। বাকি আড়াই তলার কাজ ধরবো ৪ তলার ফ্ল্যাট বিক্রি করে।

- লজ্জাবতী আর কলমি শাকের ফুলের ছবি তুলেছি আমি।

লজ্জাবতী ফুল

ছবি তোলার স্থান : সাতখামাইর ও কাওরাইদ রেল স্টেশনের মাঝামাঝি।
ছবি তোলার তারিখ : ০৪/১২/২০১৬ইং



কলমি শাকের ফুল

Common Name : Water Spinach, River spinach, wWater morning glory, Water convolvulus, Chinese spinach, Swamp cabbage etc.
Scientific Name : Ipomoea aquatica

ছবি তোলার স্থান : নাগরি, কালিগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২৬/১০/২০১৫ ইং

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.