![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
১। বুড়িগঙ্গা নদীতে একলোক নৌকা নিয়ে বসে থাকেন।
তার নিজের নৌকা। একসময় সে এপাড় থেকে ওপাড় যাত্রী পারাপার করতেন। এখন যাত্রী পারাপার করেন না। সারাদিন যাত্রী পারাপার করে যে টাকা পান, সেই টাকা দিয়ে তার পোষায় না। বুড়িগঙ্গায় যাত্রী পারাপার করার নৌকা অনেক। তাই তিনি নিজে একটা বুদ্ধি বের করলেন। এখন তার ইনকাম ভালো। তিনি প্রতিদিন নৌকা নিয়ে বুড়িগঙ্গায় যান। ভারী একটা চুম্বক খন্ড নদীতে ফেলেন। চুম্বক খন্ডটি দড়ি দিয়ে বাধা থাকে। পাচ মিনিট পর পর দড়ি ফেলেন। চুম্বকের সাথে উঠে আসে পয়সা, লোহা লক্কর, সোনার চেইন ইত্যাদি। সকাল থেকে বিকেল পর্যন্ত চুম্বক নদীতে ফেলেন। এখন তার ইনকাম ভালো। তার দেখাদেখি এই কাজ আরো অনকেই শুরু করেছেন। তবে এই কাজে কষ্ট আছে। বুড়িগঙ্গা নদীর পানি একদম কালো হয়ে গেছে। খুব নোংরা। এবং প্রচুর বাজে গন্ধ। বমি এসে পড়ে।
২। আওয়ামী লীগ খারাপ। খুব খারাপ।
এখন তো আওয়ামীলীগ নেই। এখনও কেন চাঁদাবাজি হচ্ছে, এখনও কেন সরকারি হাসপাতালের বেহাল দশা? এখনও কেন ফুটপাত দিয়ে হাটা যায় না? প্রতিটা ফুটপাতে দোকানপাট। আগে যে রাস্তা ও ফুটপাত গুলো খালি ছিলো, এখন সেই রাস্তা ও ফুটপাত দখল হয়ে গেছে। এখনও কেন নব্য ধনী সৃষ্টি হচ্ছে? এখনও কেন চাল, তেল, ডাল ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমেনি? কেন এত বেশি খুন, ধর্ষন, ছিনতাই, ডাকাতি হচ্ছে? কেন প্রতিদিন পাচ তারকা হোটেলে ইফতার পার্টি হচ্ছে? শেখ হাসিনার আমলে শেখ হাসিনা রোজার আগেই বলে দিতেন- কোনো ইফতার পার্টি হবে না। ইফতার পার্টি না করে সেই টাকায় গরীবদের জন্য কিছু করুন। কেউ আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখান অন্তবর্তী সরকার দেশের জন্য কি কি কল্যানমূলক কাজ করেছেন?
৩। পাকিস্তানের চেয়ে আমরা অনেক ভালো আছি।
পাকিস্তানে তরমুজের কেজি ১৭০ টাকা। আমাদের দেশে তরমুজের কেজি ৪০/৫০ টাকা। আমাদের দেশে রেস্টুরেন্ট গুলোতে ১৫০ থেকে ২০০ টাকায় নেহারি পাওয়া যায়। পাকিস্তানে নেহারির দাম ৪/৫ শ' টাকা। পাকিস্তানে দরিদ্র মানুষদের সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশী। পাকিস্তানে জঙ্গি বেশি, চুরী ছিনতাই বেশি। বড় বড় শহর গুলো দুষিত। বিশেষ করে করাচী, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ আর মুলতান। পাকিস্তানে দূর্নীতিবাজ অনেক বেশি। বেকারের সংখ্যা অনেক। পাকিস্তান যদি আমাদের সাথে বেঈমানী না করতো আজ তাদের এই করুন পরিনতি হতো না। পাকিস্তান চায় আমরা যেন ভালো না থাকি। এজন্য আমাদের দেশের জামাত শিবিরকে সহযোগিতা করে যাচ্ছে। আফসোস লাগে, আজ শেখ হাসিনা দেশে নাই বলে- জামাত শিবির কেমন মাথাচাড়া দিয়ে উঠেছে!
৪। সুনিতার জন্ম ১৯৬৫ সালে।
বর্তমানে প্রায় ৬০ বছর বয়স তার। একজন নাসা নভোচারী। প্রথম জীবনে সুনিতা হেলিকাপ্টার উড়াতেন। গত বছরের জুনে মাত্র আট দিনের এক মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন দুই নভোচারী বুচ ও সুনিতা। মিশন শেষে পৃথিবীতে ফেরার কথা থাকলেও মহাকাশযানের ত্রুটির কারণে আটকে যান তাঁরা। অনন্ত নক্ষত্রবীথিতে বিরাট বিপদে পড়লেন। কেউ সাহায্য করার নাই! যাইহোক, ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান তাদের পৃথিবীতে ফিরিয়ে আনে। এখানে বাইডেনের কোনো ভূমিকা নেই। কিছুটা ভূমিকা আছে ট্রাম্পের। যাইহোক, বিপদ কেটেছে।
মুসলিম দেশ গুলোর নারীরা ঘরের কোনো থাকে।
ধর্ম তাদের কোনঠাসা করে রেখেছে। হাতমোজা আর বোরকা তাদের সম্বল। মুসলিম নারীদের অনেক কষ্ট শুধু মাত্র ইসলামিক রাষ্ট্রে জন্মগ্রহন করার কারনে। এই নভোচারী সুনিতা যদি কোনো ইসলামিক রাষ্ট্রে জন্মগ্রহন করতো তাহলে সে নভোচারী হতে পারতো না। এই ৬০ বছর বয়সী নারী- জাস্ট গ্রেট। স্যলুট। আমরা জানি, যিনি মহাকাশে ভ্রমণ করেছেন বা ভ্রমণের জন্য প্রশিক্ষণ নিয়েছেন- তারাই নভোচারী। আমাদের প্রানপ্রিয় নবীজিও একজন নভোচারী। পৃথিবীর প্রথম নভোচারী। এখন পর্যন্ত ৬০০ জন ব্যক্তি মহাকাশে ভ্রমণ করেছেন। সেই তালিকায় আমাদের নবীজির নাম নেই। অত্যন্ত দুঃখজনক।
২| ২০ শে মার্চ, ২০২৫ রাত ৩:১৪
শাহাবুিদ্দন শুভ বলেছেন: ভালো লিখেছেন । অনেক গুলো বিষয়ের অবতারণা করছেন। ধন্যবাদ।
৩| ২০ শে মার্চ, ২০২৫ ভোর ৬:১৩
বাকপ্রবাস বলেছেন: বুড়িগঙ্গার পানির যে অবস্থা, যেই সরকার ক্ষমতায় আসুক দুইদিনে সেই পানি ঠিক হবেনা, সেটা ঠিক করতে হলে স্বদ্চ্ছিা এবং পরিকল্পনা প্রয়োজন।
রাজনীতির ক্ষেতে সম অবস্থা
৪| ২০ শে মার্চ, ২০২৫ সকাল ৭:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তারপরও জন্মভূমি বলে কথা।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০২৫ রাত ১১:৪৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভালো লিখেছেন। আপনি আপনার শাহেদ জামালকে নিয়ে একদিন ঢাকা চিড়িয়া খানা হতে ঘুরে আসুন। ঢাকা জাদুঘরেও একদিন যেতে পারেন। আপনার গল্পের অপেক্ষায় রইলাম।