নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

প্রায়শই

০১ লা জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০০

প্রায়শই
সাইফুল ইসলাম সাঈফ

যে স্বপ্ন প্রায়শই পূর্ণতা লাভ করে
সূর্যদয়ের মতো প্রতিদিন দেখা মেলে
সেই একই স্বপ্ন সূর্যাস্তের মতো ডুবে
আর ঢেকে যাই ঘুটঘুটে আঁধারে!
অথচ হতে পারতাম উজ্জ্বল চাঁদ
জ্যোতি দেখে করল বাধা, বাদ।
তাই খেপা বা মাথা খারাপ
অদ্ভূত লাগে ওদের কাছে আলাপ।
আমার ইচ্ছে পূরণ হলো না
প্রত্যেকদিন দেখি রূপ, দেখি আয়না।
বিষাদের ছাপ পড়ে গেছে চেহারায়
নগ্ন চিত্রগুলো শুধু আসে কল্পনায়!
কখনো নজর রাখিনি কারণ বিরত,
ঈশ্বরের নিষেধ, অশ্রু ঝরে অবিরত।
মিলবে মিলবে এই আশায় দিন যায়
কখনো মনোবল হারাই, কখনো ভাসায়।
দেরী হয়ে গেছে ছুটতে, নক করতে
ঘুমে রই কত কত ঊষাতে।
রবের বিধান মানতে ভীষণ চেষ্টা
কারণ আমার আছে পূণ্যের তেষ্টা।
জেনে রাখো প্রতিদিন করি প্রার্থনা
আসমানী বাণী আমার কাছে প্রেরণা!
তুমি আমার জীবনে প্রথম সাক্ষাৎ
তুমি বিহনে বিশ্রী, কাটে রাত।
এসো হে সোনালি, বুকে সানন্দে
সম্পূর্ণরূপে লুপ্ত হও আমার হৃদে!

উত্তরা, ঢাকা।
০১,০১,২৬

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৬

সুলাইমান হোসেন বলেছেন: চমৎকার সুন্দর হয়েছে কবিতাটি,তবে একটা না পাওয়ার ব্যাথা পরতে পরতে ফুটে উঠেছে।হাজারো যুবকের এই ব্যাথা রয়েছে আমি জানি।ইনশাআল্লাহ,এই ব্যাথার এমন উত্তম প্রতিদান পাওয়া যাবে,যা তারা পাবেনা যাদের কোনো ব্যাথা নেই।তবে ধৈর্যের বাঁধ যেন ভেঙে না যায়।বাঁধ ভাঙার আওয়াজ যেন কানে না আসে,এটাই চাই :>

০১ লা জানুয়ারি, ২০২৬ রাত ৯:০২

সাইফুলসাইফসাই বলেছেন: খুমি হলাম বেশ! অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.