| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের শঙ্খচিল
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
ইংরেজী শুভ নববর্ষ '২০২৬
আগত ২০২৬ ইংরেজী নববর্ষে সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ।
বিগত ২০২৫ সাল বাংলাদেশ ও বর্হির বিশ্ব ছিলো ঘটনা বহুল এবং দু:খজনক অভিজ্ঞতা সমৃদ্ধ ।
সময়ের পার্থক্যের কারণে বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৬ সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতি।
এরপর বর্ণাঢ্য আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।
সিডনি হারবার ব্রিজে হাজারও মানুষের উল্লাস আর আলোকসজ্জা বিশ্ববাসীকে জানান দিচ্ছে এক নতুন শুরুর কথা।
Fire work 2026
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) বার্ষিক বিশ্লেষণে উঠে এসেছে রাষ্ট্রীয় স্বচ্ছতার ঘাটতি,
আইনের শাসনের দুর্বলতা এবং প্রশাসনিক জবাবদিহিতার অভাবে নাগরিকরা দিন কাটাচ্ছেন ভয়,
অনিশ্চয়তা ও অনুমাননির্ভর জীবনে।
২০২৫ সালটি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার, গণপিটুনি (মব), নির্যাতন, আত্মহত্যা, বিচারবহির্ভূত হত্যা,
সংখ্যালঘু নির্যাতন, সাংবাদিক নিপীড়ন ও ধর্মীয় স্থাপনায় হামলাসহ নানা ঘটনায় বাংলাদেশে মানবাধিকারের
জন্য এক উদ্বেগজনক অধ্যায় হয়ে ওঠে।
২০২৫ সালে ৬৪১টি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার হয়েছে। যার মধ্যে ২২ জন শিশু,
ছয়জন কিশোর ও সাতজন কিশোরী, ১৫৭ জন নারী ও ৪১৫ জন পুরুষ।
রাজনৈতিক সহিংসতা : ৫৯৯টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় শিকার হন পাঁচ হাজার ৬০৪ জন।
এতে ৮৬ জন নিহত ও আহত হন পাঁচ হাজার ৫১৮ জন (গুলিবিদ্ধ ৯৭ জন)।নিহতদের মধ্যে বিএনপির ৬৫ জন,
আওয়ামী লীগের আটজন, জামায়াতের তিনজন ও রাজনৈতিক পরিচয়হীন সাধারণ নাগরিক ১০ জন।
গণপিটুনি ও মব সন্ত্রাস : ২০২৫ সালে গণপিটুনি ও মবের ৪২৮টি ঘটনা ঘটেছে,
যা ২০২৪ সালের তুলনায় প্রায় তিন গুণ। গেল বছর নিহত হন যথাক্রমে ১৬৬ জন ও ৪৬০ জন।
একই সঙ্গে ২২০ জনকে আহত অবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে।
সাংবাদিকতা ও মত প্রকাশ ক্রমে সংকুচিত : সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে ২৮৯টি।
এ সময় ৬৪১ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় হত্যা, মামলা, হুমকি, আইনি হয়রানি ও
নির্যাতনের শিকার হয়েছেন। সাংবাদিকদের নামে আইনি হয়রানির ৪৬টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন ১২ জন।
মামলা ও গণগ্রেপ্তার : সরকার পতন ও জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ঘিরে ৬৭টি মামলায় নির্দিষ্ট আসামি করা হয়েছে
সাত হাজার ৭৮০ জনকে এবং অজ্ঞাতপরিচয় আসামি ১১ হাজার ১৭৯ জন।
এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন হাজার ৬৯৫ জন গ্রেপ্তার হন।
বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু : বন্দুকযুদ্ধ/ক্রসফায়ারের ১৯টি ঘটনায় ২২ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে।
একই সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে ২০ জনের মৃত্যু ও কারা হেফাজতে ১১৬ জনের মৃত্যু হয়েছে।
.....................................................................................................................................................
২০২৬ সালে এমন অরাজক অবস্হা কাম্য নয় ।
আশা করছি সঠিক ভাবে নির্বাচন সম্পন্ন হলে কিছুটা স্বস্হি ফিরে আসবে জনমনে ।
পারস্পরিক সন্দেহ, অস্হিরতা কেটে যাবে, ব্যবসা বানিজ্য চলমান হবে,
প্রান্তিক কৃষক, খামারীরা নিশ্চিন্ত মনে দিন শেষে ঘুমাতে যেতে পারবে ।
মব সন্ত্রাসবন্ধ হবে , আইনের শাসন প্রতিষ্ঠা লাভ করবে ।
ইউরোপের একটি গ্রামে ২০২৬ সালের প্রারম্ভে তোলা ছবি ।
০১ লা জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকে ও আপনার প্রান প্রিয় কণ্যার জন্য থাকল
নববর্ষীয় শুভেচ্ছা !
...........................................................................
২|
০১ লা জানুয়ারি, ২০২৬ সকাল ১০:১৮
সৈয়দ কুতুব বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা জানবেন।
০১ লা জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভেচ্ছা থাকল,
এত চলমান অস্হিরতার মধ্যে ও
আসুন এক কাপ চা পান করি ।
...............................................................................
৩|
০১ লা জানুয়ারি, ২০২৬ সকাল ১০:২৬
রাসেল বলেছেন: শুভ ইংরেজী নববর্ষ '২০২৬।
০১ লা জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নববর্ষে সবাই ভালো থাকুক
.....................................................................
একটি প্রতিবেদন বলছে ,
২০২৫ সালে ৬৪১টি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার হয়েছে।
আর যেন কোন মায়ের কোল এভাবে খালি না হয় ।
৪|
০২ রা জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৬
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০৩ রা জানুয়ারি, ২০২৬ রাত ৩:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মানুষের মন মানসিকতা এতই অস্হির হয়ে পড়েছে যে,
ব্লগে এসে নববর্ষর শুভেচ্ছা বিনিময় করবে তাও
সময় হয়না ।
............................................................................
ব্লগ ও সমাজ জীবনে দূর্ভিক্ষ চলছে এটাই তার প্রমান ।
৫|
০৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ৩:২৩
ডঃ এম এ আলী বলেছেন:
আপনার জন্যও রইল ইংরেজী নববর্ষের শুভেচ্ছা ।
ইংরেজী নব বর্ষের শুরুতেই যে খেল দেখাল আমিরিকা
তাতে মনে হয় পৃতিবী বসে আছে এখন কাটার উপর।
যাহোক, কাটার উপরে বসে থাকলেও নিরোপায়।
পৃতিবীবাসির জন্য এটাই হোক নববর্ষের শুভেচ্ছা।

০৬ ই জানুয়ারি, ২০২৬ ভোর ৪:৩৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইংরেজী নববর্ষের শুভেচ্ছা থাকল
.......................................................................
বিগত বৎসর আপনার সুচিন্তিত অনেক লেখাই ভালো লেগেছে
তবে বিভিন্ন ব্যস্ততার কারনে উত্তর দেয়া হয়না ।
ট্রাম্পের নজর এখন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ওপর।
শনিবার ট্রাম্প বলেছেন, একটি ‘সুষ্ঠু উত্তরণ’ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘চালাবে’।
তিনি দাবি করেন, ‘ভেনেজুয়েলাকে আবার মহান করার জন্য যা যা প্রয়োজন, (রদ্রিগেজ) তা করতে ইচ্ছুক।’
রদ্রিগেজ বলেন, ‘আমরা আর কখনো কারও উপনিবেশ হব না।’
কিন্তু ট্রাম্পের হুমকির পর গতকাল রোববার রুদ্রিগেজ বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মানজনক সম্পর্ক
এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী যৌথ উন্নয়ন প্রকল্পে কাজ করতে চাই, যাতে শান্তিপূর্ণ সহাবস্থানের স্থায়ী
পরিবেশ তৈরি হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমাদের জনগণ ও অঞ্চল যুদ্ধ নয়, শান্তি ও সংলাপের দাবিদার।’
৬|
০৬ ই জানুয়ারি, ২০২৬ ভোর ৪:৪১
ডঃ এম এ আলী বলেছেন:
পৃথিবী ক্রমেই ছোট হয়ে আসছে ।
আপনি আমি আর নির্বাসিত ছাড়া
ব্লগে এখন কেও নেই ।
০৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১:৪২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তারপরও আমি আশাবাদী
...........................................................
ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে আজ সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে হাজির করা হয়েছে। যেখানে তাঁর বিরুদ্ধে ‘মাদক পাচারের’ অভিযোগের শুনানি হবে।লাতিন আমেরিকার দেশ পানামায় ১৯৮৯ সালে প্রায় একই ধরনের সামরিক অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তুলে নিয়ে গিয়েছিল দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ম্যানুয়েল নরিয়েগাকে।
মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার প্রথম মন্তব্যে রুদ্রিগেজ বলেছিলেন, ‘আমাদের প্রেসিডেন্টকে অপহরণ করা হয়েছে। এটা ঔপনিবেশিক শক্তির তেল লুটের পাঁয়তারা।’
............................................................................................
তারপরও সবাই আশাবাদী এর একটি সুরাহা হবে !!!
৭|
০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮
সূচরিতা সেন বলেছেন: দেরিতে হলেও আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউইয়ার ২০২৬। আসলে ব্যস্ততার জন্য ব্লগে তেমন আসা হয়না।
০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:১৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকে ও শুভেচ্ছা জানাচ্ছি
.................................................................
৮|
১৭ ই জানুয়ারি, ২০২৬ ভোর ৫:২৬
ডঃ এম এ আলী বলেছেন:
প্রতি উত্তরের ঘরে লাইক চিহ্নটা দেখলে বুঝে নিবেন
আপনার সুন্দর প্রতিমন্তব্যগুলি দেখে ভাল লাগা
জানিয়ে গেছি । বেশ কষ্ট করে লেখা প্রতিমন্তবয
পাঠক দেখে গেছেন কিনা তা অনেক ক্ষেত্রেই
বুঝা যায় না । অবশ্য মুল পাঠক ছাড়াও অন্য
পাঠকগনও তাদের পছন্দমত মন্তব্য প্রতিমন্তব্যে
লাইক চিহ্ন দিয়ে যান । সেক্ষেত্রে একাধিকস
লাইক থাকলে কিছুটা বুঝা যায় সঠিক পাঠক
হয়ত প্রতিমন্তব্যটি দেখে গেছেন । আর যদি
পাঠক প্রতিমন্তব্যের পিঠে মন্তব্য লিখে যান
তাহলেতো কোন সন্দেহ্ই আর থাকেনা।
এ বিষয়টি মন্তব্য চালাচালির কালচারে
পরিনত হলে পোস্টে মন্তব্যের এ খরার
যুগে কিছুটা হলে জলসিঞ্চন হতো বলে
মনে হয় ।
শুভেচ্ছা রইল ।
১৭ ই জানুয়ারি, ২০২৬ ভোর ৫:৪২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হাতে সময় থাকলে কোন লেখায় ২য় বার মন্তব্য করি ।
.................................................................................
সাধারনত একবারের বেশী মন্তব্য করতে চাইনা ।
সে ক্ষেত্রে লাইক দেয়াটা ২য় অপশন হিসাবে নেই ।
এরপরও গুরত্ব দিতে হলে অবশ্যই
প্রতি মন্তব্য পসন্দ করি ।
আপনার এই সুচিন্তিত মন্তব্য অবশ্যই ব্লগ চালুর সহায়তা করবে
আপনাকে ধন্যবাদ।
৯|
১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৪১
মিরোরডডল বলেছেন:
Is it too late to wish???
জানুয়ারির সেকেন্ড হাফ চলছে, উইশ করাই যায়।
শঙ্খচিল কে ২০২৬ এর শুভকামনা :-)
১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:০১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নূতন দিনের শুভকামনা থাকল
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আপনাকে কোথাও পাইনা বলে আজ,
অভিযোগ দায়ের করেছি "খেলাঘরের " ঠিকানায় "
আপনি লিখুন বা না লিখুন অন্তত ব্লগে আমাদের
মান , অভিমান, অনুযোগ তো (আপনার ব্লগে )পড়তে পারেন ,
ইচ্ছে হয় জবাব দেবেন না হয় দিবেন না ।
আমি জানি আপনি অনেক "কনফিডেন্ট পার্সন " ।।
........................................................................................
দুবার সিডনী গেলাম দেখা পাইনি, এবারও পাবোনা, জানি
তাই অনুরোধ করে বিব্রত করবনা ।
২০২৬ সালে ব্লগে এসে উকিঝুঁকি দেবার জন্য অশেষ ধন্যবাদ ।
১০|
১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:২১
মিরোরডডল বলেছেন:
সবাই শুধু ভুল বোঝে
আমিতো অনেকদিন বাংলাদেশে ছিলাম।
ঢাকায় গেলে এতো ব্যস্ত হয়ে যাই, কোনভাবে সামুতে আসা হয়না।
চোখ রাখাও হয় না।
তাই একটা গ্যাপ হয়ে যায়।
ভালো থাকবে শঙ্খচিল
১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মায়ার্শ্পশে একটা প্রতিউত্তর আছে দেখে নিবেন ।
.............................................................................
বাস্তবে বিদেশ যতই যাই ৭/৮ দিন পরে খুব নি:সঙ্গ বোধ করি
তখন খুজঁতে থাকি কোথায়, কোথায় বন্ধুরা আছে ।
সিডনীতে বেশ কিছু বন্ধু আছে , তারা সব সময় আসতে পারেনা
এবার ভাবছি আরও কিছু বন্ধুর সাথে যোগাযোগ করে তারপর যাবো ।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০২৬ সকাল ১০:০৯
রাজীব নুর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা জানবেন।