| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের শঙ্খচিল
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
ইংরেজী শুভ নববর্ষ '২০২৬
আগত ২০২৬ ইংরেজী নববর্ষে সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ।
বিগত ২০২৫ সাল বাংলাদেশ ও বর্হির বিশ্ব ছিলো ঘটনা বহুল এবং দু:খজনক অভিজ্ঞতা সমৃদ্ধ ।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) বার্ষিক বিশ্লেষণে উঠে এসেছে রাষ্ট্রীয় স্বচ্ছতার ঘাটতি,
আইনের শাসনের দুর্বলতা এবং প্রশাসনিক জবাবদিহিতার অভাবে নাগরিকরা দিন কাটাচ্ছেন ভয়,
অনিশ্চয়তা ও অনুমাননির্ভর জীবনে।
২০২৫ সালটি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার, গণপিটুনি (মব), নির্যাতন, আত্মহত্যা, বিচারবহির্ভূত হত্যা,
সংখ্যালঘু নির্যাতন, সাংবাদিক নিপীড়ন ও ধর্মীয় স্থাপনায় হামলাসহ নানা ঘটনায় বাংলাদেশে মানবাধিকারের
জন্য এক উদ্বেগজনক অধ্যায় হয়ে ওঠে।
২০২৫ সালে ৬৪১টি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার হয়েছে। যার মধ্যে ২২ জন শিশু,
ছয়জন কিশোর ও সাতজন কিশোরী, ১৫৭ জন নারী ও ৪১৫ জন পুরুষ।
রাজনৈতিক সহিংসতা : ৫৯৯টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় শিকার হন পাঁচ হাজার ৬০৪ জন।
এতে ৮৬ জন নিহত ও আহত হন পাঁচ হাজার ৫১৮ জন (গুলিবিদ্ধ ৯৭ জন)।নিহতদের মধ্যে বিএনপির ৬৫ জন,
আওয়ামী লীগের আটজন, জামায়াতের তিনজন ও রাজনৈতিক পরিচয়হীন সাধারণ নাগরিক ১০ জন।
গণপিটুনি ও মব সন্ত্রাস : ২০২৫ সালে গণপিটুনি ও মবের ৪২৮টি ঘটনা ঘটেছে,
যা ২০২৪ সালের তুলনায় প্রায় তিন গুণ। গেল বছর নিহত হন যথাক্রমে ১৬৬ জন ও ৪৬০ জন।
একই সঙ্গে ২২০ জনকে আহত অবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে।
সাংবাদিকতা ও মত প্রকাশ ক্রমে সংকুচিত : সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে ২৮৯টি।
এ সময় ৬৪১ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় হত্যা, মামলা, হুমকি, আইনি হয়রানি ও
নির্যাতনের শিকার হয়েছেন। সাংবাদিকদের নামে আইনি হয়রানির ৪৬টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন ১২ জন।
মামলা ও গণগ্রেপ্তার : সরকার পতন ও জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ঘিরে ৬৭টি মামলায় নির্দিষ্ট আসামি করা হয়েছে
সাত হাজার ৭৮০ জনকে এবং অজ্ঞাতপরিচয় আসামি ১১ হাজার ১৭৯ জন।
এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন হাজার ৬৯৫ জন গ্রেপ্তার হন।
বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু : বন্দুকযুদ্ধ/ক্রসফায়ারের ১৯টি ঘটনায় ২২ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে।
একই সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে ২০ জনের মৃত্যু ও কারা হেফাজতে ১১৬ জনের মৃত্যু হয়েছে।
.....................................................................................................................................................
২০২৬ সালে এমন অরাজক অবস্হা কাম্য নয় ।
আশা করছি সঠিক ভাবে নির্বাচন সম্পন্ন হলে কিছুটা স্বস্হি ফিরে আসবে জনমনে ।
পারস্পরিক সন্দেহ, অস্হিরতা কেটে যাবে, ব্যবসা বানিজ্য চলমান হবে,
প্রান্তিক কৃষক, খামারীরা নিশ্চিন্ত মনে দিন শেষে ঘুমাতে যেতে পারবে ।
মব সন্ত্রাসবন্ধ হবে , আইনের শাসন প্রতিষ্ঠা লাভ করবে ।
ইউরোপের একটি গ্রামে ২০২৬ সালের প্রারম্ভে তোলা ছবি ।
২|
০১ লা জানুয়ারি, ২০২৬ সকাল ১০:১৮
সৈয়দ কুতুব বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা জানবেন।
৩|
০১ লা জানুয়ারি, ২০২৬ সকাল ১০:২৬
রাসেল বলেছেন: শুভ ইংরেজী নববর্ষ '২০২৬।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০২৬ সকাল ১০:০৯
রাজীব নুর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা জানবেন।